বহু বছর পর টিভিতে ফিরছেন অনন্যা চ্যাটার্জী, কবে কোন চ্যানেলে দেখা যাবে?

বাংলা সিরিয়ালের দর্শকরা নিশ্চয়ই অনন্যা চ্যাটার্জীকে ভুলে যাননি? সুবর্ণলতা, জয়কালী কলকাত্তাওয়ালীসহ একসময় একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন অনন্যা। সেই সঙ্গে প্রচুর মানুষের ভালোবাসাও পেয়েছিলেন। অভিনয়ের দরুণ পেয়েছিলেন জাতীয় পুরস্কার। সেই অনন্যাকে বহুদিন দেখা যায়নি টেলিভিশনের পর্দায়। অবশেষে টেলিভিশনের সঙ্গে তার দূরত্ব কমলো। বহু বছর বাদে আবার টিভিতে ফিরতে চলেছেন অনন্যা চ্যাটার্জী।

কবে কোন চ্যানেলে দেখা যাবে অনন্যা চ্যাটার্জীকে?

বাংলা সিরিয়ালের জগতে তুমুল জনপ্রিয়তা পেয়ে অনন্যা পা রেখেছিলেন টলিউডে। সেখান থেকেও তিনি বেশ ভালই সাড়া পেয়েছিলেন। কিন্তু অনন্যা কোনওদিনই খুব বেশি কাজ করেননি কোথাও। তিনি বরাবর খুব বেশি বেশি কাজ করেছেন। এবং তার অভিনয় দর্শকদের মনে গেঁথে গিয়েছে। বাংলা টেলিভিশনের সঙ্গেও তার সম্পর্ক ছিন্ন হয়েছে বহু বছর হল। এবার জি বাংলার হাত ধরেই আবার এত বছর পর টেলিভিশনে ফিরছেন অনন্যা।

Ananya Chatterjee

জি বাংলা রান্নাঘরের নতুন অতিথি অনন্যা চ্যাটার্জী

তবে এত বছর পর অনন্যা ফিরছেন বটে, কিন্তু কোনও সিরিয়ালে তাকে দেখা যাবে না। তাকে দেখা যাবে জি বাংলা রান্নাঘর শোতে। পয়লা বৈশাখের বিশেষ পর্বে অনন্যা চ্যাটার্জীকে জি বাংলার রান্নাঘরে দেখা যাবে। তবে অনন্যা একা নন, তার সঙ্গে মঞ্চে উপস্থিত থাকবেন দীপান্বিতা রক্ষিত, রুকমা রায় এবং টিভি দুনিয়ার অন্যান্য তারকারা। নাচে, গানে, খাওয়া-দাওয়ায় জমে উঠবে এই পর্ব। ১৩ই এপ্রিল থেকে প্রত্যেক রবিবার নববর্ষের এক মাস ব্যাপী উদযাপন হবে জি বাংলার রান্নাঘরের অনুষ্ঠানে। যার নাম দেওয়া হয়েছে বৈশাখী রান্নাঘর।

আরও পড়ুন : কেন বাংলা সিরিয়ালে এখন আর অভিনয় করেন না সুবর্ণলতা? বিস্ফোরক অনন্যা চ্যাটার্জী

আরও পড়ুন : পার্শ্বচরিত্রেও মুগ্ধ করতেন দর্শকদের, কোথায় হারিয়ে গেলেন ‘সুবর্ণলতা’র প্রকাশ?

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের কুচুটে খলনায়িকাদের জীবনসঙ্গীদের পরিচয়