মুখ ফিরিয়েছে দর্শক, মরিয়া হয়ে ‘হেরা ফেরি ৩’ আনছেন অক্ষয় কুমার, করলেন বড় ঘোষণা

পরপর ছবি ফ্লপ, দর্শক টানতে ‘হেরা ফেরি ৩’ আনছেন অক্ষয় কুমার, বড় ঘোষণা করলেন অভিনেতা

All You Need To Know About Hera Pheri 3 That Is Going To Released On 2024

বলিউডে (Bollywood) যেমন বহু জনপ্রিয় অ্যাকশন (Action)রোম্যান্টিক (Romantic) ছবি হয়েছে ঠিক তেমনি হয়েছে অনেক কমেডি (Comedy) ছবি। হিন্দি ছবির দর্শকরা আজও স্মৃতি থেকে মুছে ফেলতে পারেনি এই ছবিগুলোকে। বলিউডের এমন এক জনপ্রিয় হিন্দি কমেডি ছবি হল ‘হেরা ফেরি’ (Hera pheri)

এই সিরিজের মোট দুটি ছবি মুক্তি পেয়েছে। সেই দুটি ছবিই খুব জনপ্রিয়। প্রথম পার্টি মুক্তি পেয়েছিল ২০০০ সালে এবং দ্বিতীয় পার্টটি মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। তারপর কেটে গিয়েছে বহু বছর আজ ছবির তৃতীয় পার্টের অপেক্ষায় রয়েছেন বহু দর্শক।

HERA PHERI

ছবির আগেই দুই পার্টে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমার , পরেশ রাওয়াল ও সুনীল শেঠিকে। তবে এই ছবির তৃতীয় পার্ট নিয়ে গত বছরেই বড় ঘোষণা করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল খুব শীঘ্রই এই ছবির শ্যুটিং শুরু হবে। ছবিতে অক্ষয় কুমারের চরিত্রটিতে অভিনয় করবেন কার্তিক আরিয়ান। এই খবর সামনে আসার পর অক্ষয় কুমারের ভক্তরা খুশি হননি।

অক্ষয় কুমার নিজেও জানিয়েছিলেন যে তিনি সময় দিতে পারবেন না, বলে ছবিতে অভিনয় করতে পারবেন না। তবে ২০২৩ সালের শুরুতেই বড় ঘোষণা করলেন স্বয়ং অক্ষয়। তিনি নিজের সিদ্ধান্ত বদল করেছেন। শেষ পর্যন্ত আবার রাজুর চরিত্রে দেখা যাবে অক্ষয়কে।

HERA PHERI

শুধু তাই নয়, যেখান থেকে গল্প শেষ হয়েছিল সেখানে থেকেই শুরু হবে ছবির তৃতীয় পার্ট। এই খবর শুনে অক্ষয় কুমারের ভক্তদের পাশাপাশি খুশি হয়েছেন সকল‌ সিনেমা প্রেমি। কারণ শেষ পর্যন্ত দীর্ঘ সময়ের পর বড় পর্দায় আসছে জনপ্রিয় এই ছবি।

HERA PHERI

যদিও ছবির শুটিং এখনও শুরু হয়নি। জানা গিয়েছে আর কিছু দিনের মধ্যেই ছবির শ্যুটিংয়ে যোগ দেবেন সুপারস্টার অক্ষয় কুমার। ‘হেরা ফেরি ৩’ মুক্তি পাওয়ার কথা আছে ২০২৪ সালে। তাই দর্শকদের অপেক্ষা বাধ এবার ভাঙতে চলেছে। পর্দায় আবার ফিরছে ‘হেরা ফেরি’।