রাতারাতি বন্ধ হচ্ছে মিঠাই, অন্তিম সম্প্রচার কবে? মুখ খুললেন পরিচালক

জি বাংলাতে (Zee Bangla) দর্শকদের অতি পছন্দের ধারাবাহিক এই মুহূর্তে হল মিঠাই (Mithai)। এটি এখন বাংলা টেলিভিশনের সবথেকে পুরনো সিরিয়াল। মিঠাই গত দুই বছর ধরে সগর্বে সম্প্রচারিত হচ্ছে জি বাংলার পর্দায়। মাঝে টিআরপির অভাবে স্লট বদল হলেও মিঠাই রানী কিন্তু নতুন সিরিয়ালদের (Bengali Mega Serial) মাঝেও অপরাজেয়। মিঠাই এর বিপরীতে স্টার জলসার কোনও সিরিয়ালই টিকতে পারছে না এখন।

কিন্তু তবুও যে কোনও জিনিসের একটা শেষ থাকে। তাই মিঠাইও একদিন শেষ হবে। স্টুডিও পাড়াতে জোর গুঞ্জন এপ্রিল মাসেই শেষ হয়ে যাবে মিঠাই। বেশ কিছু ফেসবুক গ্রুপ থেকে জানা যাচ্ছে মিঠাইয়ের অন্তিম সম্প্রচারের দিনক্ষণ। জানা যাচ্ছে এপ্রিল মাসের ২৩ তারিখে নাকি শেষবারের মত পর্দায় দেখা যাবে মিঠাইকে।

mithai

মিঠাইয়ের এই অন্তিম সম্প্রচারের দিনক্ষণ নিয়ে বিভিন্ন ফ্যান পেজগুলোতে তুমুল আলোচনা শুরু হয়েছে। দেখতে দেখতে দু’বছর দুমাস অতিক্রান্ত হয়ে গেল। তবুও মিঠাই এখনই বন্ধ হয়ে যাক এমনটা চাইছেন না ভক্তরা। জি বাংলা এই সিরিয়াল তার বিপরীতে স্টার জলসার নবাব নন্দিনী এবং বালিঝড়কে কোণঠাসা করে রেখেছে।

মিঠাই নিয়ে যখন বিভিন্ন ফ্যান পেজে আবার নতুন করে জল্পনা শুরু হয়েছে তখন ধারাবাহিক বন্ধের বিষয়ে মুখ খুলতে বাধ্য হলেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস। তিনি সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলার কাছে এই বিষয়ে মুখ খুলে জানালেন আসল সত্যিটা। পরিচালক জানিয়েছেন মিঠাই বন্ধ হতে চলেছে এই খবরটা তার কানে এসেও পৌঁছেছে।

mithai

পরিচালকের কথায়, “আমিও শুনছি মিঠাই নাকি শেষ হচ্ছে। এক বছর ধরে আমি এটাই শুনছি। গত বছরও যখন মাঝে টিআরপি একটু ডাউন ছিল, তখন আমাকে অনেকে এই প্রশ্ন করেছে। আমি তো চ্যানেলের কেউ নই, আমি পরিচালক। চ্যানেল যতক্ষণ না পর্যন্ত চ্যানেলের তরফে আমাকে জানানো হচ্ছে ততক্ষণ আমি কিছু জানি না।”

mithai

পরিচালকের কথায় স্পষ্ট যে চ্যানেলের তরফ থেকে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্তের খবর এসে পৌঁছায়নি। পরিচালক জানিয়েছেন এর আগে “করুণাময়ী রানী রাসমণি”ও শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে করে সাড়ে তিন বছর অব্দি চলেছে। আসলে নতুন সিরিয়াল লঞ্চ হওয়ার কথা উঠলেই সকলে মনে করেন মিঠাই বন্ধ হয়ে যাবে।