সামান্য পান বিক্রেতা থেকে ‘যাদবপুরের ডন’! সায়নী ঘোষের বাবা কীভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন?

সামান্য পান বিক্রেতা থেকে ‘যাদবপুরের ডন’ কীভাবে হলেন সায়নী ঘোষের বাবা? জানুন সত্যিটা

Tollywood Actress Aka TMC Leader Saayoni Ghosh`s Father Samar Ghosh : ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের নিয়োগ দুর্নীতি (West Bengal SSC Scam) মামলার তদন্তে টলিউড (Tollywood) অভিনেত্রী তথা তৃণমূল (TMC) -র যুব নেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) -র নাম উঠেছিল আগেই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) -র নির্দেশে এই মামলার তদন্ত করতে গিয়ে সায়নী ঘোষের সম্পর্কে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) -এর অফিসারদের হাতে। যার পরিপ্রেক্ষিতে শুক্রবার ইডির অফিস টানা ১১ ঘণ্টার ম্যারাথন জেরার মুখেও পড়তে হয় সায়নীকে।

টলিউডের পর্দা হোক কিংবা রাজনীতির ময়দান, চোখাচোখা সংলাপে কার্যত ঝড় তুলেছেন সায়নী। তার ব্যক্তিগত জীবনেও কিছু কম টুইস্ট নেই। বেশ কিছু সময় আগে জি বাংলা (Zee Bangla) -র ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi Number One) -এ তিনি তার বাবা সমর ঘোষ (Samar Ghosh) -কে নিয়ে হাজির হয়েছিলেন। সেখানে রচনা ব্যানার্জীকে তিনি তার বাবার পরিচয় দেন ‘যাদবপুরের ডন’ বলে।

SAAYONI GHOSH

ওই মঞ্চে সায়নীর পাশে তার বাবাকে দেখে চমকে উঠেছিলেন দর্শকরা। কালো পাঞ্জাবি, গলায় একাধিক সোনার চেইন, হাতে সোনার আংটি, চোখে সানগ্লাস, একেবারে বাপ্পি লাহিড়ীর স্টাইলে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন সায়নীর বাবা। সায়নী নিজেই বাবাকে মজা করে ‘যাদবপুরের ডন’ বলে পরিচয় দেন। তবে আসলে কিন্তু তার বাবার আর্থিক অবস্থা বরাবর এমন ভাল ছিল না।

সমর ঘোষের সামান্য একটা পানের দোকান ছিল। সেখান থেকেই তিনি তার বিপুল সাম্রাজ্য গড়ে তোলেন। বর্তমানে তিনি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত। যাদবপুরের বুকে তার তিন তিনটি ফ্ল্যাট রয়েছে। রয়েছে বিপুল সম্পত্তিও। তিনি নিজের মুখেই বলেন, “আমার পানের দোকান ছিল। সেখানেই আমি কাজ করতাম। একবার আমি প্রোমোটার দীপক মুখোপাধ্যায়কে প্রাণে বাঁচায়। তিনি আবেগপ্রবণ হয়ে আমাকে বুকে জাপটে ধরেন। বলেছিলেন আমি তোমাকে দেখে নেব।”

SAAYONI GHOSH AND HER FATHER SAMAR GHOSH

ব্যাস, এরপরই মুহূর্তের মধ্যে ঘুরে যায় সমর ঘোষের ভাগ্য। তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি কোনও সময়। তাকে নাকি এক জ্যোতিষীও ভাগ্য গণনা করে বলেছিলেন তার চাকরি করার প্রয়োজন নেই। তিনি অনেক টাকা পাবেন। সত্যিই এখন বিপুল সম্পত্তির মালিক সমর ঘোষ। যাদবপুরের বুকে তার বেশ দাপটও রয়েছে।

SAAYONI GHOSH AND HER FATHER SAMAR GHOSH

আরও পড়ুন : লাফিয়ে লাফিয়ে বেড়েছে সম্পত্তি, কত টাকার মালিক সায়নী ঘোষ? চাঞ্চল্যকর রিপোর্ট ইডির

সায়নী বাবাকে নিয়ে গর্ব করে বলেন তার বাবা ভীষণ পরোপকারী। যাদবপুরে যদি কখনও কারও সমস্যা হয় তাহলে তিনি শুধু একবার যদি বলেন ‘আমাকে সমর ঘোষ পাঠিয়েছেন’, তাহলেই নাকি তার কাজ হয়ে যায়! এতটাই প্রভাবশালী ব্যক্তি সমর বাবু। সায়নী রচনাকে বলেছিলেন, “বাবা এখনও আমাকে বলে জীবনে কী করেছ! জান আমার কত জমি রয়েছে।”

আরও পড়ুন : বনি তো বাচ্চা ছেলে! আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে টলিউডের আরও বড় মাথারা, ফাঁস হল নামের তালিকা