আজীবন হাসিয়েছেন সকলকে, শুভাশিস মুখার্জীর যন্ত্রণাময় জীবন জানলে চোখে আসবে জল

All You Need To Know About Tollywood Actor Subhasish Mukhopadhyay`s Life And Struggle : টলিউড (Tollywood) জগতের অন্যতম জনপ্রিয় হাস্য কৌতুক অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় (Subhasish Mukhopadhyay) এর নাম এক ডাকে সবাই জানেন ও চেনেন। মানুষদের হাসানোর ক্ষমতা তাকে অন্যান্য অভিনেতাদের থেকে আলাদা করে দেয়। তাই এক সময় কোন ছবিতে হাসির ভূমিকায় শুভাশিস কে ছাড়া অন্য কারও কথা ভাবতে পারতেন না পরিচালকেরা। তবে জানেন কী বড়ো হয়ে অভিনেতা নয় ক্রিকেটার হতে চেয়েছিল তিনি। কিন্তু ভাগ্যের ফেরে তাকে অভিনয়ের পথ বেছে নিতে হয়।

১৯৮৬ সালে শুভাশিস মুখোপাধ্যায় পূর্ণেন্দু পাত্রীর ‘ছোট বকুলপুরের যাত্রী’ দিয়ে অভিনয় সূচনা করেছিলেন। তারপরে তিনি তার অভিনয় দিয়ে সাধারণ মানুষকে মুগ্ধ করেন। এরপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি। একে একে কত ভালোবাসা, গুরু শিষ্য, বকুল প্রিয়া, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, দাদা ঠাকুর,প্রতিদ্বন্দ্বী, রাজমহল, খোকাবাবু, মেঘে ঢাকা তারা, খোকাবাবু, আক্রোশ, গুগোলে-এর কীর্তি আরো একাধিক ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা।

Subhasish Mukhopadhyay

তিনি বেশি হাস্য কৌতুক ছবিতেই অভিনয় করতেন।তবে পরবর্তী কালে কমেডিয়ান ইমেজ ভেঙে ভিন্ন স্বাদের চরিত্রেও অভিনয় করেছেন শুভাশিস। ২০১২ সালে টেনিদার মতো চরিত্রে তার অভিনয় দর্শক আজও মনে রেখেছেন। এছাড়াও ভিন্ন স্বাদের চরিত্র হিসেবে হালফিলের ‘মহালয়া’ ছবিতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে, ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে গোঁড়া পুরোহিতের চরিত্রে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

বড় পর্দা ছাড়াও ছোটপর্দাতেও সমান সাবলীল শুভাশিস মুখোপাধ্যায়। ‘রাখি বন্ধন’, ‘কলের বউ’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘খেলাঘর’, ‘তারানাথ তান্ত্রিক’ এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে এই বাংলায় ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন অভিনেতা। কিন্তু একটা সময় প্রায় দেড় বছর কাজ না পেয়ে বাড়িতেই বসেছিলেন তিনি।

Subhasish Mukhopadhyay

তবে অভিনেতার ক্লাস ফোর থেকেই তার অভিনয় জীবনের হাতেখড়ি হয়ে গিয়েছিল। প্রথম থেকেই তিনি যুক্ত ছিলেন থিয়েটারের সঙ্গে। জানা যায় শুভাশিস মুখোপাধ্যায় ছোটবেলায় স্কটিশচার্চ স্কুলে পড়াশোনা করেছেন। পড়াশোনাতে মোটামুটি ভালোই ছিলেন তিনি। তবে তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতে ভালো ছিলেন। আর তিনি ক্রিকেট খেলতে বেশি ভালোবাসতেন।

আরও পড়ুন : মা কালীর চরিত্রে নিখুঁত অভিনয়! দর্শকদের মুগ্ধ করেছেন এই ৪ অভিনেত্রী

Subhasish Mukhopadhyay

আরও পড়ুন : শুধু বাবার ছবিরই হিরোইন হয়ে রইলেন, কেন অভিনয় ছেড়ে দিলেন চুমকি চৌধুরী?

তিনি একজন বড়ো ক্রিকেটার হওয়ারই স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তিনি পরিবারের আর্থিক অবস্থার কথা চিন্তা করে নিজের জীবন থেকে ক্রিকেটকে পুরোপুরি মুছে ফেলেন। কলেজ জীবন শেষ হওয়ার পরপরই চাকরিতে ঢুকে যান তিনি। একটি কসমেটিকস কোম্পানিতে চাকরি নিয়েছিলেন শুভাশিস। কিছুদিন সেই কাজ করার পর একটি মুদ্রণ সংস্থায় চাকরিতে ঢোকেন শুভাশিস। তারপর তিনি ১৯৮৭ সালে প্রথম অভিনয় সুযোগ পান। আর আজ তিনি তার অভিনয় দিয়ে দর্শকের মণিকোঠায় বাস করেন।