জলের তলায় ‘পঞ্চমী’র শুটিং কীভাবে হয়? ফাঁস হল বিহাইন্ড দ্য সিন

এই মুহূর্তে বাংলা সিরিয়ালগুলোর (Bengali Mega Serial) মধ্যে স্টার জলসার (Star Jalsha) পঞ্চমী একটি অন্যতম জনপ্রিয় সিরিয়াল হয়ে দাঁড়িয়েছে। এই সিরিয়ালটি প্রথম সপ্তাহ থেকেই দারুণ টিআরপি পাচ্ছে। হিন্দির ‘নাগিন’ সিরিয়ালের জনপ্রিয়তার কথা তো সকলেরই জানা। ‘পঞ্চমী’ও (Panchami) কিন্তু দিন প্রতিদিন তার জনপ্রিয়তা বাড়াচ্ছে। সাপেদের নিয়ে সিরিয়াল বাঙালিদের মধ্যেও জনপ্রিয়তা পাচ্ছে।

যেহেতু সাপেদের নিয়ে তৈরি এই সিরিয়ালটি তাই স্বভাবতই সেখানে মাঝেমধ্যেই নাগলোকের দৃশ্য দেখানো হয়। আর এই নাগলোক রয়েছে জলের তলায়। ‘পঞ্চমী’ যেহেতু একটি সাপ তাই তাকেও কখনও কখনও নাগলোকে যেতে হয়। সিরিয়ালে দেখানো হয় জলের তলায় সাঁতরে নাগলোকে পৌঁছে যাচ্ছে পঞ্চমী।

PANCHAMI

এই সিরিয়ালের গল্পের পাশাপাশি এর দুর্দান্ত ভিএফএক্স দর্শকদের থেকে দারুণ প্রশংসা পাচ্ছে। প্রধানত জলের তলার যে দৃশ্যগুলো দেখানো হয় সেগুলো ভিএফএক্সের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। তবে দর্শকরা এই দৃশ্য দেখে মনে করেন এগুলো যেন আসলেই জলের তলায় শুট করা হয়েছে। কীভাবে জলের তলার এই দৃশ্যগুলোর শুটিং হয় জানেন?

সম্প্রতি স্টার জলসার ফেসবুক পেজ থেকে ‘নাগলোকে পঞ্চমী’র কয়েকটি ছবি শেয়ার করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে জলের তলায় ‘পঞ্চমী’ ওরফে সুস্মিতা দে। শাড়ি পরে সাঁতার কাটছেন। তার অর্ধেকটা মানুষ এবং বাকি অর্ধেকটা সাপ। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে শাড়ি পরে একটা নীল রঙের উঁচু প্ল্যাটফর্মে উল্টো হয়ে শুয়ে বাতাসে সাঁতার কাটার ভঙ্গি করছেন সুস্মিতা।

PANCHAMI

ওই প্ল্যাটফর্মটা সামনে পেছনে এগিয়ে নিয়ে গিয়ে সেই দৃশ্যটা ক্যামেরাবন্দি করা হচ্ছে। সুস্মিতা ওই ভাবেই জলের তলায় সাঁতার কাটার মত করে হাত-পা ছুঁড়তে ছুঁড়তে অভিনয় করে যাচ্ছেন। তবে শুটিংয়ের মাঝে তিনি নিজেই হেসে গড়িয়ে পড়লেন। এদিকে এই দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়াতেও হাসির ঝড় উঠেছে।

এই দৃশ্য দেখার পর নেটিজেনদের মধ্য থেকে কেউ কেউ লিখছেন, “যদি ধরেই নিই সাপের গল্প দেখালে টিআরপি বাড়ে তবে সেই গল্পের দম থাকতে হয়। গাঁজাখুরি গল্প দেখালে সেই ধারাবাহিক কখনও উপরে উঠতে পারবে না।” আবার কেউ লিখছেন নিম্নমানের ভিএফএক্স এবং একসঙ্গে তিন জনের বিয়ে এসব দেখিয়ে ভাল টিআরপি আসবে না।

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)