বিশ্বসুন্দরীর মর্যাদা পেয়েছেন এই ৭ ভারতীয় রানী, বাংলার এক রাজকন্যাও আছেন এই তালিকায়

ভারতের এই ৭ রানী বিশ্ববিখ্যাত সুন্দরীর মর্যাদা পেয়েছেন, বাঙালি রাজকন্যাও আছেন এই তালিকায়

সৌন্দর্যের নিরিখে ভারতীয় নারীদের বেশ কদর রয়েছে গোটা বিশ্বে। ভারতীয় রাজবংশের রানী (Most Beautiful Indian Queens) কিংবা রাজকুমারীদের রূপের প্রশংসা তো অনেক শুনেছি আমরা। আজকের এই প্রতিবেদনে রইল ভারতের সর্বাধিক সেরা সুন্দরী রানী এবং রাজকুমারীদের তালিকা। এদের মধ্যে পশ্চিমবঙ্গের একজন রাজকুমারীও আছেন, যাকে পৃথিবীর সেরা সুন্দরী বলে মানা হয়।

রানী পদ্মিনী (Rani Padmini) : এই তালিকায় সবার আগে নাম উঠে আসে রানী পদ্মিনী কিংবা পদ্মাবতীর (Rani padmavati)। শ্রীলঙ্কার সিংহল রাজবংশ থেকে এসেছিলেন এই সুন্দরী। তিনি তার সৌন্দর্যের জন্য আজও চর্চিত হন। সেই সঙ্গে রাজপুত বংশের মর্যাদা রক্ষার্থে তার নেতৃত্বে রাজপুত রমণীদের জহর ব্রত সম্পর্কেও জানেন একালের মানুষেরা।

Samyukta

সংযুক্তা (Samyukta) : কনৌজের রাজা জয়চাঁদের কন্যা সংযুক্তার রূপের প্রশংসা হয়ে আসছে যুগের পর যুগ ধরে। তার আরেকটি পরিচয় তিনি দিল্লির সম্রাট পৃথ্বীরাজ চৌহানের রানী ছিলেন। ইতিহাসে বিখ্যাত সুন্দরী ভারতীয় রমণীদের তালিকায় সংযুক্তার নামও রয়েছে।

রানী লক্ষ্মীবাই (Rani Lakshmi Bai) : অসাধারণ সুন্দরী এবং সেই সঙ্গে যুদ্ধবিদ্যায় পারদর্শী রানী লক্ষ্মীবাঈ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের সাহস ও বীরত্ব দেখিয়েছিলেন। তিনি বারাণসীর একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।

Rani Sita Devi

রানী সীতা দেবী (Rani Sita Devi) : রানী সীতা দেবী রাজকুমারী করম নামেও পরিচিত ছিলেন। তাকে তার সমকালীন সময়ে সমস্ত মহিলাদের মধ্যে সবথেকে সুন্দরী বলে ধরা হত।

রানী মীরাবাঈ (Rani Meera Bai) : কৃষ্ণ প্রেমে নিজের জীবন উৎসর্গ করেছিলেন মীরাবাঈ। তিনি রাজা ভোজরাজের রানী হলেও কৃষ্ণপ্রেমে বৈষ্ণবীর বেশে ভিখারিনীর মত দিন কাটাতেন। তার রচিত কৃষ্ণ ভজন আজও মানুষের মুখে মুখে ফেরে। তিনিও ছিলেন অসাধারণ সুন্দরী।

Rani Akkadevi

রানী আক্কাদেবী (Rani Akkadevi) : চালুক্য সাম্রাজ্যের রানী ছিলেন আক্কাদেবী। তিনি তার নিজের সাম্রাজ্য পরিচালনা করতেন। সেই সঙ্গে অসাধারণ সৌন্দর্য্যের জন্যেও পরিচিতি পেয়েছিলেন তিনি।

GAYATRI DEVI

আরও পড়ুন : বুড়ো বয়সে কেমন দেখতে লাগবে আপনার প্রিয় তারকাদের? দেখুন ছবি

মহারানী গায়ত্রী দেবী (Queen Gayatri Devi) : ইনি হলেন পশ্চিমবঙ্গের একজন দারুণ সুন্দরী রাজকুমারী। কোচবিহার রাজবংশের রমণী ছিলেন তিনি। সৌন্দর্যের পাশাপাশি পোশাক-পরিচ্ছদ, স্বভাব, পড়াশোনা, খেলাধুলায় তার পারদর্শিতা ও বলিষ্ঠ ব্যক্তিত্ব ছিল তার। তিনি সক্রিয় রাজনীতিতেও অংশগ্রহণ করেছিলেন।

আরও পড়ুন : সালমানের সঙ্গে ব্রেকআপ করার ফল! ঐশ্বর্যর থেকে এইভাবে বদলা নিয়েছিলেন শাহরুখ