বাংলা সিনেমার বিন্দু মাসি থেকে সিরিয়ালের ঠাম্মি, টলিউড অভিনেত্রী অনামিকা সাহাকে চেনেন না এমন মানুষ নেই এই বাংলায়। একসময় টলিউড কাঁপিয়ে অভিনয় করেছেন এই দুঁদে অভিনেত্রী। দজ্জাল শাশুড়ি, মা, সৎমা, কাকিমা কিংবা অন্য যে কোনও চরিত্রে অনামিকার অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হতেন দর্শকরা। বর্তমানে তিনি বিভিন্ন সিরিয়ালেও অভিনয় করছেন। কিন্তু হঠাৎ করেই শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না তার। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হবে তাকে। হবে বড় অপারেশন।
গুরুতর অসুস্থ অনামিকা সাহা
৬৮ বছর বয়সেও দাপটের সঙ্গে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার ‘তেঁতুল পাতা’ সিরিয়ালে। কিন্তু হঠাৎই ঘটে গেল ছন্দপতন। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অনামিকা সাহা। গলব্লাডারে স্টোন ধরা পড়েছে তার। অস্ত্রোপচার করেই সেটাকে দূর করতে হবে। আজ পর্যন্ত জীবনে কখনও এত বড় অপারেশন হয়নি তার। তাই বেশ ভয়ে ভয়েই আছেন অভিনেত্রী। ফেব্রুয়ারি মাসের শুরুতেই তাকে ভর্তি হতে হবে হাসপাতালে।
আগামী ৪ঠা ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হবেন অনামিকা। ৫ই ফেব্রুয়ারি তার অপারেশন হবে। একা হাতেই সবকিছু সামলাতে হচ্ছে তাকে। অনেকটা টেনশনেও আছেন তিনি। আসলে বয়সের সঙ্গে সঙ্গে সুগার এবং প্রেসারের মত রোগ ধরেছে তার শরীরে। ডাক্তার অবশ্য অনেকদিন আগেই তাকে অপারেশন করিয়ে নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু সুগার ও প্রেসারের সমস্যার কারণেই অপারেশন করানো সম্ভব হয়নি। কিন্তু এবার আর এই অপারেশন ফেলে রাখা যাবে না।
আরও পড়ুন : “হারামজাদা, বুদ্ধি হবে না জীবনে!” প্রসেনজিতের উপর রেগে খাপ্পা অনামিকা
আরও পড়ুন : জুন মালিয়ার আসল নাম কী? ডিভোর্সের পরও কেন ব্যবহার করেন স্বামীর পদবী?
অসুস্থতা নিয়েই কিন্তু এখনও পর্যন্ত শুটিং চালিয়ে যাচ্ছেন অনামিকা। সম্প্রতি আউটডোর শুটিংও সেরে এসেছিলেন। অপারেশনের পর ১০ দিনের ছুটি পেয়েছেন তিনি। ভালই ভালই অপারেশন মিটে গিয়ে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরুন, এটাই আপাতত ভগবানের কাছে প্রার্থনা করছেন অনামিকা। সুস্থ হওয়ার পরই আবার তাকে দেখা যাবে তেঁতুল পাতায়।