মাধ্যমিকে কত পেয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন? জানলে চমকে যাবেন

কত দূর পড়াশোনা করেছেন ঐশ্বর্য রাই বচ্চন? রাই সুন্দরীর শিক্ষাগত যোগ্যতা জানলে চমকে যাবেন

শুধু বিশ্ব সুন্দরী হিসাবে নয়, অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) পুত্রবধূ হিসাবেও তিনি বিখ্যাত। একজন দুর্দান্ত অভিনেত্রী হিসেবে নিজের স্থান তিনি বজায় রেখেছেন সব সময়। তবে ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) অভিনয় দক্ষতার কথা তো সকলেরই জানা, কিন্তু তিনি পড়াশোনায় ছিলেন কেমন? বোর্ড পরীক্ষায় পেয়েছিলেন কত নম্বর? জানুন।

ঐশ্বর্য রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই ছিলেন ভারতীয় সেনাবাহিনীর বায়োলজিস্ট। মা বৃন্দা রাই ছিলেন গৃহবধূ। অভিনেত্রীর বড় ভাই আদিত্য রাই ছিলেন মার্চেন্ট নেভির ইঞ্জিনিয়ার। ১৯৭৩ সালে ১ লা নভেম্বর ম্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। বাবার বদলির চাকরি হওয়ায় পরবর্তী সময়ে মুম্বাইতে বসবাস করতে শুরু করেন রাই পরিবার।

Aishwarya Rai Bachchan

মুম্বাইয়ের আর্য বিদ্যামন্দির হাই স্কুল থেকে লেখাপড়া করেন অভিনেত্রী। পড়াশুনার বিষয়ে প্রশ্ন করায় একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, সব সময় প্রথম হতেন তিনি। কোনওদিন দ্বিতীয় হননি। শুধুমাত্র সপ্তম শ্রেণীতে পড়ার সময় ক্লাসে দ্বিতীয় হয়েছিলেন। প্রথম স্থানটা যেন তার জন্যই বাঁধা ধরা ছিল।

অভিনেত্রী বলেছিলেন, “ক্লাসে প্রথম হওয়ার বিষয়টি নিয়ে আমি কখনোই ইগোকে জায়গা দিতাম না। কিন্তু একথা সত্যিই, আমার মধ্যে একটি বিশেষ ধরনের আত্মবিশ্বাস কাজ করত। মনে হতো আমি দ্বিতীয় হতেই পারি না।” অভিনেত্রীর এই আত্মবিশ্বাসের কারণেই অনেকে ভেবেছিলেন, জীবনের প্রথম বড় পরীক্ষা অর্থাৎ ক্লাস টেনের বোর্ডের পরীক্ষার সময় ঐশ্বর্য প্রথম হবেন। কিন্তু সেটা হয়নি।

Aishwarya Rai Bachchan

ক্লাস টেনের বোর্ড পরীক্ষায় ঐশ্বর্য সপ্তম স্থান অর্জন করেছিলেন। শুধু ঐশ্বর্য নয়, অবাক হয়ে গিয়েছিলেন সকলেই। মন ভেঙে গিয়েছিল অভিনেত্রীর। সেই প্রথম তিনি বুঝেছিলেন, প্রথম স্থান অর্জন না করার যন্ত্রণা। মাধ্যমিক পরীক্ষার পর জয় হিন্দ কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাস করেন। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় তিনি পেয়েছিলেন ৯০% নম্বর।

আরও পড়ুন : ১ জন নয় ২ জন নয় এই বিশ্বেই রয়েছে ৬ নকল ঐশ্বর্য রায়, দেখলে চমকে যাবেন

Aishwarya Rai Bachchan

আরও পড়ুন : ঐশ্বর্য্য নয়, অভিষেকের প্রথম স্ত্রী কে? জানলে চমকে যাবেন

পরবর্তীকাল ডি জি রুপারেল কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন ঐশ্বর্য। পড়াশুনার পাশাপাশি মডেলিং করা শুরু করেন তিনি। ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী হওয়ার পর লাইম লাইটে এসেছিলেন ঐশ্বর্য। তারপর থেকেই অভিনয় জগতে পথ চলা শুরু হয় বিশ্বসুন্দরীর। হিন্দি ও ইংরেজি ছাড়া টুলু ভাষায় কথা বলতে পারদর্শী ঐশ্বর্য। ৫০ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে ৮৫৮ কোটি টাকার মালিক।