জাতীয় মঞ্চে বাংলার জয়জয়কার, অনন্য সম্মান পেলেন অ্যালবার্ট কাবো! গর্বিত গোটা বাংলা

Albert Kabo Records His First Original Song : জাতীয় মঞ্চে বাংলার জয়জয়কার! অ্যালবার্ট কাবোকে নিয়ে গর্বিত গোটা দেশ

সারেগামাপা (Sa Re Ga Ma Pa) বিজয়ী অ্যালবার্ট কাবো (Albert Kabo) বাংলার মানুষের মন জয় করে নেয়ার পর এখন পা রেখেছেন হিন্দি সারেগামাপাতে। বাংলাতে তিনি একটুর জন্য বিজেতা হতে পারেননি। তবে জি টিভি (Zee TV) -র সারেগামাপাতে পা রাখার সঙ্গে সঙ্গেই তিনি কার্যত তার গায়কী দিয়ে জয় করে নিচ্ছেন হাজার হাজার মানুষের মন। এবার জাতীয় মঞ্চে অনন্য এক সম্মান পেলেন বাংলার এই গায়ক। তাকে নিয়ে গর্বিত ভক্তরা।

এই বছর সারেগামাপার প্রতিযোগিতার পারফর্মেন্সের উপর ভিত্তি করে জি মিউসিক কোম্পানি তাদের দিয়ে অরিজিনাল গান রেকর্ড করার সুযোগ দিচ্ছে। সমস্ত প্রতিযোগীদের পেছনে ফেলে দিয়ে এই সুযোগ পেলেন বাঙালি গায়ক আলবার্ট কাবো। তিনিই প্রথম পার্টিতে যিনি অরিজিনাল গান রেকর্ড করার সুযোগ পেলেন।

ALBERT KABO

কুমারের লেখা গান ‘মেরে সোনেয়া’র রেকর্ডিং ইতিমধ্যেই সেরে ফেলেছেন তিনি। জি মিউজিক কোম্পানির তরফ থেকে শেয়ার করা হয়েছে সেই গান। সেই রোমান্টিক গানটির মিউজিক ভিডিওতে কাবোকেই গাইতে দেখা যাচ্ছে। সঙ্গে তাকে নাচতেও দেখা গিয়েছে। তবে এদিন সারেগামাপার মঞ্চে কাবোর গানের সঙ্গে নেচে সবাইকে চমকে দিলেন মাধুরী দীক্ষিত।

গণেশ চতুর্থীর বিশেষ অনুষ্ঠান উপলক্ষে অতিথি হিসেবে উপস্থিত করা হয়েছিল মাধুরীকে। মাধুরী দীক্ষিত এদিন গানের হুক স্টেপের সঙ্গে নেচে উঠেছিলেন। এদিন ‘হাওয়াও মে’ গানটি গেয়ে শোনান কাবো। ফের একবার তার গান সকলকে মুগ্ধ করে দেয়। মঞ্চে উপস্থিত বিচারক হিমেশ রেশমিয়া তার গানের প্রশংসা করে বলেন, ‘‘এত ভালো অন্তরা এর আগে আমি এই সিজনে শুনিনি।”

ALBERT KABO

অপর আরেক বিচারক অনু মালিকও কাবোর প্রতিভার প্রশংসা করে বলেন, ”এটা ঈশ্বর প্রদত্ত নইলে এভাবে গাওয়া যায় না।” নীতি মোহন তাকে বলেন, “আপনার গলাটা এমন যেটাই গাইবেন তাতেই সকলের মন ভালো হয়ে যাবে।” উল্লেখ্য, সদ্য নিজের একরত্তি মেয়েকে হারিয়েছেন অ্যালবার্ট কাবো। সন্তান শোক ভুলিয়ে রাখতে তিনি গানের মধ্যেই ডুবে গিয়েছেন।

আরও পড়ুন : ‘‘ইন্ডাস্ট্রির একমাত্র সুপারস্টার!’’ ঋতুপর্ণাকে ঠেস মেরে কথা শোনালেন চিরঞ্জিত

 

View this post on Instagram

 

A post shared by Zee TV (@zeetv)

আরও পড়ুন : মা হতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলি, সেজেগুজে সাধ খেলেন হবু মা, দেখুন ছবি গ্যালারি

কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়াতে নিজের মেয়ে এভিলিন কাবোর মৃত্যুর খবর শেয়ার করেন তিনি। তার মেয়ে হার্টে একটি ফুটো নিয়ে জন্মেছিল। চিকিৎসা করিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সারেগামাপার মঞ্চেও মেয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কাবো। তার এই নতুন নতুন জার্নির খবর পেয়ে ভক্তরা তাকে নিয়ে গর্বিত।

 

View this post on Instagram

 

A post shared by Zee TV (@zeetv)