বলিউড থেকে দক্ষিণের ধুন্ধুমার অ্যাকশন ছবির রমরমার দিনে নিতান্তই সাদামাটা একটি হিন্দি সিনেমা নিয়ে রীতিমত হৈচৈ পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবির নাম ‘লাপাতা লেডিজ’। এই ছবিতে নেই কোনও নামিদামি স্টার। রয়েছে একটা সুন্দর গল্প, কিরণ রাওয়ের দক্ষ পরিচালনা এবং অভিনেতা ও অভিনেত্রীদের অসাধারণ অভিনয়। যার মধ্যে থেকে অন্যভাবে নজর কেড়েছেন ছবির নায়িকা নীতাংশী গোয়েল। কে এই অভিনেত্রী? জেনে নিন।
এই ছবিতে ফুলকুমারীর চরিত্রে অভিনয় করেছেন নীতাংশী গোয়েল। গ্রামের এক সাদাসিধে মেয়ের চরিত্রে তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। তবে এই ছবি কিন্তু তার প্রথম অভিনয় নয়। তিনি এর আগে সুশান্ত সিং রাজপুত, আয়ুষ্মান খুরানাদের মত বলিউড তারকাদের সঙ্গেও কাজ করেছেন। তার জন্ম ২০০৭ সালের ১২ ই জুন। উত্তরপ্রদেশের নয়ডার মেয়ে নীতাংশীর বাবা একজন ব্যাঙ্ক কর্মী।
নীতাংশী খুব ছোটবেলা থেকেই মডেলিং করেন। ছোটদের জন্য বিভিন্ন ফ্যাশন শোয়ের মুখ হয়েছেন তিনি। এছাড়াও তিনি পড়াশোনা করেন। সঙ্গে ক্যারাটে প্রশিক্ষণও নিয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং টিভির পর্দায় বিজ্ঞাপনী প্রচারের জন্য ফটোশুট করেন তিনি। তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। যেটা তিনি মাত্র ২ বছর বয়সে, ২০০৯ সালে খুলেছিলেন।
নিতাংশীর অভিনয় জীবন শুরু হয় ২০১২ সালে। তিনি আয়ুষ্মান খুরানার ‘ভিকি ডোনার’ ছবিতে অভিনয় করেছিলেন একজন শিশু শিল্পী হিসেবে। ২০১৬ সালে তিনি সুশান্ত সিং রাজপুতের ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমাতে অভিনয় করেন। ‘ইন্দু সরকার’, ‘হরদঙ্গ’ সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। শিশু অভিনেত্রী হিসেবে তিনি বেশ কিছু পুরস্কার পান। হালফিলে মুক্তি প্রাপ্ত অজয় দেবগনের ‘ময়দান’ ছবিতে একটি ছোট্ট চরিত্রেও অভিনয় করেছেন।
বেশ কিছু ধারাবাহিকেও অভিনয় করেছেন নীতাংশী। ২০১৬ সালে ‘মন মে বিশ্বাস হে’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করেন। এরপর ‘নাগার্জুন : এক যোদ্ধা’, ‘কর্মফল দাতা শনি’, ‘ইশকবাজ’, ‘ডায়েন’, ‘পেশোয়া বাজিরাও’ ধারাবাহিকে অভিনয় করেন। এমনকি অভিনয় করে ফেলেছেন বেশ কিছু ওয়েব সিরিজেও।
আরও পড়ুন : ৩৫ লক্ষ টাকার মাইনে ছেড়ে অভিনয়! ‘টুয়েলভ ফেল’ নায়কের জীবন সিনেমাকেও হার মানায়
আরও পড়ুন : বিশ্বের সেরা আকর্ষণীয়া ১০ সুন্দরী, যাদের রূপে পাগল গোটা দুনিয়া
‘লাভ স্লিপ রিপিট’, ‘ইনসাইড এজ’ নামের দুটি হিন্দি ওয়েব সিরিজে কিছু ছোটখাটো চরিত্রে অভিনয় করেছিলেন নীতাংশী। শুধু অভিনয় নয়, তিনি সমাজসেবার কাজের সঙ্গেও যুক্ত। ২০২০ সালে করোনা মহামারির সময় তিনি তার সমাজ সেবামূলক কাজের জন্য বিশেষ সার্টিফিকেট পেয়েছিলেন। কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিজ’ তার কেরিয়ারের প্রথম বড় ব্রেক বলা যেতে পারে। স্টারকিড না হয়ে তথাকথিত আউটসাইডার হয়েও তিনি তার অভিনয় দিয়ে বলিউডে জায়গা করলেন। আগামী দিনে বলিউডে আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে তার জন্য।