রাম-সীতা থেকে লক্ষণ, হনুমান, রাবণ, বাস্তবে কেমন দেখতে ছিলেন রামায়ণের চরিত্ররা? দেখুন ছবি

Ramayana AI Images : রামায়ণ (Ramayan), আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে ঋষি বাল্মিকীর হাতে লেখা শ্রীরামের (Sri Ram) কাহিনী যা যুগ যুগ ধরে প্রাচীন ভারতের ঐতিহ্য, সংস্কৃতির ধারক এবং বাহক হয়ে আছে। রামায়ণে বর্ণিত ঘটনাবলি বাস্তব নাকি কল্পনা মাত্র সেই নিয়ে তর্কের শেষ নেই। তবে কোটি কোটি মানুষের বিশ্বাস জড়িয়ে আছে এই উপাখ্যানের সঙ্গে।

রামায়ণ অনুসারে প্রভু শ্রী রাম হলেন বিষ্ণুর অবতার, তার পরমভক্ত হনুমান মহাদেবের অবতার। আর মা সীতা (Sita) হলেন বিষ্ণুপ্রিয়া মা লক্ষ্মীর অবতার। বাস্তবে তারা কখনও এই পৃথিবীতে ছিলেন কিনা সেই প্রশ্ন ওঠে। তবে যদি সত্যিই রামায়ণের ঘটনা বাস্তবে ঘটে থাকে তাহলে রাম, সীতা, লক্ষণ থেকে শুরু করে রাবণ, সুগ্রিব, দশরথ, বিভীষণের চরিত্রগুলিও অতীতে ছিল।

RAMAYANA AI

রামায়ণে বর্ণিত চরিত্রদের রূপ অনুযায়ী বাস্তবে কেমন দেখতে ছিলেন রাম, সীতা, লক্ষণ থেকে সুগ্রীব, রাবণরা? AI এর কাছে রাখা হয়েছিল সেই প্রশ্ন। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে এই প্রশ্ন করেছিলেন একজন নেটিজেন। পুরানে বর্ণিত চরিত্রদের স্বচক্ষে দেখার লোভ তো সকলেরই আছে। এআই তার প্রযুক্তির গুণে সেই চরিত্রদের যে ছবি এঁকেছে তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

শচীন স্যামুয়েল নামের একজন ব্যক্তি বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেন। তার দাবি এগুলি রামায়ণে বর্ণিত চরিত্র। তার শেয়ার করা এই ছবিগুলি দেখে অনেকেই বলছেন রামায়ণের চরিত্রেরাই যেন চোখের সামনে উঠে এসেছে, এমনটাই মনে হচ্ছে তাদের। যিনি এই ছবিগুলি শেয়ার করেছেন তিনিও চমকে গিয়েছেন।

RAMAYANA AI

সোশ্যাল মিডিয়াতে তিনি ছবিগুলি শেয়ার করে লেখেন, ছোটবেলা থেকেই তিনি রামায়ণের কাহিনীর ভক্ত। এই কাহিনীর চরিত্ররা তার অতি প্রিয়। রাম, লক্ষণ, সীতাকে তিনি যেমন পছন্দ করেন, তেমন অন্য চরিত্ররাও তার অতি পছন্দের। তাই হাতের কাছে প্রযুক্তিকে পেয়ে তিনি তার পছন্দের চরিত্রদের বাস্তবসম্মত রূপ দেখার লোভ সামলাতে পারেননি।

RAMAYAN AI

তার কথায় রামায়ণ হল এমন এক উপাখ্যান যার প্রতিনায়করাও চোখে জল এনে দেন। তিনি আসলে বালি এবং মেঘনাদের কথা উল্লেখ করেছেন। তবে যে ছবিগুলো তিনি শেয়ার করেছেন সেখানে কোনটি কার চরিত্র তা লিখে দেননি। তাই নেটিজেনরা নিজের কল্পনার আশ্রয়ে বেছে নিচ্ছেন রামায়ণের চরিত্রগুলিকে। তারাও তাদের মত প্রকাশ করে বলছেন এর আগে কখনও রাম, লক্ষণ, সীতা কিংবা হনুমানকে এভাবে আঁকতে পারেনি কেউ।