ভারতীয় দর্শকদের মধ্যে ওয়েব সিরিজ (web series)-এর জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। বিশেষ করে করোনা পরিস্থিতি চলাকালীন এই পরিবর্তন এসেছে। ধীরে ধীরে দর্শক সংখ্যার বিচারে টেলিভিশনের শো’গুলিকেও পিছনে ফেলে দেবে এই ওয়েব সিরিজগুলি। বর্তমান সময় ওয়েব সিরিজের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই প্রতি সপ্তাহে কোনও না কোনও ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে।
দর্শকদের জন্যই এই নানা ওয়েব সিরিজগুলি নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম (OTT platform)-গুলো। প্রথমদিকে শুধু মাত্র নতুন প্রজন্মের মধ্যেই জনপ্রিয় ছিল ওয়েব সিরিজ। কিন্তু এখন সকল বয়সের মানুষের মধ্যেই জনপ্রিয়তা বেড়েছে ওয়েব সিরিজের। সেই জন্য হিন্দি ছবির তারকারাদেরও এখন ওয়েব সিরিজের পদার্য় দেখা যাচ্ছে।
প্রথমে মনোজ বাজপেয়ী (Manoj Vajpayee) তারপর চলতি বছরে শাহিদ কাপুর (Shahid Kapoor)-এর মত জনপ্রিয় অভিনেতাকে দেখা গিয়েছে ওয়েব সিরিজের পদার্য়। তবে তারা ছাড়াও অনেক জনপ্রিয় তারকা খুব শীঘ্রই ওয়েব সিরিজের পদার্য় ধরা দিতে চলেছেন। তবে ভারতীয় ওয়েব সিরিজগুলো শুধুমাত্র ভারতেই নয়। সারা বিশ্বে জনপ্রিয় হয়েছে।
সম্প্রতি ‘আইএমডিবি’ (IMDb)-র তরফ থেকে বেছে নেওয়া হয়েছে ভারতের সেরা ৫০ টি ওয়েব সিরিজকে। ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ১০ মে পর্যন্ত যতগুলি ভারতীয় ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে সেই সবগুলির মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে সেরা ৫০টি ওয়েব সিরিজ। যদিও দর্শকদের ভিউয়ের কথা ভেবেই এই তালিকা বানানো হয়েছে। দেখে নিন এই ৫০টি ওয়েব সিরিজের নাম।
‘আইএমডিবি’ (IMDb)-র বিচারে সেরা ৫০টি ওয়েব সিরিজ : ১) স্যাক্রেড গেমস, ২) মির্জাপুর ৩) স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি ৪) দ্য ফ্যামিলি ম্যান ৫) অ্যাসপিরেন্টস ৬) ক্রিমিনাল জাস্টিস ৭) ব্রিথ ৮) কোটা ফ্যাক্টরি ৯) পঞ্চায়েত ১০) পাতাল লোক ১১) স্পেশাল ওপিএস ১২) অসূর-ওয়েলকাম টু ইউর ডার্ক সাইট ১৩) কলেজ রোম্যান্স ১৪)আফরান ১৫) ফ্লেম ১৬) ধিন্ডোরা ১৭)ফরজী ১৮) আশ্রম ১৯) ইনসাইড এজ ২০) আন্দেখী ২১) আর্যা ২২) গুল্লাক ২৩) টভি পিচার ২৪) রকেট বয়েজ, ২৫) দিল্লি ক্রাইম।
আরও পড়ুন : মিষ্ট্রি-থ্রিলার থেকে সাসপেন্সে ভরপুর, এই সপ্তাহেই OTTতে আসছে একগুচ্ছ ওয়েব সিরিজ
২৬) ক্য়াম্পাস ডায়েরি ২৭) ব্রোকেন বাট বিউটিফুল ২৮) জামতারা: সবকা নম্বর আয়েগা ২৯) তাজা খবর ৩০)অভয় ৩১) হোস্টেল ডেজ ৩২) রংবাজ ৩৩) বন্দিস বন্দি ৩৪) মেড ইন হেভেন ৩৫) ইমম্যাচিওর ৩৬) লিটল থিংস ৩৭) নাইট ম্যানেজার ৩৮) ক্যান্ডি ৩৯) বিচ্চু কা খেলা ৪০) দহন: রাকন কা রহস্য ৪১) জেএল৫০ ৪২)রানা নাইডু ৪৩) রে ৪৪) সান ফ্লাওয়ার ৪৫) NCR ডেজ ৪৬)মহারাণী ৪৭) মুম্বই ডায়েরি ২৬/১১ ৪৮) চাচা বিধায়ক হ্যায় হুমারে ৪৯) ইয়ে মেরি পরিবার ৫০) আরণ্যক।
আরও পড়ুন : দক্ষিণের সেরা এই ৫টি ওয়েব সিরিজ দেখা যাচ্ছে হিন্দিতেই, না দেখলে হবে চরম মিস