সারেগামাপার গ্র্যান্ড ফিনালেতে সেরা ৬-এ উঠলেন কারা? রইল সেরার সেরাদের তালিকা

দেখতে দেখতে গ্র্যান্ড ফিনালের (SA RE GA MA PA Grand Finale) দিকে এগিয়ে গেল জি বাংলার সারেগামাপা। ৫ই ফেব্রুয়ারি থেকে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। সেরার ট্রফি দখল করার জন্য ৬ জন প্রতিযোগীকে চূড়ান্ত হিসেবে বাছাই করে নেওয়া হয়েছে। এক নজরে দেখে নিন এই ৬ জনের (6 Contestants Of Zee Bangla SA RE GA MA PA Identity) মধ্যে রয়েছেন কারা এবং তাদের আসল পরিচয়।

পদ্মপলাশ হালদার : দক্ষিণ ২৪ পরগনার লক্ষীকান্তপুরের কীর্তনীয়া পরিবারের ছেলে পদ্ম পলাশ। শুরু থেকেই তার গানের মাধ্যমে মুগ্ধ করেছেন শ্রোতাদের। তিন পুরুষ জুড়ে কীর্তন এবং কবি গান গেয়ে চলেছে পদ্ম পলাশের পরিবার। পদ্ম পলাশ গ্র্যান্ড ফিনালের সেরা ৬ এর মধ্যে জায়গা করে নিয়েছেন।

albert kabo

অ্যালবার্ট কাবো : ইনি এসেছেন কালিম্পং থেকে। তিনি দার্জিলিংয়ের টুরিস্ট গাইড। প্রথাগত গানের শিক্ষা কোনদিনও তার ছিল না। সারেগামাপা তাকে বিরাট মঞ্চ পেতে সাহায্য করেছে। সুযোগ পেলে আরও ভাল করে গান শিখতে চান কাবো। তবে প্রথাগত শিক্ষা না নিয়েই তিনি সারেগামাপার গ্র্যান্ড ফিনালেতে উঠেছেন।

বিমান বুলেট : উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে এসেছেন বিমান বুলেট। রায়গঞ্জ থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত চোপড়া গ্রাম থেকে এসেছেন তিনি। তিনি রক গান গাইতে পারেন। নিজের চেষ্টায় এই গান শিখে সারেগামাপার মঞ্চে জায়গা করে নিয়েছিলেন তিনি। তিনিও রয়েছেন সেরা ৬ এর মধ্যে।

asmita kar

অস্মিতা কর : কলকাতার নিউ টাউনের বাসিন্দা অস্মিতা ছোট থেকে গান শিখেছেন। গানের এই যাত্রাপথে তিনি তার বাবা-মা ও দাদা-বৌদির সমর্থন পেয়েছেন সব সময়। দাদাকে অস্মিতা তার আইডল বলে মানেন।

ঋদ্ধিমান বিশ্বাস : ঋদ্ধিমান বিশ্বাস মালদা থেকে এসেছেন। তার মা মালদা মেডিকেল কলেজের নার্স। মায়ের বিশ্বাস ছেলে একদিন অনেক বড় গায়ক হবে। মা-বাবা, দুই দিদি ও মায়ের হাসপাতালের ডাক্তার ও নার্স বন্ধুরা সকলেই তাকে উৎসাহ দিয়েছেন।

sonia gajmer

সোনিয়া গজমের : এলিমিনেশন রাউন্ডে ছিটকে বেরিয়ে গিয়ে আবার ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ফিরে এসেছেন সোনিয়া। তার বাবা পুলিশ এবং দুই দাদা মিউজিসিয়ান। খড়গপুর পুলিশ কোয়ার্টারে বড় হয়েছেন সোনিয়া। সারেগামাপা তাকে তার প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়েছে।