দক্ষিণের সেরা এই ৫টি ওয়েব সিরিজ দেখা যাচ্ছে হিন্দিতেই, না দেখলে হবে চরম মিস

সলমন, শাহরুখদের মতো এখন আল্লু অর্জুন (Allu Arjun)প্রভাসরাও (Prabhash) সারা ভারতে জনপ্রিয়। তাদের ছবি মানে বক্স অফিসে ৫০০ কোটি। ‘কেজিএফ’ (KGF), ‘পুষ্পা’ (Pushpa), দেখার জন্য সারা দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় উপচে পরে। কিন্তু শুধু মাত্র দক্ষিণী ছবি নয়, দক্ষিণী ওয়েব সিরিজগুলিও দর্শকদের মনজয় করতে পারবে। এমনি কিছু দক্ষিণী ওয়েব সিরিজের নাম দেওয়া হয়েছে এই প্রতিবেদনে।

নভেম্বর স্টোরি (November Story): তামিল ওয়েব সিরিজ ‘নভেম্বর স্টোরি’ একটি ক্রাইম থ্রিলার। হিন্দি ও দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে এই ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে দেখে নেওয়া যেতে পারে এই ওয়েব সিরিজটি।

PubGoa

পাবগোভা (PubGoa): জনপ্রিয় মোবাইল গেম ‘পাবজি’র মতো একটি গেমকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এই ওয়েব সিরিজটি। একটি ভার্চুয়াল গ্ৰেম ও বাস্তব জীবনের মধ্যে থাকা মিলকে এই ওয়েব সিরিজের মাধ্যমে দেখতে চেয়েছেন পরিচালক। বর্তমান সময় ওটিটি প্ল্যাটফর্ম ‘জি৫’-এর পর্দায় দেখা যাবে এই ওয়েব সিরিজটি।

লকড (Locked): ক্রাইম থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজটি নাম লকড। সম্পূর্ণ ওয়েব সিরিজটির শ্যুটিং হয়েছে একটি বাড়ির মধ্যে। গল্পের শুরুতেই কয়েকজন ডাক্তার একটি বাড়িতে কিছু নেওয়া জন্য আসে কিন্তু একবার ঐ বাড়িতে আসার পর আর তারা বেরোতে পারেন না। এই গোটা বাড়ির মধ্যে কী রহস্য লুকিয়ে রয়েছে? তা জানার জন্য এই ওয়েব সিরিজটি দেখতে হবে। এম এক্স প্লেয়ারে দেখা যাবে ওয়েব সিরিজটি।

jhansi

ঝাঁসি (jhansi): মালায়লম ভাষার ওয়েব সিরিজ হল ‘ঝাঁসি’। এটিও একটি ক্রাইম থ্রিলার। ভরপুর সাসপেন্স রয়েছে এই ওয়েব সিরিজে। তবে মালায়লম ওয়েব সিরিজ হওয়া সত্ত্বেও এই ওয়েব সিরিজে হিন্দি ভাষী অভিনেতা কাজ করেছেন। তারা সকলেই উত্তর ভারতে খুব জনপ্রিয়। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে ওয়েব সিরিজটি।

Live telecast

লাইভ টেলিকাস্ট (Live telecast): কাজল আগরওয়াল অভিনীত এই ওয়েব সিরিজটি আসলে একটি হরর কমেডি সিরিজ। সিরিজের গল্প একটি লাইভ টিভি চ্যানেলে কাজ করা একটি মেয়ের জীবনের কাহিনী বলছে। ঐ মেয়েটি একবার নিজের বাড়ির ভিতরে একটি ভূত ডাকার পরিকল্পনা করে৷ এ সময় তার সঙ্গে নানা ধরনের দুর্ঘটনা ঘটে। এই ওয়েব সিরিজটি ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে।