সম্প্রতি হায়দ্রাবাদে ‘প্রজেক্ট কে’ (Project K) ছবির শুটিং করতে গিয়ে বুকে গুরুতর আঘাত পেয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তিনি নাকি এই গুরুতর চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। তার পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে, সেই সঙ্গে ডান পাঁজরের পেশিও ছিঁড়েছে। আপাতত বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন বলিউড (Bollywood) শাহেনশা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন বিগ বি। তারপর থেকেই তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্তরা। এবার এই প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে নিজের মতামত জানালেন বলিউডের আরেক অভিনেতা তথা পরিচালক অজয় দেবগন। তিনি অমিতাভকে নিয়ে শুটিংয়ের একটি অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
অজয়ের কথায়, অ্যাকশন দৃশ্যে কাজ করাটা খুবই কঠিন আবার সহজও। তবে তিনি এখনও অমিতাভের মত স্টান্ট করার কথা ভাবতেও পারেন না। অমিতাভ যখন কেরিয়ারের শুরুতে অ্যাকশন দৃশ্যের শুটিং করতেন তখন এত ধরনের সুরক্ষা ব্যবস্থা ছিল না। ‘মেজর সাব’ ছবির সেটেও তিনি চোট পেয়েছিলেন।
অজয় জানান তিন তলার সমান উচ্চতা থেকে ঝাঁপ দিতে হয়েছিল অমিতাভকে। অজয় অবশ্য তাকে বলেছিলেন এটা করতে হবে না। বডি ডাবলকে দিয়ে কাজ চালানোর কথা ভেবেছিলেন তারা। কিন্তু অমিতাভ তা হতে দেননি। তিনি নিজেই সেটা করতে চেয়েছিলেন।
অজয় বলেছেন এখন অ্যাকশন দৃশ্যের শুটিং করার জন্য সব রকমের ব্যবস্থা থাকে। সময়ের সঙ্গে সঙ্গে কাজ করাটাও সহজ হচ্ছে। এখন সেটে অ্যাম্বুলেন্স এবং চিকিৎসকের ব্যবস্থাও থাকে। তবে তারপরেও বিপদ এড়ানো যায় না কখনও কখনও। অমিতাভের এই ঘটনাটিকে একটি দুর্ঘটনা বলে মনে করছেন অজয় দেবগন।
অজয়ের কথায় গাড়ি চালাতে গিয়ে মাঝে মাঝে যেমন গাড়ি দুর্ঘটনার শিকার হয় মানুষ, ঠিক একই রকমভাবে শুটিংয়ের সময়ও আগে থেকে কিছু বোঝা যায় না। ‘প্রজেক্ট কে’ শুটিং সেটে সুরক্ষার বন্দোবস্ত ছিল বলেই তাকে দ্রুত হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়। শুটিং বন্ধ রেখে আপাতত মুম্বাইতে বিশ্রাম নিচ্ছেন তিনি।