Bachchan Family Income : আমাদের সকলের ধারণা আছে বলিউড (Bollywood) তারকাদের জীবনযাপন যেমন আড়ম্বরপূর্ণ হয় সেই রকম তাদের আয় ও আকাশছোঁয়া হয়। তার সত্বেও তারকাদের অন্দরের কথা নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণের। চলুন আজ জেনে নেব বলিউড (Bollywood) এর অন্যতম বচ্চন পরিবারের প্রত্যেক সদস্যের আয় কত?
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন পা দিলেন ৮১ বছরে। যদিও তাকে দেখে এটা বোঝার অবকাশই নেই যে তিনি আশির কোঠা পেরিয়ে গিয়েছেন। এখনও তার কাজের উদ্যম দেখার মতো। যদিও তিনি একা নন তার পরিবারের সকলেই অভিনয়ের সঙ্গে যুক্ত। তাহলে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) থেকে শুরু করে ঐশ্বর্য্য রায় বচ্চন (Aishwarya Rai Bachchan) কত আয় করে দেখে নেওয়া যাক।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) : একসময় ৫০০ টাকা বেতনে কয়লা খনিতে কাজ করতেন বিগ বি। প্রবল স্ট্রাগল করে আজ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হয়ে উঠেছেন অমিতাভ বচ্চন। বর্তমানে তিন হাজার কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে তার। একাধিক রিপোর্ট বলছে, বর্তমানে বছরে ৬০ কোটি টাকা আয় করেন অমিতাভ। আর তার মাসিক আয় ৫ কোটি টাকা।
জয়া বচ্চন (Jaya Bachchan) : ১৯৬৩ সালে সত্যজিৎ রায়ের ছবি ‘মহানগর’-এর হাত ধরে বড় পর্দায় আগমন। ১৯৭২ সালে ছবির সেটেই অমিতাভের সঙ্গে প্রথম আলাপ জয়ার। বর্তমানে দুজনের সুখের সংসার। তবে জয়া কিছু কম রোজকার করেন না অভিনয় থেকে। জানা গেছে তার মাসিক আয় ৩৫ লক্ষ টাকা। আর তার মোট সম্পত্তি ৬৪০ কোটি টাকা৷
অভিষেক বচ্চন (Abhishek Bachchan) : অভিষেক বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। বলিউডের পাশাপাশি খেলাধুলোতেও পা দিয়েছেন অভিষেক। প্রো কবাডি লিগের ফ্রাঞ্চাইজির মালিক তিনি। তার দলের নাম জয়পুর পিঙ্ক প্যান্থারস। এছাড়াও তিনি ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল টিমেরও অন্যতম মালিক। অভিষেক বচ্চনের সম্পত্তির পরিমাণ ২০০ কোটি টাকা। তার মাসিক আয় ২ কোটি আর বার্ষিক আয় ২৪ কোটি টাকা।
আরও পড়ুন : ঐশ্বর্যর দ্বিতীয় স্বামী অভিষেক বচ্চন, প্রথম স্বামী কে? পরিচয় জানলে চমকে যাবেন
আরও পড়ুন : ঘনিষ্ঠ মুহূর্তে রেখা-অমিতাভকে দেখে কেঁদে ফেলেন জয়া! রেখাকে এইভাবে শায়েস্তা করেন জয়া বচ্চন
ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) : বলিউডের মেগা তারকাদের তালিকার শীর্ষেই রয়েছে ঐশ্বর্য রাই বচ্চনের নাম। শুধু ভারত নয়, আন্তর্জাতিক স্তরে জনপ্রিয়তা রয়েছে বিশ্বসুন্দরীর। তার আয়ের পরিমাণও কিন্তু কম নয়। তিনি তার অভিনীত প্রত্যেকটি ছবি থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তিনি বছরে আয় করেন ৫০ কোটি টাকা। আর তার মোট সম্পত্তির পরিমাণ ৮২৩ কোটি টাকা৷