জি বাংলার ‘ডায়মন্ড দিদি’ আসলে কে? রইল অভিনেত্রীর আসল পরিচয়

চাকরি ছেড়ে দিয়ে এসেছেন অভিনয়ে! জি বাংলার ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ (Diamond Didi Zindabad) সিরিয়ালের নায়িকা ডায়মন্ড আসলে কে? জি বাংলাতে (Zee Bangla) এটাই তার প্রথম কাজ হলেও অভিনেত্রী কিন্তু এই টিভি ইন্ডাস্ট্রিতে রয়েছেন বিগত বেশ কয়েক বছর ধরে। চলুন আজ আপনাদের আলাপ করায় জি বাংলার নবাগতা নায়িকা ডায়মন্ড ওরফে ডোনা ভৌমিকের (Dona Bhowmik) সঙ্গে।

ডায়মন্ড চরিত্রটিকে জি বাংলার পর্দায় উপস্থাপন করছেন ডোনা। এর আগে ‘টুম্পা অটোওয়ালি’ সিরিয়ালে তিনি মুখ্য চরিত্র টুম্পার ভূমিকাতে অভিনয় করেছিলেন। এছাড়াও মোমপালক সিরিয়ালে তিনিই ছিলেন মোম। একের পর এক সিরিয়ালে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন ডোনা। কিন্তু তার নাকি অভিনয়ে আসার তেমন কোনও পরিকল্পনাই ছিল না কখনও। ডোনা আসলে কেরিয়ার শুরু করেছিলেন অন্য খাতে।

Dona Bhowmik

হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পড়তে হঠাৎ করেই অভিনয় দুনিয়াতে পা রাখেন ডোনা। তাও আবার একটিমাত্র অডিশন দিয়েই তার হাতে এসেছিল এই সুবর্ণ সুযোগ। দেখতে দেখতে তিন-তিনটি সিরিয়ালেও কাজ করে ফেললেন তিনি। এখন তিনি প্রথম সারির চ্যানেলের নায়িকা। বরাবরই নিজের প্রতি আস্থা রয়েছে ডোনার। ইন্ডাস্ট্রিতে যেখানে যোগ্য ব্যক্তিরা সুযোগ পান না, সেখানে তিনি একের পর এক সুযোগ পাচ্ছেন এটাই তার কাছে অনেক বড় ব্যাপার।

জি বাংলার পর্দায় ডায়মন্ডকে যেমনটা দেখা যায়, বাস্তবেও ডোনা ঠিক ততটাই প্রাণখোলা, চনমনে স্বভাবের মানুষ। পরিবারের জন্য তিনি বিপদের মুখে পড়তেও রাজি। তিনি কখনও স্যাক্রিফাইস করতে দ্বিধা করেন না। একান্নবর্তী পরিবারের বড় হয়েছেন ডোনা। তিনি সবাইকে নিয়ে থাকতে পছন্দ করেন।

আরও পড়ুন : আন্তর্জাতিক স্তরে উজ্জ্বল হল বাংলার মুখ! ‘মিঠাই’য়ের পর ইতিহাস গড়লো ‘উড়ন তুবড়ি’

Dona Bhowmik

আরও পড়ুন : তলানিতে টিআরপি! ৫ মাসেই বন্ধের মুখে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল

এদিকে আবার মাত্র কয়েক মাসের মাথাতেই উঠছে ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ বন্ধ হওয়ার গুঞ্জন। সিরিয়ালটি প্রথম থেকেই টিআরপি তালিকায় তেমন ভাল ফল করতে পারছে না। স্টার জলসার শুভ বিবাহের বিপরীতে ডায়মন্ডের চমক তেমন দেখা যাচ্ছে না। প্রত্যেক সপ্তাহেই টিআরপিতে এই স্লটে জি বাংলাকে টেক্কা দিচ্ছে স্টার জলসা। এরকম চলতে থাকলে সিরিয়াল মাঝপথেই বন্ধ হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। ‘ডায়মন্ড যদি জিন্দাবাদ’ সিরিয়ালটি কেমন লাগছে আপনার? ডায়মন্ডকে কেমন লাগছে নায়িকা হিসেবে? আপনি কি চান এই সিরিয়াল বন্ধ হয়ে যাক? কমেন্টে লিখুন আপনার মতামত।