আবির চ্যাটার্জী, বর্তমানে টলিউডের সেরা অভিনেতাদের মধ্যে একজন। শুধু অভিনয় নয়, পড়াশোনাতেও কিন্তু খুবই মেধাবী ছিলেন অভিনেতা ফাল্গুনী চ্যাটার্জির ছেলে। কত দূর পড়াশোনা করেছিলেন তিনি? কোন স্কুল এবং কলেজে পড়াশোনা করেছেন আবির? কোন কোন ডিগ্রী রয়েছে তার ঝুলিতে? আসুন আজ আপনাদের জানাই টলিউডের এই হ্যান্ডসাম হিরোর শিক্ষাগত যোগ্যতা।
আবির সল্টলেকের লবণহ্রদ বিদ্যাপীঠের ছাত্র ছিলেন। ১৯৯৭ সালে এই স্কুল থেকেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন আবির। এরপর তিনি শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজে ভর্তি হন। সেখান থেকে পড়াশোনা শেষ করার পর তিনি বিকম পড়ার জন্য ভর্তি হন গোয়েঙ্কা কলেজ অব কমার্স এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে। এখানেই থেমে থাকেননি আবির। আরো বেশি পড়াশোনা করার জন্য তিনি আইসিএফআই ইউনিভার্সিটির কলকাতা ব্রাঞ্চে ভর্তি হন। এখান থেকে তিনি তার এমবিএ পাশ করেছিলেন।
আবির চ্যাটার্জীর অভিনয় জীবন শুরু হয় ২০০৪ সালে। ওই বছর তিনি ‘রবিবার বিকেল বেলা’ নামের একটি শো মারফত প্রথমবার ক্যামেরার সামনে আসেন। তার প্রথম সিনেমা ছিল ‘হৃদ মাঝারে’। তবে সিনেমার দুনিয়াতে নায়ক হিসেবে তার প্রথম প্রবেশ ঘটে ২০০৯ সালে ‘ক্রস কানেকশন’ ছবির হাত ধরে। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। ২০১৪ সালেই তিনি কলকাতার মোস্ট ডিজায়ারেবল মেন লিস্টে প্রথম স্থান অর্জন করেন। এরপর ২০১৯ সালেও তিনি এই খেতাব আবার পান।
আরও পড়ুন : বং ক্রাশ আবিরের স্ত্রী আসলে কে? সেলেবপত্নী হয়েও কেন ক্যামেরার আড়ালে থাকেন তিনি
আরও পড়ুন : আবির চ্যাটার্জীর গালের ক্ষতচিহ্নের পেছনে রহস্য কী? নিজেই জানালেন অভিনেতা
২ দশকের কেরিয়ারে অসংখ্য সিনেমাতে অভিনয় করে ফেলেছেন আবির। ব্যোমকেশ বক্সী, বাইশে শ্রাবণ, বোঝেনা সে বোঝেনা, যেখানে ভূতের ভয়, বেডরুম, বাপি বাড়ি যা থেকে শুরু করে যমের রাজা দিল বর, কাঠমুন্ডু, এবার শবর, বাবলি, একের পর এক সিনেমা করেছেন তিনি। আবার বিদ্যা বালানের ‘কাহানি’ সিনেমার হাত ধরে ২০১০ সালে বলিউডেও তার এন্ট্রি হয়। বাংলা টেলিভিশনেও তার অবাধ বিচরণ। ২০২০, ২০২২, ২০২৪, জি বাংলার সারেগামাপার মঞ্চে সঞ্চালক হিসেবে শো সামলেছেন তিনি।