গুরুতর অসুস্থতায় শয্যাশায়ী, বাঁচার আশা ছিল ক্ষীণ, এখন কেমন আছেন অঞ্জনা বসু?

Anjana Basu Opens Up About Her Severe Health Issue And Career Journey : শ্যুটিং ফ্লোর হোক বা নিজের বাড়ি, এক দন্ড বসে থাকতেন না অভিনেত্রী অঞ্জনা বসু (Anjana Basu)। সদা ব্যস্ত এই অভিনেত্রী কাজ ছাড়া কিছুই বুঝতেন না। তা সে ফ্লোরে একনাগারে শট দেওয়া হোক, বাড়িতে গৃহস্থলীর যে কোনও কাজ হোক। সেই অঞ্জনার দীর্ঘ অসুস্থতার জেরে তার শরীর এতটাই অসাড় হয়ে পড়েছিল যে প্রায় এক বছর অভিনয় করেননি অঞ্জনা বসু। প্রায় অনেকদিন পর আবার অভিনয়ে ফিরলেন তিনি।

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অঞ্জনা বসু। বাংলা সিরিয়ালের অত্যন্ত পরিচিত এই অভিনেত্রীকে কখনও কড়া ধাঁচের মা আবার কখনও শ্বাশুড়ির চরিত্রে দেখা যায়। গত এক বছর শারীরিক অসুস্থতার কারণে বিছানায় শুয়ে শুয়েই দিন কেটেছিল এই অভিনেত্রীর। অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলা (Zee Bangla) -র জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’ (Pilu) -তে।

ANJANA BASU

তবে খুব শিগগিরই সমস্ত প্রতিকূলতাকে জয় করেই কাজে ফিরতে চলেছেন অভিনেত্রী। এখন অনেকটাই সুস্থ তিনি। ফিরছেন ছোট পর্দায়। সান বাংলার নতুন সিরিয়াল ‘রুপ সাগরে মনের মানুষ’ (Roopsagore Moner Manush) -এর হাত ধরে কামব্যাক (Comeback) করতে চলেছেন তিনি। লুক সেটও হয়ে গিয়েছে ধারাবাহিকের। কিছুদিনের মধ্যেই শুরু হবে শ্যুটিং, ফ্লোরে ফিরবেন তিনি। দীর্ঘ বিরতির সময় কাজ খুব মিস করেছেন। তাই এখন  শুধুই কাজে মন দিতে চান অভিনেত্রী।

সম্প্রতি শারীরিক অসুস্থতা থেকে শুরু করে অভিনয় জীবনের স্ট্রাগল সবকিছু নিয়েই টলি টাইমের সঙ্গে খোলামেলা আড্ডায় বসে ছিলেন এই অভিনেত্রী। অভিনেত্রীর কথায় জানা গিয়েছে ইন্ডাস্ট্রিতে তিনি নাকি ২০ বছর পার করে ফেলেছেন। আর সেখানে তিনি নিজের অভিনয় জীবনের স্ট্রাগলের কথা তুলে ধরেন।

ANJANA BASU

এদিনের সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন বিয়ের পরেই মূলত স্ট্রাগল শুরু হয়েছিল অঞ্জনার। বললে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না কিন্তু সে সময় অসাধ্য সাধন করে নিয়মিত পাটনা থেকে কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করে শুটিং করতে আসতেনা তিনি। তাই বাড়িতে ছোট ছেলে আর স্বামীকে রেখে স্ট্রাগল লাইফ বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু এদিন অভিনেত্রী জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে তিনি যে সাফল্য অর্জন করেছেন তা নাকি পুরোপুরি তার নিজের ক্ষমতা জোরে।

এমনকি গত এক বছর ধরে অসুস্থতার কারণে তিনি বিছানায় সারাক্ষণ শুয়ে থাকলেও কখনও নাকি  মনের জোর হারাননি। তবে এটা ঠিক প্রচন্ড ব্যথা যন্ত্রণা যখন তিনি সহ্য করতে পারতেন না, ঠিক তখন না পেরে বিছানায় শুয়েই নিজেই কান্নাকাটি করে নিজেকে শান্ত করে নিতেন। তবে তিনি শুধু এইটুকু চেয়েছিলেন তিনি যেন বেঁচে থাকেন আর সামনে থেকে নিজের কাছের মানুষ অর্থাৎ স্বামী এবং সন্তানকে চোখে দেখতে পান।

ANJANA BASU

আরও পড়ুন : চুপিসারে বিয়ে সেরে ফেললেন টলিউডের জনপ্রিয় নায়িকা, মালাবদল থেকে সাতপাক দেখুন ছবিগ্যালারি

এরপরেই অভিনয় জীবনের শুরুতে ইন্ডাস্ট্রিতে থেকে পাওয়া খারাপ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এদিন অভিনেত্রী জানান ইন্ডাস্ট্রিতে এমন একজন অভিনেত্রী আছে যাকে তিনি অভিনেত্রী হিসেবে খুবই পছন্দ করেন তার সাথে দেখা হলে আজও তার হাসিমুখেই কথা হয়। কিন্তু, একবার সেই অভিনেত্রী নাকি তাকে এমন কথা বলেছিলেন যা তাকে খুবই আঘাত দিয়েছিল। এমনকি অভিনেত্রী জানান কমপ্রোমাইজ বলতে  অনেক সময় এমন অনেক কাজ তাকে করতে হয়েছে যা হয়তো তার পছন্দ হয়নি। আবার তিনি সেই চরিত্রটা ভালো পারলেও অন্য কাওকে সেই চরিত্রটা দিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ১৩ বছরের বিয়ে ভেঙে ডিভোর্স! বিচ্ছেদের পথে হাঁটছেন সিরিয়ালের জনপ্রিয় এই জুটি