ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), নাম-যশ-খ্যাতি-প্রতিপত্তির দিক থেকে তিনি বলিউডের (Bollywood) অন্যান্য তারকা অভিনেত্রীদের তুলনায় অনেক এগিয়ে রয়েছেন। প্রাক্তন বিশ্বসুন্দরী বর্তমানে বলিউডের খ্যাতনামা বচ্চন পরিবারের (Bachchan Family) পুত্রবধূ। বলতে গেলে তার নামের সঙ্গে জড়িয়ে আছে বচন পরিবারের মান-সম্মান। অথচ সেই ঐশ্বর্যের সম্পর্কে মাঝেমধ্যেই এমন এমন কিছু খবর সংবাদ মাধ্যমের পাতায় উঠে আসে যা জানলে চমকে উঠতে হয়।
অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) এক যুবক ঐশ্বর্যকে তার নিজের মা বলে দাবি করেছেন। সংগীত কুমার (Sangeet Kumar) নামের ওই ব্যক্তির দাবি ঐশ্বর্যই নাকি তার মা। তিনি আইভিএফ পদ্ধতিতে লন্ডনে জন্ম নিয়েছেন। তিনি নাকি ঐশ্বর্যরই সন্তান। ১৯৮৮ সালে বিশ্ব সুন্দরী নাকি লন্ডনে তার জন্ম দিয়েছিলেন। শুধু তাই নয়, ঐশ্বর্যর মা-বাবা নাকি দু’বছর পর্যন্ত সংগীতের দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন।
সংগীতকে নিয়ে একটি ভিডিও গত পাঁচ বছর ধরে সমাজ মাধ্যমে ঘুরছে। সেখানে তাকে এই বিস্ফোরক দাবি করতে শোনা যাচ্ছে। ঐশ্বর্যর প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাই এবং মা বৃন্দা রাইয়ের কথাও তিনি উল্লেখ করেছেন। ছোটবেলায় নাকি সংগীত তার দাদু-দিদার কাছেই মানুষ হয়েছিলেন। এরপর নাকি তার বাবা বদিবেলু রেড্ডি তাকে নিজের কাছে নিয়ে আসেন।
সংগীত দু-বছর বয়সে বিশাখাপত্তনমে বাবার কাছে এসে উঠেছিলেন। তারপর থেকে তিনি সেখানেই রয়েছেন। যখন তাকে প্রশ্ন করা হয় তিনি কীভাবে জানতে পারলেন ঐশ্বর্য রাই বচ্চন তার মা? তখন তিনি উত্তর দেন তার জন্ম সংক্রান্ত সব নথি নাকি নষ্ট করে দিয়েছে তার আত্মীয়রা। তবে তিনি সত্যিটা জানতে পেরে মুম্বাইতে নিজের মায়ের কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
সংগীতের কথা শুনে চমকে গিয়েছে সোশ্যাল মিডিয়া। যদিও তার কথা কতখানি যুক্তিযুক্ত সেই নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ তিনি তার জন্ম সাল বলেছেন ১৯৮৮। সেই হিসেবে বর্তমানে তার বয়স দাঁড়াচ্ছে ৩৫ বছর। আর ঐশ্বর্যর বয়স এখন ৪৯ বছর। যদি ধরে নেওয়া হয় সংগীতের কথাই ঠিক, তাহলে কি মাত্র ১৪ বছর বয়সে সন্তানের জন্ম দিয়েছিলেন ঐশ্বর্য?
২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বর্য রাই। এবার ২০১১ সালে তার কোলজুড়ে আসে তাদের একমাত্র মেয়ে আরাধ্যা। ঐশ্বর্য এবং অভিষেকের একমাত্র মেয়ের বয়স এখন ১২ বছর। সংগীত নিজেকে আরাধ্যার দাদা বলে দাবি করেছেন। যদিও তার দাবিতে কিছুই এসে যায় না বচ্চন পরিবারের। কারণ তিনি যে ঐশ্বর্যর সন্তান সেই সংক্রান্ত কোনও প্রমাণ তিনি পেশ করতে পারেনি।