পকেটমার এই টলিউড অভিনেত্রী আসলে কে, রইলো তার আসল পরিচয়

পকেট মারতে গিয়ে ধরা পড়া এই অভিনেত্রী বাস্তবে কে, রইলো তার আসল পরিচয়

All You Need to Know About Rupa Dutta Arrested for theft from Kolkata Book Fair

সম্প্রতি কলকাতা বইমেলায় সাধারণের পকেট মারতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গিয়েছেন টলিউড তথা বলিউড নায়িকা (Bollywood Actress) রূপা দত্ত (Rupa Dutta)। পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অসংখ্য মানিব্যাগ এবং নগদ ৭৫ হাজার টাকা পেয়েছে। খোদ কলকাতার বুকে ‘পকেটমার’ অভিনেত্রীর এই কার্যকলাপ দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। সকলের মনে একটাই প্রশ্ন, কেন এমন কাজ করলেন তিনি?

রূপা দত্ত টলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। জিতের ‘সাথী’ সিনেমাতেও সুযোগ পেয়েছিলেন। তারপর মুম্বাইতে পাড়ি দেন বড় সুযোগের আশায়। বেশ কিছু ধারাবাহিকে কাজের সুযোগও পেয়েছিলেন তিনি। এই বাঙালি অভিনেত্রী হিন্দি টেলিভিশনের ‘জয় মা বৈষ্ণ মাতা’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন।

তবে অভিনয় ছাড়াও বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে সংবাদের শিরোনাম দখল করেছিলেন রূপা। ২০২০ সালে পায়েল ঘোষ নামের এক মহিলা অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। রূপা তাকে সমর্থন করে সোশ্যাল মিডিয়াতে কিছু স্ক্রিনশট তুলে ধরে জানান অনুরাগ কশ্যপ তাকেও অশ্লীল মেসেজ পাঠিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুরাগের কঠোর শাস্তির দাবিও জানিয়েছিলেন।

অনুরাগের বিরুদ্ধে ড্রাগ নেওয়ার অভিযোগও তুলেছিলেন রূপা। তবে পরে অবশ্য তদন্তে জানা যায় এই ঘটনার সঙ্গে পরিচালক অনুরাগ কাশ্যপের কোনও সংযোগ ছিল না। রূপাকে যিনি মেসেজ পাঠিয়ে ছিলেন তিনি অন্য ব্যক্তি। তার নাম ছিল অনুরাগ সফর যিনি ছিলেন আয়ারল্যান্ডের বাসিন্দা। বিতর্কের সূত্রপাত হতেই অনুরাগ সফর দাবি করেন তাকে ভারতের ন্যাশনাল মিডিয়াতে অনুরাগ কাশ্যপ হিসেবে দেখানো হচ্ছে। এমনকি মহেশ ভাটের বিরুদ্ধেও অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ তোলেন রূপা।

অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে নিজের পরিচয় হিসেবে পরিচালক, লেখিকা এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলে উল্লেখ করেছেন। তাছাড়াও তিনি নিজেকে একটি অ্যাক্টিং অ্যাকাডেমির মালিক বলেও দাবি করেন। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে উল্লেখ করেছেন তিনি ১০ বছর বয়স থেকেই কাজ করতে শুরু করেন। অভিনেত্রী মহিলাদের নিয়ে কাজ করেন বলেও উল্লেখ রয়েছে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে।

শনিবার সন্ধ্যায় কলকাতা বইমেলায় রূপার সন্দেহজনক গতিবিধি লক্ষ করেন টহলরত পুলিশকর্মীরা। দেখা যায়, তিনি বেশ কয়েকটি মানিব্যাগ আবর্জনা স্তূপে ফেলছেন। তাঁকে প্রশ্ন করার পরে কোনও স্পষ্ট উত্তর দিতে পারেন না তিনি। তাঁকে বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি নিজেকে বলি অভিনেত্রী বলে দাবি করেছেন। তাঁর কাছ থেকে একাধিক মানিব্যাগ, নগদ টাকা, একটি ডায়েরি উদ্ধার হয়। অভিনয় ছেড়ে তিনি কেনই বা পকেটমারি শুরু করলেন সেই প্রশ্নের জবাব খুঁজতে তদন্ত করছে পুলিশ। পুলিশের অনুমান বেশ বড় কোনও চক্রের সঙ্গে জড়িত রয়েছেন রূপা।