পেটে মদ পড়লেই তখন অন্য মানুষ! সুপারস্টার রাজেশ খান্নার সব অত্যাচার ফাঁস করে দিলেন লিভ ইন পার্টনার অনিতা আদবাণী। হাঁটুর বয়সী ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করে ঠকিয়েছিলেন রাজেশ। বিয়ের পরেও নানা মহিলার সঙ্গে সম্পর্ক ছিল তার। শেষে তাদের ডিভোর্স হয়ে যায়। রাজেশের শেষ জীবনে তার সঙ্গী হয়েছিলেন অনিতা। তিনি জানিয়েছেন রাজেশ খান্নার সঙ্গে থাকা মোটেই সহজ ছিল না। মদ খেলে তিনি খুবই খারাপ ব্যবহার করতেন। এমনকি শারীরিক নির্যাতনও করতেন।
ডিম্পলের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর শেষ বয়সে রাজেশ খান্নার সঙ্গে ছিলেন অনিতা। অনিতাকে তিনি বিয়ে করেননি, কিন্তু দুজনে একসঙ্গে থাকতেন। শেষ বয়সে রাজেশ খান্নার যত অত্যাচার তাকেই সহ্য করতে হয়েছে। অনিতা জানিয়েছেন শুরু থেকেই তাদের সম্পর্কে অনেক চড়াই উতরাই ছিল। স্বাভাবিক অবস্থায় রাজেশ ছিলেন খুবই নরম এবং ভালোবাসায় ভরা একজন মানুষ। কিন্তু মদ খেলেই তখন অন্য মানুষ হয়ে উঠতেন তিনি।
২০১৩ সালে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে অনিতা বলেছিলেন বিশেষ করে সন্ধে সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত মদের ঘোরে ঝগড়া, গালিগালাজ থেকে মারধর, কোনও কিছুই বাদ রাখতেন না অভিনেতা। কিন্তু পরদিন ঘুম ভাঙলেই তখন তিনি যেন অন্য মানুষ। তখন আর রাতের কোনও কিছুই তার মনে থাকতো না। তখন তিনি দিব্যি খোশ মেজাজে থাকতেন। হাসতেন, গল্প করতেন। আবার অনিতাকে নিয়ে সমুদ্রের ধারে কিংবা রাস্তায় ঘুরতেও যেতেন।
আরও পড়ুন : বান্ধবীর বরের সঙ্গে পরকীয়া করে অন্তঃসত্ত্বা! এই অভিনেত্রীর জীবনের কাছে বলিউড সিনেমাও ফেল
আরও পড়ুন : ছিল না পিতৃপরিচয়, জোটেনি স্বামীর ভালোবাসা! একাধিক পুরুষসঙ্গী থাকলেও একা এই বলিউড অভিনেত্রী
অনিতা বলেন শেষ জীবনে খুবই একা হয়ে গিয়েছিলেন রাজেশ খান্না। তিনি একাকীত্বকে খুবই ভয় পেতেন। সব সময় আলো জ্বালিয়ে রাখতেন নিজের ঘরে। ঘরে টিভি চলতেই থাকতো। আলো জ্বালিয়ে টিভি চালিয়ে ঘুমোতেই তিনি অভ্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু টিভিতে কখনো নিজের সিনেমা দেখতে চাইতেন না তিনি। ২০১২ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।