Ayanna Chatterjee : বর্তমানে স্টার জলসা (Star Jalsha) -তে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Kamala O Sreeman Prithwiraj) ধারাবাহিকের দর্শকরা অয়ন্যা চ্যাটার্জীকে বেশ চেনেন। দর্শকদের একটা বড় অংশ এখন কমলার (Ayanna Chatterjee komola) ভক্ত। বড় বড় নায়িকাদের টেক্কা দিয়ে অভিনয়ে দর্শকদের মুগ্ধ করছে এই খুদে নায়িকা। আসলে বাংলা সিরিয়ালে অয়ন্যার যাত্রা শুরু হয়েছিল আরও আগে। শুধু সিরিয়াল নয়, টলিউড (Tollywood) এমনকি মুম্বাইতেও কাজ করেছেন ১১ বছরের এই অভিনেত্রী।
Ayanna Chatterjee Serials
বাংলা সিরিয়ালে খুদে শিল্পী হিসেবেই পা রেখেছিলেন অয়ন্যা। জি বাংলা (Zee Bangla) -তে প্রথম করুণাময়ী রানী রাসমণি (Korunamoyee Rani Rashmoni) সিরিয়ালে দেখা মিলেছিল তার। ওই সিরিয়ালে সারদা মায়ের ছোটবেলার ভূমিকাতে অভিনয় করেছিলেন তিনি। রামকৃষ্ণ এবং সারদামণির ওই জুটি দর্শকদের বেশ মনে ধরেছিল। এরপর সরাসরি টলিউডে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) -র সঙ্গে কাজের সুযোগ পেয়ে যান তিনি।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিনি’ (Mini) ছবিতে মিমি চক্রবর্তীর বোনঝির ভূমিকাতে অভিনয় করেছিলেন অয়ন্যা। মিমির সঙ্গে তার জুটিও দর্শকদের খুবই মনে ধরে। এরপর আবার বাংলা সিরিয়ালে ফিরে আসেন অভিনেত্রী। তবে তার আগে মুম্বাইতে করিশ্মা কাপুরের সঙ্গে তিনি কাজের সুযোগ পেয়ে যান। সেটা ছিল একটা ওয়েব সিরিজ। এর মাধ্যমে হিন্দি ইন্ডাস্ট্রিতেও ডেবিউ ঘটিয়ে ফেলেন তিনি।
Ayanna Chatterjee In Kamala O Sreeman Prithwiraj
তারপর তার আবার নতুন যাত্রা শুরু হয় কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকের হাত ধরে। এই সিরিয়ালে তিনিই নায়িকা। মাত্র ১১ বছরের মেয়ে নায়িকা হয়ে দেখিয়ে দিয়েছেন টিভি ইন্ডাস্ট্রিকে। সিরিয়ালে সুকৃত বসুর সঙ্গে তার জুটি অর্থাৎ কমলা ও মানিকের জুটির প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। কুটকাচালি সিরিয়ালের বিপরীতে দারুণ সুনাম অর্জন করছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Ayanna Chatterjee komola)।
করুণাময়ী রানী রাসমণি দিয়ে যাত্রা শুরু। এরপর কিছুদিন বোধিসত্ত্বের বোধবুদ্ধি সিরিয়ালেও অভিনয় করেছিলেন তিনি। টিআরপির অভাবে বন্ধ হয়ে যায় তার সেই সিরিয়াল। এরপর পড়াশোনাতে ভীষণ মেধাবী, প্রখর বুদ্ধিমতী মেয়ে কমলার চরিত্রে আবারও টেলিভিশনের পর্দায় নতুনভাবে ধরা দেন অয়ন্যা। এই সিরিয়ালের জন্য তিনি এরই মধ্যে পেয়েছেন সেরা নবাগতা অভিনেত্রী পুরস্কার।
আরও পড়ুন : ১৮ না পেরোতেই নায়িকা, বাংলা সিরিয়ালের অভিনেত্রীদের আসল বয়স শুনলে বিশ্বাস হবে না
পড়াশোনাতে লবডঙ্কা কিন্তু দুষ্টুমির শিরোমনি মানিকের সঙ্গে মেধাবী কমলার বিয়ে! তারপর থেকেই ঘটে চলেছে একের পর এক মজার ঘটনা। বাংলা সিরিয়ালের সবথেকে ছোট এই দম্পতির মজার মজার কান্ড কারখানা ও দুষ্টু মিষ্টি প্রেমের গল্প দর্শকরা বেশ উপভোগ করছেন। ভবিষ্যতে অয়ন্যাকে আরও অনেক সিরিয়ালে এবং সিনেমাতে দেখতে চান তার ভক্তরা।
আরও পড়ুন : ভালোবেসেছিলেন মনে প্রাণে! তবুও কেন সত্যজিতের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন মাধবী মুখার্জী?