সিরিয়াল থেকে সোজা টলিউড! এই সুপারস্টারের সঙ্গে সিনেমায় পা রাখছে ‘মিঠাই’য়ের মিষ্টি

Anumegha Kahali In Kabuliwala : বাংলা টেলিভিশনের পর্দায় যে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক অভিনেতা-অভিনেত্রীরাই কামাল করছেন বা টেলিভিশন যে তাদের দখলে এমনটা মোটেও নয়।‌ ছোট্ট বয়সেই তুখোর অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন বাংলা ধারাবাহিকের অনেক খুদে খুদে সদস্য। তাদের মধ্যেই রয়েছে জি বাংলা (Zee Bangla) -র জনপ্রিয় মিঠাই (Mithai) ধারাবাহিকের খুদে অভিনেত্রী মিষ্টি ওরফে অনুমেঘা কাহালি (Anumegha Kahali)। শোনা যাচ্ছে ছোট পর্দা ছেড়ে এবার বড়ো পর্দায় অভিনয় করবেন এই অভিনেত্রী।

Anumegha Kahali With Mithun Chakraborty In Kabuliwala

মিঠাইয়ের আগে ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ সিরিয়ালে মুন্নি চরিত্রে দেখা গিয়েছিল অনুমেঘাকে। ‘মিঠাই’ সিরিয়ালে সৌমিতৃষা কুন্ডুর পর তাকে দেখার অপেক্ষাতেই থাকতেন অনুরাগীরা। কিন্তু দর্শকদের বেশিদিন অপেক্ষা করতে হয়নি। মিঠাই শেষের এক সপ্তাহের মধ্যেই জি বাংলাতেই নতুন সিরিয়ালে সুযোগ পেয়ে গিয়েছে অনুমেঘা। চ্যানেলের আরেক জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’তেও দেখা গিয়েছে তাকে।

Anumegha Kahali

এবার এই খুদে শিল্পীকে বড়পর্দায় অভিনয় করতে দেখা যাবে। শোনা যাচ্ছে,  ‘কাবুলিওয়ালা’-তে ছোট্ট মিনির চরিত্রে দেখা যাবে ‘মিঠাই’-র মিষ্টি। নতুন করে ‘কাবুলিওয়ালা’ বানাচ্ছেন পরিচালক সুমন ঘোষ, এখবরও বেশ পুরনো। তবে শোনা যাচ্ছে, ২০২৩-এর ‘কাবুলিওয়ালা’র গল্প নাকি বর্তমান সময়ের প্রেক্ষাপটেই বলবেন পরিচালক সুমন ঘোষ।

শোনা যাচ্ছে, কলকাতা ছাড়াও লাদাখ এবং আফগানিস্তানেও নাকি এই ছবির শ্যুটিং হবে। আর ‘কাবুলিওয়ালা’ হচ্ছেন মিঠুন চক্রবর্তী। আর সেই ‘কাবুলিওয়ালা’ ‘মিনি’ হচ্ছেন ছোট্ট অনুমেঘা। মিনির মা ও বাবার চরিত্রে দেখা যাবে সোহিনী সরকার এবং আবির চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে শ্যুটিংও শুরু করে ফেলেছেন অনুমেঘা কাহালি।

Anumegha Kahali

শোনা যাচ্ছে, ছবির প্রযোজনা করছে এসভিএফ ও জিও স্টুডিওজ। ইতিমধ্যেই শিশু দিবসের দিন ছবির পোস্টার সামনে এসেছে। শোনা যাচ্ছে এই বছরেই এই ছবিটি মুক্তি পাবে। তবে মিনির চরিত্রে অনুমেঘাকে দেখে খুব খুশি এই খুদে শিল্পীর অনুরাগীরা। এখন দেখার এই ছবি কতটা দর্শকদের মন কাড়ে।

আরও পড়ুন : দ্বিতীয়বার মা হতে চলেছেন আলিয়া? রণবীর-আলিয়ার প্ল্যানিং ফাঁস করে দিলেন করিনা কাপুর

Anumegha Kahali

আরও পড়ুন : ভালোবেসে প্রসেনজিৎকে এই ‘ডাকনাম’ দিলেন রচনা ব্যানার্জী! শুনেই অবাক ভক্তরা

প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘কাবুলিওয়ালা’র সঙ্গে অনেকেরই নস্ট্যালজিয়া জড়িয়ে আসছে। বাংলা এবং হিন্দি, দুই ভাষাতেই এই গল্প অবলম্বনে ছবি তৈরি হয়েছে। তবে ১৯৫৬ সালে পরিচালক তপন সিনহা পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। তপন সিনহার ‘কাবুলিওয়ালা’-তে রহমতের চরিত্রে নজর কেড়েছিলেন কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস। মিনির ভূমিকায় দেখা গিয়েছিল ঐন্দ্রিলা ঠাকুরকে।