TMC Leader Aka Tollywood Actress Saayoni Ghosh`s Net Worth : পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি মামলা (West Bengal SSC Scam) ইডি (ED) -র তদন্তের পরিপ্রেক্ষিতে ফের এক চাঞ্চল্যকর মোড় নিল। দুর্নীতির মামলায় শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) -র অফিসে ম্যারাথন জেরার মুখোমুখি হন জনপ্রিয় টলিউড (Tollywood) অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী (TMC Leader) সায়নী ঘোষ (Saayoni Ghosh)। আগামী বুধবার ফের তাকে ইডির অফিসে হাজির হতে হবে। সায়নীর বিরুদ্ধে ইডির অভিযোগ, অভিনেত্রীর আয় এবং ব্যয়ের হিসাবের মধ্যে নাকি বিস্তর গরমিল রয়েছে।
সায়নীর কাছে রয়েছে হিসেব বহির্ভূত অনেক সম্পত্তি। তিনি কোথা থেকে কীভাবে এই সম্পত্তি পেয়েছেন তার উপযুক্ত প্রমাণ নেই। অভিনেত্রীর দুটি ফ্ল্যাটের হদিশ পেয়েছে ইডি, যার একটি দাম ৮০ লক্ষ টাকা। কুড়ি লক্ষ টাকার নগদ এবং ৬০ লক্ষ টাকার ঋণ নিয়ে ওই ফ্ল্যাট কিনেছিলেন সায়নী। ২০২০-২১ সালে এই দুটি ফ্ল্যাট কেনেন সায়নী। উল্লেখ্য, ২০২১ সালেই আনুষ্ঠানিকভাবে তিনি তৃণমূলে যোগ দেন।
শুধু ফ্ল্যাট নয়, সায়নীর গাড়ির উপরেও নজর রয়েছে ইডির। নিয়োগ মামলায় ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে তার আর্থিক লেনদেন হয়েছিল কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। চমকে দিচ্ছে সায়নীর সম্পত্তির হিসেব। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তিনি আসানসোলের দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ওই বছর তিনি কমিশনের কাছে নিজের আয়ের যে হলফনামা জমা দেন তাতে জানা যায় ২০১৯-২০ অর্থবছরে সায়নী ঘোষের মোট আয় ছিল ৮৯ লক্ষ ২,৫৬৮ টাকা। তার হাতে ক্যাশ ছিল ৩২ হাজার ৭২৫ টাকা। পাঁচটি ব্যাংক একাউন্টে সঞ্চয় ছিল ১০ লক্ষ ৩৩ ৮২৫ টাকা। বিভিন্ন সঞ্চয় প্রকল্পে তার নামে জমা ছিল ৮ লক্ষ ৫২ হাজার ৩৭৬ টাকা।
সায়নী জানিয়েছিলেন সেই সময় তার কাছে ৩৪ লক্ষ টাকা মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট ছিল। ৬ লক্ষ ৭৭ হাজার টাকার কিছু বেশি মূল্যের একটি গাড়ি ছিল যেটা তিনি ঋণ নিয়ে কিনেছিলেন। তার কাছে ছিল চার গ্রাম সোনার গয়না। যার মূল্য সেই সময় ২৩ হাজার টাকা ছিল। তার নামে মোট ঋণের পরিমাণ ছিল ৬৮ লক্ষ টাকা। মায়ের থেকে তিনি ১৯ লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন বলে জানান কমিশনকে।
উল্লেখ্য, এই সায়নী ঘোষের সম্পত্তি নিয়েই খোঁচা দিয়ে নাম না করে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি শুনানিতে বলেন, “আমি শুনেছি এক অভিনেত্রী তিনটি ফ্ল্যাট ভেঙে একটা বড় ফ্ল্যাট পেয়েছেন। জানতে চাই তিনি কে? এই অভিনেত্রী কে দেখতে চাই। তার সিনেমাও দেখতে চাই।” সায়নীর নাম জানিয়েই ইডিকে হলকনামা পেশ করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন : নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে সায়নী ঘোষকে প্রকাশ্যেই ধুয়ে দিলেন হিরণ, মুখ্যমন্ত্রীকেও দিলেন জবাব
ইডির দাবি, শুধু সায়নীর সম্পত্তি কেনাবেচাই নয়, একাধিক আর্থিক লেনদেনের তথ্যও রয়েছে তাদের হাতে। তারা গত কয়েক মাসে তদন্ত করতে গিয়ে একাধিক সাক্ষীর সঙ্গে কথা বলে সায়নীর নাম পেয়েছেন। তাছাড়া ২০২১ সালে তিনি কমিশনকে সম্পত্তির যে খতিয়ান দিয়েছিলেন তার সঙ্গে তার বর্তমান সম্পত্তির আকাশ পাতাল পার্থক্য। বেশ কয়েকগুণে বেড়েছে সায়নীর সম্পত্তি।
আরও পড়ুন : মুখ পুড়লো টলিউডের, SSC নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো এই অভিনেতার