‘গদর এক প্রেম কথা’ (Gadar: Ek Prem Katha) ছবি মুক্তির পর কেটে গিয়েছে ২২ টা বছর। তবে আজও ভারত-পাকিস্তান বিভাজনের প্রেক্ষাপটে এই ছবিটিকে নিয়ে দর্শকদের মনে প্রবল উন্মাদনা কাজ করে। তাই তো ২২ বছর পর ছবির সিকুয়েল ‘গদর : দ্য কথা কন্টিনিউজ’ (Gadar 2: The Katha Continues) বক্স অফিসে ব্যাপক সাফল্য পাচ্ছে। সানি দেওল, আমিশা প্যাটেল এবং উৎকর্ষ শর্মার পাশাপাশি এই ছবিতে নজর কেড়েছেন নতুন নায়িকা সিমরত কৌর (Simrat Kaur)।
‘গদর ২’ (Gadar 2) ছবিতে উৎকর্ষ শর্মার বিপরীতে অভিনয় করেছেন সিমরত। তিনি এই ছবিতে সানি দেওল এবং আমিশা প্যাটেলের পুত্রবধূর ভূমিকায় রয়েছেন। বলিউড ইন্ডাস্ট্রিতে এটাই বলতে গেলে তার প্রথম ছবি। প্রথম ছবিতেই বেশ নজর কেড়েছেন অভিনেত্রী। তার সৌন্দর্য এবং অভিনয় ক্ষমতা দর্শকদের মুগ্ধ করেছে। আজকের এই প্রতিবেদনে জেনে নিন বলিউডের এই নতুন সুন্দরী নায়িকার পরিচয়।
সিমরত কৌর একটি পাঞ্জাবী পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্ম অবশ্য মুম্বাইতে। তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে তেলেগু ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন। ২০১৭ সালে ‘প্রেমথো মি কার্তিক’ ছিল তার অভিনীত প্রথম ছবি। এরপর তিনি ২০১৮ সালে হিন্দি ক্রাইম থ্রিলার ছবি ‘সোনি জেইসি’তে অভিনয় করেন। তবে ‘গদর ২’ ছবি থেকে তার জনপ্রিয়তা বাড়তে শুরু করে।
সিমরত এর আগে তেলেগু রোমান্টিক থ্রিলার ‘ডার্টি হারি’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন। ছবিতে তাকে বেশ কিছু সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল। তেলেগু অভিনেতা শ্রাবণ রেড্ডির সঙ্গে তার কিছু ঘনিষ্ঠ দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করে। ‘গদর ২’ ছবি মুক্তি পাওয়ার ঠিক আগে হু হু করে ছড়াতে থাকে সেই ভাইরাল ভিডিও।
সিমরত এরপর হিমন্ত সান্ধুর সঙ্গে বুর্জ খলিফা ও লারা লাপ্পার মত কিছু পাঞ্জাবি মিউজিক ভিডিওতে কাজ করেন। ২০২১ সালে তাকে মিকা সিং এর রোমান্টিক গান ‘তেরে বিন জিন্দেগি’তেও দেখা গিয়েছিল। এরপর তিনি ২০২২ সালে নাগার্জুন অভিনীত ‘বাঙ্গারাজু’তে ক্যামিও চরিত্রে অভিনয় করেন। তবে তেলেগু ছবি কিংবা মিউজিক ভিডিওতে কাজ করে তিনি ততটা জনপ্রিয়তা পাননি, এখন যতটা পাচ্ছেন গদর ছবির দৌলতে।
আরও পড়ুন : পাঠান তো বাচ্চা! প্রথম দিনের কালেকশনেই বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিল ‘গদর ২’
গদর ছবিতে উৎকর্ষ শর্মার স্ত্রীর চরিত্রে অভিনয় করে সিমরত বেশ ভালই জনপ্রিয়তা কুড়িয়েছেন। তার সৌন্দর্যের কারণে তিনি প্রশংসা পাচ্ছেন। সেই সঙ্গে অভিনয়টাও দাগ কেটেছে দর্শকদের মনে। এই ছবিতে অভিনয় করার দরুণ তিনি ৮০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন বলেই জানা গিয়েছে। শোনা যাচ্ছে গদর এর আরও সিকুয়েল নাকি আসবে ভবিষ্যতে। সেখানে সিমরতও যে থাকবেন তা নিশ্চিত।
আরও পড়ুন : ৭ দিনেই ৩০০ কোটি পার! ‘গদর ২’ সুপারহিট হওয়ার পেছনে রয়েছে এই পাঁচ কারণ