২০ পেরোতেই সফলতার শীর্ষে, মুকেশ আম্বানির হবু বৌমার সম্পত্তির খতিয়ান চমকে দিচ্ছে

নতুন বছরে মুকেশ আম্বানির (Mukesh Ambani) পরিবারে এক নতুন সদস্যের আগমন হতে চলেছে। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি (Ananta Ambani) এবং তার প্রেমিকা রাধিকা মার্চেন্ট (Radhika Marchent)। অবশ্য গত বছরেই কার্যত আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন হওয়াতে আম্বানি পরিবারের পুত্রবধূ হয়ে গিয়েছেন রাধিকা। এখন শুধু বিয়েটাই বাকি। আর মাত্র কদিন বাদেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাধিকা এবং অনন্ত।

মুকেশ আম্বানি পরিবারের আনন্দ অনুষ্ঠান বলে কথা! তাই অনন্ত এবং রাধিকার বিয়ে নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছেন ব্যবসায়ী মহল থেকে শুরু করে বলিউডের অন্দরেও। তবে জানেন কি কে এই রাধিকা? আম্বানি পরিবারের হবু বৌমার কিন্তু ব্যবসায়ী মহলে নিজস্ব পরিচিতি রয়েছে। তার বয়স এখন মাত্র ২৮ বছর। কিন্তু এই বয়সেই কার্যত কেরিয়ারের নিরিখে শীর্ষে অবস্থান করছেন তিনি।

একাধারে বহু গুণের সমাবেশ রয়েছে আম্বানি পরিবারের হবু পুত্রবধূর মধ্যে। তিনি হলেন এনকোর হেল্থ কেয়ারের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে। বাবার ব্যবসার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সেই সঙ্গে তিনি শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যমেও বিশেষ পারদর্শী। মুকেশ আম্বানি জানিয়েছেন ভবিষ্যতে তার ছোট ছেলে অনন্তের উপর নিউ এনার্জি ব্যবসার দায়িত্ব দেবেন। রাধিকা কিন্তু এখন থেকেই বাবার ব্যবসায় নেতৃত্ব দিতে শুরু করেছেন।

রাধিকা নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন। তার হবু স্বামী অনন্ত যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে পড়েছেন। খুব ছোটবেলা থেকেই নাকি তারা একে অপরকে চিনতেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রাধিকা-অনন্তের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। রাধিকার সম্পর্কে যতদূর জানা গিয়েছে তিনি বই পড়তে, সাঁতার কাটতে ও নৃত্য পরিবেশন করতে পছন্দ করেন।

২০১৮ সালের অনন্ত এবং রাধিকার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। মুকেশ আম্বানির হবু বৌমার সম্পর্কে জানতে পারেন নেটিজেনরা। রাধিকা তার বাবা-মায়ের একমাত্র সন্তান। তিনি অত্যন্ত স্টাইলিশ। পোশাক থেকে ফ্যাশনে দুর্দান্ত সেন্স রয়েছে তার মধ্যে। আর সম্পত্তির নিরিখেও আম্বানিদের তুলনায় পিছিয়ে নেই তিনি। এই বয়সেই বড় প্রতিষ্ঠানের সিইও হিসেবে তার কাছে ৮ থেকে ১০ কোটি টাকার নিজস্ব সম্পত্তি রয়েছে।

রাধিকা মুম্বাইয়ের ক্যাথিড্রাল এবং জন কনন স্কুলে পড়াশোনা করার পর ইকোল মন্ডিয়েল স্কুলে পড়াশোনা করেন। তিনি গুরু ভাবনা ঠাকুরের কাছে ভারতনাট্যম শিখেছেন। আম্বানি পরিবার গত বছর রাধিকার জন্য জিও ওয়ার্ল্ড সেন্টারের অরেঙ্গেট্রাম অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে সালমান খান, রণবীর সিং, আমির খান থেকে শুরু করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেসহ রাজনৈতিক এবং বলিউডি তারকাদের সামনে নৃত্য পরিবেশন করেন রাধিকা।