ভারতের সিনেমা জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম হল মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আর সেই কিংবদন্তি অভিনেতার স্ত্রী হলেন সত্তর আশি দশকের বলিউড (Bollywood) -র অন্যতম অভিনেত্রী যোগীতা বালি (Yogeeta Bali)। যিনি সাফল্যের সিড়িতে উঠেও মাঝপথে অভিনয় জগৎ থেকে হারিয়ে যান। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী? কী রয়েছে এর পিছনে রহস্য? চলুন জেনে নিই।
যোগিতা বালির জীবন কাহিনী
১৩ আগস্ট ১৯৫২ সালে জন্ম গ্রহণ করেন যোগীতা বালি৷ যোগীতা বালির প্রথম ছবি হলো ১৯৭১ সালে মুক্তি পাওয়া ‘পার্বনা’। খুব ছোটবেলা থেকেই চলচ্চিত্র জগতের পা রাখেন তিনি৷ কারণ তিনি ছিলেন বিখ্যাত অভিনেত্রী গীতা বালির ভাগ্নি এবং শাম্মী কাপুর ছিলো তার কাকা। এছাড়াও তার বাবা যশবন্ত বলিউডের সহকারী পরিচালক এবং অভিনেতা ছিলেন। আর মা হরদর্শন কৌর ছিলেন প্রযোজক।
যোগীতা বালির অভিনয় জীবন
যোগীতা বালি নিজের সময়ে খুব পরিচিত এবং সফল অভিনেত্রী ছিলেন। অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, দেব আনন্দ, সঞ্জীব কুমার, রাজেশ খান্না, রণধীর কাপুর এবং সুনীল দত্তের মতো প্রবীণ অভিনেতাদের সঙ্গে তিনি কাজ করেছিলেন৷ কিন্তু তিনি আচমকাই অভিনয় থেকে সড়ে যান। তাকে শেষ দেখা গিয়েছিল ১৯৮৯ সালে মুক্তিপাওয়া ‘আখরি বদলা’ ছবিতে। যেখানে তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছিলেন।
কেন অভিনয় ছেড়ে দিলেন যোগীতা বালি
এরপর থেকে তাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। শুধু অভিনয় থেকে সরে যাওয়াই নয়, কোন সামাজিক অনুষ্ঠান, বলিউডের পার্টিতেও দেখা যেত না অভিনেত্রীকে। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘এনিমি’ ছবির প্রযোজনা করেছিলেন তিনি। কিন্তু সেটাও ক্যামেরা থেকে আড়ালে। জানা গিয়েছিল নিজের পরিবারকে সময় দিতেই অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যোগীতা।
আরও পড়ুন : ‘‘তুমি হিরো হলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব”! পরিচালকের চ্যালেঞ্জের জবাবে মুখে ঝামা ঘষে দেন মিঠুন
কিশোর কুমারকে বিয়ে
তবে শুধু অভিনয় নয় নিজের বিবাহিত জীবন নিয়েও বিতর্কে জড়িয়েছিলেন মিঠুন পত্নী। তিনি ১৯৭৬ সালে ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম শিল্পী কিশোর কুমারকে বিয়ে করেছিলেন। যোগীতা কিশোর কুমারের তৃতীয় স্ত্রী ছিলেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই কিশোর কুমার ও যোগিতার মধ্যে নানা কারনে দূরত্ব বেড়ে যায় এবং বিয়ের মাত্র ২ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
আরও পড়ুন : দুবেলা খাবার জুটতো না, ঘুমোতেন ফুটপাতে! জিরো থেকে হিরো মিঠুন আজ বলিউড সুপারস্টার
আরও পড়ুন : বিয়ের পরেও পরকীয়া! মিঠুনকে লাথ মেরে বাড়ি থেকে তাড়িয়েছিলেন স্ত্রী
মিঠুন চক্রবর্তীকে বিয়ে
এদিকে, ‘খোয়াব’ ছবির শুটিং চলাকালীন-ই মিঠুন চক্রবর্তীর সাথে যোগিতার ঘনিষ্ঠতা বাড়তে থাকে।যোগিতা ডিভোর্সের পর সমাজের কথা না ভেবেই ১৯৭৯ সালে মিঠুনকে বিয়ে করেন। এখন তাদের চার সন্তান রয়েছেন। বড় ছেলে মহাক্ষয় এবং ছোট ছেলে নমশি ইতিমধ্যেই ডেবিউ করে ফেলেছেন বলিউড। মেজো ছেলে উশমি সামলাচ্ছেন ক্যামেরার পেছনের দায়িত্ব। তবে মেয়ে দিশানি আপাতত রয়েছেন লাইমলাইটের আড়ালে।