কত দূর পড়াশোনা করেছেন ঐশ্বর্য রাই? জানলে আপনার চোখ উঠবে কপালে

জীবনে এগিয়ে যেতে হলে সবচেয়ে দরকারি হল শিক্ষার (education)। একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হল তার শিক্ষা। তাই পৃথিবীতে শিক্ষিত মানুষের গুরুত্ব যথেষ্ট বেশি। পৃথিবীর প্রতিটি মানুষকেই শিক্ষিত (educated) হওয়ার প্রয়োজন তাহলে ঠিক, ভুল বিচার করার ক্ষমতা বাড়বে এবং এগিয়ে যাবে আমাদের সমাজ।

আমরা শিক্ষা নিয়ে কথা বললে সাধারণ মানুষের কথা যেমন বলি তেমনি জানার ইচ্ছা থাকে তারকাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও। বলিউডের এমনি একজন জনপ্রিয় তারকার শিক্ষাগত যোগ্যতা (Educational qualification) নিয়ে আজ করা হবে এই প্রতিবেদনে। জনপ্রিয় এই তারকা হলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)

Aishwarya Rai

বলিউডের সুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন ১৯৭৩ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন কর্ণাটকের তুলু ভাষী এক পরিবারে। স্কুলের পড়াশোনা শেষ করবার পর তিনি উচ্চ শিক্ষার জন্য এসেছিলেন মুম্বাইতে। এই শহরের জয় হিন্দ কলেজে পড়াশোনা করতেন তিনি।

তবে অনেকেই হয়তো জানেন না যে পড়াশোনায় খুব ভালো ছিলেন ঐশ্বর্য। জয় হিন্দি কলেজ থেকে পড়াশোনা শেষ করবার পর তিনি মুম্বাইয়ের ডিজি রূপারেল কলেজ অফ আর্টস, সায়েন্স অ্যান্ড কর্মাস-এ ভর্তি হয়েছিলেন। মুম্বাইয়ের এই কলেজে পড়াশোনা করার সময় মডেলিং ও সিনেমার দুনিয়ায় নিজের কেরিয়ার শুরু করেছিলেন ঐশ্বর্য। এই জন্য কলেজ ছাড়তে হয়েছিল তাকে।

AISHWARYA RAI BACHCHAN

তবে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে না পারলেও তার পড়াশোনা নিয়ে যথেষ্ট আগ্ৰহ ছিল। তার সবচেয়ে প্রিয় বিষয় ছিল প্রাণীবিদ্যা। এই জন্য তিনি মেডিসিন নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন। কিন্তু কেরিয়ারের কথা ভেবেই বাধ্য হয়েছিলেন পড়াশোনা বন্ধ করতে।

AISHWARYA RAI BACHCHAN

তবে বর্তমান সময় তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। পাশাপাশি দক্ষিণী ছবিতেও কাজ করেছেন তিনি। গত বছর ‘পোন্নিয়ান সেলভান’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। এবছর এই ছবির দ্বিতীয় পার্টেও মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২৮ এপ্রিল।