২০২২ সালটা পুরোপুরি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির দখলেই রইল। এবছর বলিউড সেভাবে বক্স অফিসে নজর কাড়তে পারল না। উপরন্তু একের পর এক বলিউড ছবি যেখানে চূড়ান্ত ফ্লপ হচ্ছে সেখানে ১০০০, ১৫০০ থেকে ২০০০ কোটির ব্যবসা করে রীতিমত তাক লাগিয়ে দিল দক্ষিণী ছবিগুলো। রইল এই বছরের সেরা ১০ বক্স অফিস কাঁপানো দক্ষিণী ছবির তালিকা (10 Best South Indian Movies Released 2022)।
কেজিএফ চ্যাপ্টার ২ (KGF 2) : যশ অভিনীত কেজিএফের প্রথম ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সফল হয়। তবে এর দ্বিতীয় ছবির সাফল্য প্রথম ছবিকেও ছাপিয়ে যায়। কেজিএফ চ্যাপ্টার ২ ছবির বাজেট ছিল ১৫০ কোটি টাকা। ছবিটি মুক্তি পাওয়ার পর বিশ্বজুড়ে ১ হাজার ২২৮ কোটি টাকা আয় করেছে। বক্স অফিস কালেকশনের দিক থেকে সেরা দক্ষিণী ছবির মর্যাদা পেয়েছে কেজিএফ।
আর আর আর (RRR) : জুনিয়ার এনটিআর এবং রামচরণ অভিনীত এই ছবিটিও বক্স অফিস কালেকশনের নিরিখে সেরার সেরা জায়গাতে রয়েছে। এস এস রাজামৌলি পরিচালিত ছবিটি অস্কারের জন্যও শর্ট লিস্টেড হয়েছে। ছবিটির বাজেট ছিল ৪২৫ কোটি টাকা। বিশ্বজুড়ে ১১৩১ কোটি টাকা উপার্জন করেছে এই ছবি।
বিক্রম (Vikram) : কমল হাসান অভিনীত এই দক্ষিণী ছবিটিও বক্স অফিসের দিক থেকে ভাল উপার্জন করেছে। ১১৫ কোটি টাকা বাজেটে বানানো হয়েছিল ছবিটি। ছবিটি থেকে উপার্জন হয়েছে ৪২৪ কোটি টাকা।
পন্নিয়িন সেলভান ১ (Ponniyin Selvan 1) : দক্ষিণের এই ছবিটি বানাতে খরচ হয়েছিল ২১০ কোটি টাকা। বক্স অফিস কালেকশনের নিরিখে বাজেটের দ্বিগুণের বেশি আয় করে এই ছবি। ছবির উপার্জন ছিল ৫০০ কোটি টাকা। মণি রত্নমের অভিনীত এই ছবিতে একটি বিশেষ ভূমিকাতে ঐশ্বর্য রাই বচ্চন অভিনয় করেছেন।
বিস্ট (Beast) : এই বছরের আরেক বহুল চর্চিত দক্ষিণী ছবি বিস্টের বাজেট ছিল ১৩০ কোটি টাকা। ছবিটি থেকে উপার্জন হয়েছে ২২৭ কোটি টাকা। তবে এই ছবিটি দর্শকদের থেকে নেতিবাচক রিভিউ বেশি পেয়েছে।
কান্তারা (Kantara) : ছবির বাজেট এবং বক্স অফিস কালেকশনের নিরিখে সবাইকে টেক্কা দিয়েছেন কান্তারা। ঋশভ শেট্টি অভিনীত এবং পরিচালিত এই ছবিটি বানাতে খরচ হয়েছিল মাত্র ১৬ কোটি টাকা। ছবিটি উপার্জন করেছে ৪০৬ কোটি টাকা।
সরকারু ভারী পাতা (Sorkaru Vari Pata) : মহেশবাবু অভিনীত এই ছবিটিও বক্স অফিস থেকে ভালোই ব্যবসা করেছে। ছবির বাজেট ছিলে ১২৫ কোটি টাকা। বক্স অফিস থেকে ছবিটি ১৮৫ কোটি টাকা উপার্জন করেছে।
ভালিমাই (Valimai) : বক্স অফিস কালেকশনের দিক থেকে দক্ষিণের এই ছবিটিও কিন্তু পিছিয়ে নেই। ছবিটি বানাতে খরচ হয়েছিল ১২৫ কোটি টাকা। সেই জায়গায় এই ছবি ১৬৩ কোটি টাকা উপার্জন করেছিল। দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া মিলেছিল ছবিটির জন্য।
ভিমলা নায়ক (Vimla Nayak) : বিশ্বজুড়ে ১৫০ কোটি টাকা উপার্জন করেছে এই ছবিটি। ছবির বাজেট ছিল ১০৫ কোটি টাকা। সেই হিসেবে ছবিটিকে হিট বলা যেতেই পারে।
রাধেশ্যাম (Radheshyam) : প্রভাস এবং পূজা হেগড়ে অভিনীত বলিউডের এই ছবিটি বক্স অফিস থেকে ১৫৪ কোটি টাকা উপার্জন করে। তবে আদতে এই ছবি ছিল সুপার ফ্লপ। কারণ ছবির বাজেট ছিল ২৫০ কোটি টাকা।