একজন হলেন বলিউডের (Bollywood) শাহেনশা, অপরজন বিশ্ব সুন্দরী। অবশ্য তাদের মাঝের সম্পর্কটা কিন্তু পারিবারিক। কথা হচ্ছে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) নিয়ে। বলিউডের এই দুই সুপারস্টার বলিউডে তাদের অবদানকে কেন্দ্র করে অনেক সুনাম পেয়েছেন। তবে একাধিকবার কলঙ্কেরও ভাগীদার হতে হয়েছে তাদের। আজ এই প্রতিবেদনে রইল তেমনই এক ভাইরাল ভিডিও।
ঐশ্বর্য রাই বচ্চন পরিবারের পুত্রবধূ হয়ে আসার পর থেকেই তাকে নিয়ে নানা জল্পনা রটতে থাকে। অভিষেক এবং ঐশ্বর্যর বিয়ের পর থেকে ঐশ্বর্য সম্পর্কে নানা উড়ো খবর শোনা যেতে থাকে। এমনকি এও শোনা যায় ঐশ্বর্য এবং অমিতাভ নাকি একে অপরের প্রতি অনুরক্ত। তাদের মাঝে সম্পর্ক নাকি শ্বশুর-বৌমার সম্পর্কের থেকেও উর্ধ্বে!
এই বিতর্কের আগুনে ঘিয়ের কাজ করেছিল অমিতাভ এবং ঐশ্বর্যর একটি ভিডিও যেটা রাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। একটি ভিডিওতে দেখা যায় মদ্যপ ঐশ্বর্যকে সামলাচ্ছেন অমিতাভ। সকলের সামনে পার্টিতে মদ্যপান করে বেসামাল হয়ে পড়েন রাই সুন্দরী। সেই সময় পুত্রবধূকে সামলে নেন অমিতাভ। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আজও পাওয়া যাবে।
এরপর ভাইরাল হয় আরও একটি ভিডিও। যে ভিডিওকে কেন্দ্র করে ঐশ্বর্য এবং অমিতাভের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এই ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে সকলের মাঝেই অমিতাভ এবং ঐশ্বর্য কাছাকাছি এসেছেন। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঐশ্বর্য রাই বচ্চন এবং অমিতাভ বচ্চন উভয়েই উপস্থিত ছিলেন। তাদের ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে।
সেই অনুষ্ঠানে শাহরুখ এবং কাজলও হাজির হয়েছিলেন। তবে পাপারাজ্জিদের ক্যামেরা ঐশ্বর্য এবং অমিতাভের দিক থেকে সরছিলই না। তারা ক্যামেরার দিকে তাকিয়ে ছবির জন্য পোজ দিতে থাকেন। আর পোজ দিতে দিতেই অমিতাভ ও ঐশ্বর্যের কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় যেখানে দাবি করা হতে থাকে শ্বশুর এবং বৌমা একে অপরকে চুম্বন করছেন।
কখনও কখনও আবার বচ্চন পরিবারের সম্পর্কে উল্টোটাও দাবি করা হতে থাকে। বলা হয় বাইরে এত সদ্ভাব দেখানো হলেও বাড়ির অন্দরমহলের চিত্রটা নাকি সম্পূর্ণ আলাদা। বাড়ির ভেতর নাকি একে অপরের সঙ্গে কথাই বলেন না ঐশ্বর্য এবং অমিতাভ। এই সমস্ত খবরের ঘোর বিরোধিতা করেছেন জয়া ভাদুড়ি। তিনি প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করে ঐশ্বর্যর সমর্থনে মুখ খোলেন।