সাধারণ ঘরের বউ থেকে টলিউডের সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট! জলি চন্দা আজ বাংলার গর্ব

Hair Dresser Jolly Chanda : এক সময়ে টলিউড (Tollywood) অভিনেতা অভিনেত্রীদের মেকআপ আর্টিস্ট বলতে একজনকেই বোঝানো হতো। কোন এক ব্যক্তি যিনি চুল থেকে ড্রেস সবকিছুর তদারকি করতেন। তবে সময় বদলেছে, বদলেছে মানুষের চিন্তাধারা। বর্তমানে মেকআপ আর্টিস্টের পাশাপাশি প্রয়োজন হয় হেয়ার ডিজাইনার এবং কস্টিউম ডিজাইনারের। তেমনই একজন বিখ্যাত সেলিব্রেটি হেয়ার স্টাইলিস্ট হলেন জলি চান্দা (Jolly Chanda)।

Jolly Chanda Life Struggle

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, টলিউডের প্রায় প্রত্যেক প্রথম সারির তারকাদের হেয়ার স্টাইলিস্ট হলেন এই জলি। আমেদাবাদে বড় হওয়া জলি আজ বাঙালি বউ। অনেক কম বয়সে বিয়ে করে কলকাতায় এসেছিলেন জলি। ছোট থেকেই চেয়েছিলেন কিছু করতে কিন্তু শ্বশুর মশাইয়ের কড়া আদেশ ছিল, বাড়ির বাইরে গিয়ে কিছু করা যাবে না।

Jolly Chanda

অনেকেই বলেছিলেন, বুটিক খুলে বসতে কিন্তু জলি কিন্তু চিরকাল চেয়েছিলেন ক্রিয়েটিভ কিছু করতে তাই ২২ বছর বয়সে তিনি কলকাতা ছেড়ে চলে যান দিল্লি। সেখানে একটি মেকআপের কোর্স করেন তিনি। একটি গ্যারেজে দিনের পর দিন কাটিয়েছেন। শ্বশুর বাড়ির কেউ পাশে না থাকলেও স্বামী পাশে দাঁড়িয়ে ছিলেন সেই সময়। স্বামীর অনুমতি নিয়ে একাই দিল্লিতে গিয়ে মেকআপ কোর্স করে কলকাতায় ফিরে আসেন জলি।

কলকাতায় বাড়িতে ফিরে এসে একটি চেয়ারে বসিয়ে ছোট পার্লার খুলে বসেন তিনি। প্রথমে ভয়ে কেউ আসতো না, কেউ পরিচয় দিতে চাইতো না জলির। কেউ বিশ্বাস করতে পারত না তাকে। সেদিন কাঁদতে কাঁদতে জলি চ্যালেঞ্জ করেছিলেন নিজেকে, তিনি এমন একটা দিন নিজের জীবনে আনবেন যেদিন সকলেই তাঁর নাম উচ্চারণ করবে গর্বের সঙ্গে।

Jolly Chanda

ধীরে ধীরে বহু পরিশ্রমের পর অবশেষে অল্প অল্প করে কাজ পেলেন জলি। কখনো বব কাট, কখনো একদিকে শর্ট অন্যদিকে লম্বা চুল, এইভাবে এক্সপেরিমেন্ট করতে থাকেন তিনি। একঘেয়ে চুলের কাট ছেড়ে দিয়ে জলি প্রতিদিন কিছু না কিছু এক্সপেরিমেন্ট করতে থাকেন। আস্তে আস্তে জলির কাজ সকলের পছন্দ হয়। একদিন জলির ডাক আসে টলিপাড়া থেকে।

আরও পড়ুন : অভিনয় ছেড়ে ভারতের সবথেকে ধনী ব্যক্তিকে বিয়ে করেন, অভিনেত্রীর পরিণতি শুনলে চোখে আসবে জল

Jolly Chanda

আরও পড়ুন : ‘মা’ শেষ সিরিয়াল! ‘ঝিলিক’ তিথি হঠাৎ কেন ছেড়ে দিলেন অভিনয়?

যে মেয়েটির কাছে একসময় কেউ চুল কাটতে চাইতো না, সেই মেয়েটির কাছে চুল কাটা আজ বহু মানুষের স্বপ্ন। একসময় যারা তাকে কাঁদিয়েছে, আজ তারাই তাকে নিয়ে গর্ব করে। এই মেয়েটি সত্যি সকলের কাছে অনুপ্রেরণা। চুলের কাট এক ঘেঁয়ে লাগলেই টলিউড সেলিব্রেটি চলে আসেন জলি চন্দার পার্লার Satin Rose Salon & Spa -এ। নতুন করে নিজেদের সাজিয়ে নিয়ে যান তারা। এক সাধারণ ঘরের বৌমা আজ টলিউড সেলিব্রিটিদের পছন্দের হেয়ার স্টাইলিস্ট।