দর্শকদের বিচারে সেরা সিরিয়াল, কোন কোন কারণে এত বেশি জনপ্রিয়তা পাচ্ছে অনুরাগের ছোঁয়া?

The Reasons Behind Anurager Chhowa Is TRP Topper :  : স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) সিরিয়ালটি যে দর্শকদের খুবই পছন্দের একটি সিরিয়াল তার প্রমাণ হল টিআরপি তালিকা। বাংলার দর্শকদের একাংশের কাছে অনুরাগের ছোঁয়া হল সেরা সিরিয়াল। তাই তো শুধু স্টার জলসার টপার সিরিয়াল নয়, অনুরাগের ছোঁয়া হামেশাই টিআরপি (TRP) টপার হয়।

তবে জানেন কেন দর্শকদের মধ্যে এত বেশি জনপ্রিয় এই সিরিয়ালটি? যে কোনও সিরিয়াল হিট হওয়ার পেছনে অবশ্যই এক নয়, একাধিক কারণ থাকে। অনুরাগের ছোঁয়ার ক্ষেত্রেও একাধিক পয়েন্টের কথা উল্লেখ করছেন দর্শকরা যে কারণে এই সিরিয়ালটি আর পাঁচটা সিরিয়ালের তুলনায় আলাদা বলে মনে হয় তাদের।

ANURAGER CHHOWA SONA AND RUPA

অনুরাগের ছোঁয়ার সাম্প্রতিক একটি এপিসোড দেখার পর এক ভক্ত নিজের আবেগ ধরে রাখতে পারেননি। এটা সেই এপিসোড যেখানে সোনা তার জন্ম পরিচয় জানতে পেরেছে। সে জেনেছে সূর্য তার বাবা নয়। সোনা জানতে পেরেছে সে আসলে অনাথ। স্বাভাবিকভাবেই এই দৃশ্যটি ছিল খুবই ইমোশনাল। যেখানে সোনা কাঁদতে কাঁদতে তার বাবার কাছে নিজের পরিচয় জানতে চায়।

ওই দৃশ্যের কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন এক দর্শক। তার মতে অনুরাগের ছোঁয়া এত বেশি জনপ্রিয় হওয়ার সবথেকে বড় কারণ হল সিরিয়ালের কাস্টিং। এখানে শুধু নায়ক-নায়িকার চরিত্র নয়, খলনায়িকা থেকে শিশুশিল্পী, সকল চরিত্রের নিখুঁত কাস্টিং হয়েছে বলে তিনি মনে করেন। বিশেষ করে সোনা এবং রূপার চরিত্রে মিশিতা রায়চৌধুরী (Mishita Roy Chowdhury) ও সৃষ্টি মজুমদার (Srishti Majumder) -কে আর কাউকে এত ভাল মানাত না।

ANURAGER CHHOWA

দর্শকদের সকলেরই মন জয় করে নিয়েছে অনুরাগের ছোঁয়ার এই সাম্প্রতিক এপিসোড। বাবা ও মেয়ের ইমোশনাল দৃশ্যে নিখুঁত অভিনয় করেছেন দিব্যজ্যোতি (Dibyojyoti Dutta) ও মিশিতা। তাদের কাঁদতে দেখে দর্শকরাও চোখে জল ধরে রাখতে পারেননি। আর এটাই তো যে কোনও অভিনেতার সবথেকে বড় গুণ। বিশেষ করে প্রশংসা পাচ্ছে সোনা।

ANURAGER CHHOWA

আরও পড়ুন : বাস্তবে মুখ দেখাদেখি বন্ধ! ফাঁস হল ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য-দীপার ঝগড়ার চাঞ্চল্যকর কারণ

এতটুকু বয়সে কান্নার দৃশ্যে এত নিখুঁত ও স্বাভাবিক অভিনয় করছে সোনা, দর্শকরা তাকে দেখে মুগ্ধ হয়েছেন। দর্শকরা এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন সোনা যখন কাঁদে তখন তাদেরও কান্না পেয়ে যায়। মিশিতা তার সেরাটা দিয়ে অভিনয় করছে। তাই তো নায়ক-নায়িকার মাখোমাখো রোমান্স, কিংবা পরকীয়া, বা কুটকাচালি ছাড়াই একটা সুন্দর গল্প ও অভিনয়ের জোরে দর্শকদের বিচারে সেরা অনুরাগের ছোঁয়া।

আরও পড়ুন : শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন ‘গাঁটছড়া’র নায়িকা, ফাঁস হল হবু বরের পরিচয়