শুটিং করতে গিয়ে বুকে গুরুতর আঘাত পেলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ‘প্রজেক্ট কে’ (Project K) ছবির শুটিংয়ের জন্য হায়দ্রাবাদে গিয়েছিলেন অভিনেতা। সেখানে অ্যাকশন দৃশ্যের শুটিং চলার সময় এই অঘটন ঘটে গিয়েছে বলে জানা গিয়েছে। বুকে গুরুতর চোট পেয়েছেন বলিউড (Bollywood) শাহেনশাহ। যে কারণে তড়িঘড়ি তাকে মুম্বাইতে ফিরিয়ে আনা হয়েছে।
অমিতাভ বচ্চনের বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে। সেই সঙ্গে তার ডান পাঁজরেল পেশিও ছিঁড়ে গিয়েছে। আঘাত পাওয়ার পর তড়িঘড়ি তাকে হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তার সিটি স্ক্যান করেন। তার বুকে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছে। আপাতত শুটিং বন্ধ রেখে মুম্বাইতে ফিরে এসেছেন অভিনেতা।
মুম্বাইতে ফিরে আসার পর সোশ্যাল মিডিয়াতে নিজের শারীরিক আপডেট দিয়েছেন অমিতাভ বচ্চন। তিনি জানিয়েছেন তার বুকে ব্যান্ডেজ হয়েছে। ডাক্তার তাকে বিশ্রাম নিতে বলেছেন। হাঁটাচলা করতে গেলে তার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। অনুরাগীদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন আপাতত ব্যথার জন্য ওষুধ খেতে হচ্ছে। তিনি বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন।
অভিনেতা জানিয়েছেন প্রয়োজনমত এখন হাঁটাচলা করতে পারছেন তিনি। এর আগেও শুটিং ফ্লোরে ভয়ঙ্কর চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন। বেশ কয়েক বছর আগে কুলি ছবির শুটিং চলার সময় তলপেটে আঘাত পেয়েছিলেন তিনি। সালটা ছিল ১৯৮২। তিনি এতটাই আঘাত পেয়েছিলেন যে তার তলপেটে রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছিল।
সেইবার জীবন-মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল তাকে। এমনকি চিকিৎসকরাও একসময় এসে হাল ছেড়ে দিয়েছিলেন। তবে বেশ কয়েক সপ্তাহ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সুস্থ হয়ে ফিরে এসেছিলেন তিনি। এবারেও তার অনুরাগীরা তার দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় দিন গুনছেন।
সোমবার অমিতাভ বচ্চনের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। এরপর তার অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সমাজমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করে চলেছেন ভক্তরা। সুস্থ হওয়ার পর আবার ‘প্রজেক্ট কে’ শুটিংয়ের সেটে ফিরতে হবে তাকে।