গত বছরের ডিসেম্বর মাসেই রেজিস্ট্রি করে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অহনা দত্ত এবং তার প্রেমিক দীপঙ্কর রায়। বাড়িতে মায়ের অমতেই দীপঙ্করকে বিয়ে করেন অহনা। আর বিয়ের ঠিক দুই মাসের মাথাতেই সুখবর শোনালেন অভিনেত্রী। মা হতে চলেছেন তিনি। সম্প্রতি সমুদ্র পাড়ে বেবিবাম্প আগলে রেখে পড়ন্ত সূর্যকে সাক্ষী মেনে সবাইকে সুখবর শোনালেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা। কত মাসের অন্তঃসত্ত্বা তিনি? কবে জন্ম নেবে তার সন্তান?
অনুরাগের ছোঁয়াতে কাজ করার সুবাদেই অহনার সঙ্গে দীপঙ্করের আলাপ হয়। একে অপরকে ভালোবেসে ফেলেন তারা। কিন্তু প্রথম থেকেই এই সম্পর্কের মত ছিল না অহনার মা চাঁদনীর। তার কারণ দীপঙ্কর ডিভোর্সি। তবে মায়ের বিপক্ষে গিয়েই এ সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন অহনা। একটা সময় পর মাকে ছেড়ে দীপঙ্করের সঙ্গেই থাকতে শুরু করেন তিনি। এই নিয়ে মা ও মেয়ের মুখ দেখাদেখি একপ্রকার বন্ধ। সোশ্যাল মিডিয়াতে অনেক কটাক্ষ হজম করতে হয়েছে অহনাকে। কিন্তু তিনি দীপঙ্করকে ছাড়েননি।
তারপর থেকে এই পর্যন্ত লিভ ইনেই ছিলেন দুজনে। দুটো কুকুর ছানাকে নিয়ে বেশ সুখের ছিল তাদের সংসার। গত বছরের ডিসেম্বর মাসে ছোট করে খুব কাছের মানুষদের নিয়েই বিয়ের পিঁড়িতে বসেন অহনা এবং দীপঙ্কর। এই বিয়েতে অহনার মা উপস্থিত ছিলেন না। তারপরেও কেটে গেল দুটি মাস। অহনা জানিয়েছেন বর্তমানে তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা। অর্থাৎ যে মুহূর্তে বিয়ের খবর জানিয়েছিলেন অহনা, তখন তিনি দুই মাসের প্রেগন্যান্ট ছিলেন। আগস্ট মাসে জন্ম নেবে তাদের প্রথম সন্তান।
আরও পড়ুন : ভাঙলো দীর্ঘদিনের প্রেম! মন ভাঙলো ‘দুই শালিকে’র ঝিলিক নন্দিনীর
View this post on Instagram
আরও পড়ুন : মারণ রোগে ভেঙেছে শরীর! কেমন আছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী?
২০২৫ সালটাকে নিয়ে খুবই আশাবাদী অহনা। ১লা জানুয়ারি বিয়ের খবর শেয়ার করেছিলেন তিনি। তার মতে ২০২৫ সালটা খুবই পজেটিভ তার এবং দীপঙ্করের জন্য। ২০২৪ সালে তিনি অনেক কিছু পেয়েছেন। মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছেন। একসময় যারা তাদের নিয়ে ট্রোল করতেন সেইসব মানুষেরা এখন তাদের ভালোবাসেন। তাদের জীবনে নেতিবাচকতা এখন অনেক কম। পজিটিভিটি বাড়ছে। তারা তো সত্যিই একে অপরকে ভালোবাসেন সেটা এই দু বছরে প্রমাণ করতে পেরেছেন দুনিয়ার সামনে।