অনুপম রায়ের গান গাইলেন হেমন্ত মুখোপাধ্যায়! AI এর কেরামতি শুনে মুগ্ধ নেটপাড়া

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অনুপম রায়ের গান! AI ভার্সন শুনে মুগ্ধ নেটপাড়া

Anupam Roy : যত দিন যাচ্ছে টেকনোলজির উন্নয়ন হচ্ছে দ্রুত। আর এখনও পর্যন্ত টেকনোলজির সবথেকে বড় কেরামতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) বা AI এর উদ্ভাবন। এমন কোনও কাজ নেই যা AI পারে না। হুবহু প্রয়াত তারকা গায়কদের কন্ঠে নতুন গান বসিয়ে দিতে পারে। ঠিক যেমনটা হল অনুপম রায়ের (Anupam Roy) গানকে নিয়ে। অনুপম রায়ের ‘বাউন্ডুলে ঘুড়ি’ (Baundule Ghuri) গাইলেন হেমন্ত মুখোপাধ্যায় (Hemanta Mukhopadhyay)। যদিও সেটা AI এর কামাল, তবে গান শুনে মুগ্ধ নেটপাড়া।

হেমন্ত মুখোপাধ্যায়ের স্বর্ণযুগের শিল্পী। তার প্রয়াণ ঘটেছে বেশ কয়েক বছর আগে। আর অনুপম রায় হলেন এই যুগের শিল্পী। অসংখ্য হিট গান রয়েছে তার ঝুলিতে। কেমন হবে যদি অনুপম রায়ের কোনও গান গাইতেন হেমন্ত মুখোপাধ্যায়? নিতান্তই কৌতূহলবশত জনৈক AI ব্যবহারকারী এক্সপেরিমেন্ট করেছিলেন এই নিয়ে। যার ফলাফল চমকে দিয়েছে মানুষকে।

ANUPAM ROY

হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে ‘বাউন্ডুলে ঘুড়ি’ শুনে কী বললেন অনুপম রায়?

এই গানটি ভাইরাল হওয়ার পর অনুপম রায়ও শুনেছেন। সংবাদমাধ্যমের কাছে তার বক্তব্য, “এই কাজটা ভালো না খারাপ সেটা বিবেচ্য নয়। গুণগত মান কেমন সেটাও পরের কথা। পারমিশন ছাড়াই যেহেতু এটা করা হয়েছে তাই এটা অপরাধ কিনা জানি না। কিন্তু একজন চেষ্টা করেছেন এবং দারুণ ভাবে করেছেন।”

আরও পড়ুন : প্রাক্তন নাকি বর্তমান অনুপমের কোন স্ত্রী বেশি সুন্দরী? দেখুন ফটোগ্যালারী

এরপর তিনি আরও বলেন, “এটা একটা চমক। মানুষ চমক পেতে ভালোবাসেন। তাই যতক্ষণ না মানুষ এই গিমিক ধরে ফেলছে এটা চলবে। তবে মজার বিষয় হল যাই হোক এই নতুন বিষয় নিয়ে এখন এক্সপেরিমেন্ট চলবে। আর আমার মতে চেনা ছক ভুলে নতুন কিছু ট্রাই করা উচিত সেটা ঠিক হোক বা ভুল। আমরা যেন বলে যেতে পারি আমরা চেষ্টা করেছিলাম। আদতে টেকনোলজি আমাদের শত্রু নয়, বরং সহায়ক। নইলে এখনও শ্রেয়া ঘোষাল শ্রেয়া ঘোষাল বা অরিজিৎ সিং অরিজিৎ সিং হয়ে থাকতেন না।”

AI

বর্তমানে AI নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এ পর্যন্ত বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ এই আবিষ্কার নিয়ে সর্বত্র চর্চা চলছে। কিছুটা ভয়-ভীতিও কাজ করছে সাধারণের মনে। বহু জায়গাতে কর্মী ছাঁটাইয়ের খবর মিলছে। AI এর ব্যবহার আদতে ভাল নাকি খারাপ সেই নিয়েও চর্চা হচ্ছে। এই প্রসঙ্গেও মুখ খুলেছেন অনুপম। কী বললেন গায়ক?

আরও পড়ুন : অনুপম রায়ের প্রথম স্ত্রী কে? এখন কোথায় আছেন তিনি?

Baundule Ghuri Hemanta Mukhopadhyay

AI নিয়ে অনুপমের মন্তব্য, “AI ভালো না খারাপ এই প্রসঙ্গটি অবান্তর। ব্যাপারটা প্রাচীনপন্থী বনাম লিবারেল। আর আমি সবসময়ই নতুনের দলে থাকতে চাই। AI এর হাত ধরে রাতারাতি অনেক কিছুই বদলে যাবে। আর সেটাকে বাধা দিতে যাওয়াটা নেহাতই বোকামি। আমরা এখানে গেল গেল রব তুলছি। অথচ বিদেশে আমাদের দেশের সন্তানরাই AI নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করছে। অথচ সেই বিষয়ে খবর কেউ রাখে না।”