কেন কেউ দেখছে না গাঁটছড়া, কী করলে আবার ফিরে পাবে স্লট

পুজোর সপ্তাহে বাংলা টেলিভিশনের (Bengali Telivision) টিআরপি কার্যত উলটপালট হয়ে গিয়েছে। মিঠাই, গাঁটছড়া (Gantchhora), ধুলোকণাকে হারিয়ে জি বাংলার গৌরী এলো প্রথম স্থান জিতে নিয়েছে। একইসঙ্গে জি বাংলার জগদ্ধাত্রীও (Jagadhatri) সকলকে অবাক করে দিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে। জগদ্ধাত্রী বিপরীতে স্টার জলসার গাঁট ছড়াকেও হারিয়ে দিয়ে হয়েছে স্লট লিডার। অন্যদিকে গাঁট ছড়ার স্লট ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।

অথচ একটা সময় বেঙ্গল টপার মিঠাইকে হারিয়ে দিয়েছিল গাঁট ছড়া। এরপর থেকে টিআরপি তালিকায় ১ থেকে ৩ এর মধ্যেই ছিল এই ধারাবাহিক। তবে গাঁট ছড়া কখনও স্লট হারায়নি। এর আগে এই ধারাবাহিক বিপরীতে উমার কাছেও কখনও স্লট হারায়নি। অথচ জি বাংলার নতুন সিরিয়াল আসতেই নিজের জায়গা হারিয়ে ফেলল গাঁটছড়া।

গাঁট ছড়া কেন স্লট হারিয়েছে সেই বিষয়ে দর্শকদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চুলচেরা বিশ্লেষণ। দর্শকরা বেশকিছু কারণ তুলে ধরেছেন ধারাবাহিকের ব্যর্থতার জন্য। এর মধ্যে অন্যতম হল দাপুটে খলনায়ক বা খলনায়িকার অভাব। যে কোনও সিরিয়াল হিট হওয়ার পেছনে ভিলেনের চরিত্রের গুরুত্ব অনেক। এই মুহূর্তে সিরিয়ার কোনও তেমন ভাল ভিলেনের চরিত্র নেই। এটাকেই প্রধান কারণ হিসেবে মনে করছেন দর্শকরা।

বর্তমানে ধারাবাহিকের যে গল্প চলছে তাতে দর্শকরা খুব একটা খুশি নন। কিছুদিন আগে পর্যন্ত দ্যুতিকে নিয়ে ঋদ্ধি এবং খড়ির মধ্যে ভুল বোঝাবুঝি দেখানো হচ্ছিল যা দর্শকরা তেমন পছন্দ করেননি। অন্যদিকে জগধাত্রীর গল্প এখন বেশ জমে উঠেছে। জগদ্ধাত্রীতে যেখানে গল্পের মধ্যে পরপর টুইস্ট আনা হচ্ছে তাতে গাঁট ছড়াকে নিজের জায়গা ফিরে পেতে হলে গল্পের উপর নজর দিতে হবে বলেই মনে করছেন দর্শকরা।

Riddhi Gets Trapped on Rahul`s Trap New Twist Coming Up On Gantchhora

এই বিষয়ে এক ভক্ত সোশ্যাল মিডিয়াতে নিজের মতামত তুলে ধরেছিলেন। তিনি লিখেছেন, “এতো মাস পর গাঁট স্লট হারালো..খুব খারাপ লাগছে, আন্দাজ করেছিলাম TRP কমবে..তবে স্লট হারাবে ভাবি নাই….খুবই একঘেয়ে এপিসোড লাগছে বলেছিলাম বলে অনেকেরই indirect খোঁচা খেয়েছিলাম…আসলে general public-এর পছন্দ বা অপছন্দ আমার মায়ের সিরিয়াল দেখা বা না দেখা দিয়েই বুঝতে পারি..”।

সেই সঙ্গে তার পরামর্শ, “গাঁটে দরকার একটা powerful villain আর একটা powerful track-এর..অতীত নিয়ে ঘাটাঘাটি শুরু হবে এখন,জানিনা কী হবে..আশা করি ভালো হবে..পুজোর এপিসোডগুলোও ভালো হচ্ছে…আশা করি গাঁট আবার নিজের জায়গা ছিনিয়ে নেবে….Acro এবার একটু নড়েচড়ে বসুক…TRP পাচ্ছিল বলে গা-ছাড়াভাবে চালিয়ে গেছে..এবার একটু ভালো করে নজর দিক..”। এখন টিআরপির এই ধাক্কাতে গল্পে কতখানি পরিবর্তন আসছে সেটাই দেখার।