আম্বানিরা তো শিশু! সম্পত্তিতে ধনকুবেরদের ১০ গোল দেবে পৃথিবীর সবথেকে ধনী মহিলা

পৃথিবীর সবথেকে ধনী মহিলা কে জানেন? তার সম্পত্তির খতিয়ান জানলে ধনকুবেররাও লজ্জা পাবে

World Richest Women : ধনকুবের হওয়ার চিন্তা অনেকের রয়েছে। একদিনের জন্য হলেও বিলিয়নিয়ার হওয়ার স্বপ্ন দেখেননি কিংবা লটারি জিতে বাড়ি-গাড়ির মালিক হওয়ার চিন্তা করেননি এমন লোকের সংখ্যা নেহায়েত কম নেই পৃথিবীতে। তবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী ব্যক্তি বলতে আমাদের প্রথম ইলন মাস্ক , জেফ বেজোস, বিল গেটস, মুকেশ আম্বানি-র নাম মাথায় আসে। কিন্তু জানেন কি পৃথিবীর সবচেয়ে ধনী মহিলাকে?

বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে ইলন মাস্ক। ৫০ বছর বয়সী এই দারুন প্রতিভাবান মানুষটি বর্তমানে রয়েছেন বিশ্বের সের ১০ ধনীর তালিকার ১ম নাম্বারে। তাঁর সম্পদের পরিমাণ ২২৯ বিলিয়ন ডলার। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমনও মহিলা ছিলো যার সম্পত্তির পরিমাণের কাছে কিছুই নয় বর্তমানের ধনকুবের ইলন মাস্কের সম্পত্তি।

World Richest Women

Most Richest Queen In World History

ইতিহাসের সবচেয়ে ধনী রানী কে? এই নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করে Money.com নামের এক সংস্থা। সেখানেই চিনের সম্রাজ্ঞী উ জেতিয়ান (Wu Zetian) -র কথা বলা হয়েছে। জানা গেছে জেতিয়ান ছিলেন চিনের তাং রাজবংশের সম্রাজ্ঞী এবং পৃথিবীর ‘সবচেয়ে ধনী’ মহিলা। কারণ তার ১৬ ট্রিলিয়ান মার্কিন ডলারের সম্পত্তি ছিল তার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩ কোটি ২১ লাখ ১৭ হাজার ৬৮০ কোটি টাকা।

ঐতিহাসিকদের দাবি, ৬৯০ খ্রিষ্টাব্দের ১৬ অক্টোবর সিংহাসনে বসেন টাং রাজবংশের মেয়ে উ জেতিয়ান। শাসনভার হাতে নিয়েই দেশের সীমানা বিস্তারে মন দেন তিনি। তার আমলেই প্রথম মধ্য এশিয়ায় ছড়িয়ে পড়ে চিনা সাম্রাজ্য। The China Project-র প্রতিবেদন অনুযায়ী, চা আর রেশম ব্যবসায় মন দেন উ।

World Richest Women

তবে রানি হিসেবে নাকি মোটেই নরম মনের মানুষ ছিলেন না উ। এক জন ধূর্ত এবং নির্মম শাসক ছিলেন।ক্ষমতায় থাকতে নিজের সন্তানদেরও হত্যা করেন তিনি। এছাড়া জীবদ্দশায় অবলীলায় বিরুদ্ধ মত পোষণকারীদের হত্যার নির্দেশ দিতেন তিনি। ছিল তাঁর গুপ্তঘাতক বাহিনীও। তবে অনেক ইতিহাসবিদদের মতে, জেতিয়ান ছিলেন উচ্চশিক্ষিতা। তাই তাকে যোগ্য শাসক হিসাবে মেনে নিয়েছিলেন তাং রাজবংশের তাবড় তাবড় ক্ষমতাশালীরা।

World Richest Women

আরও পড়ুন : লোক হাসিয়েই কোটিপতি, ‘কমেডি কুইন’ ভারতী সিংয়ের রোজগার এবং সম্পত্তি কত জানেন?

৭০৫ খ্রীষ্টাব্দের ২১ ফেব্রুয়ারি মৃত্যু হয় চিনা সাম্রাজ্ঞী উ-র। কুয়োংলিং এলাকায় তাকে সমাধিস্থ করা হয়। তবে উ-র মৃত্যুর পর টাং রাজবংশ বেশিদিন স্থায়ী হয়নি। তাসের ঘরের মতো তা ভেঙে পড়ে। যদিও চিনে এই রানিকে নিয়ে আজও উৎসাহের শেষ নেই।জেতিয়ানের জীবনের উপর অবলম্বন করে চিনে ইতিমধ্যেই একাধিক ছবি এবং টিভি শো বানানো হয়েছে। তার মধ্যে অন্যতম ‘দ্য এমপ্রেস অফ চায়না’।

আরও পড়ুন : বিশ্বসুন্দরীর মর্যাদা পেয়েছেন এই ৭ ভারতীয় রানী, বাংলার এক রাজকন্যাও আছেন এই তালিকায়