স্বস্তি নেই টলিউডের, ‘মহানায়ক’ দেবের বিরুদ্ধেও দায়ের হল মামলা, উদ্বিগ্ন দেবভক্তরা

টলিউডের (Tollywood) সময়টা এখন একেবারেই ভাল যাচ্ছে না। এসএসসি দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষকে জেরা করে টলিউডের একের পর এক তারকার নাম উঠে আসছে যারা কুন্তলের থেকে টাকা নিয়েছিলেন। এবার টলিউড অভিনেতা দেবের (Dev) বিরুদ্ধেও দায়ের হল মামলা। খবর পেয়ে স্বভাবতই উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেব ভক্তরা।

অবশ্য এসএসসি দুর্নীতি কাণ্ডে নয়, দেবের নামে মামলা হয়েছে শান্তি ভঙ্গ করার দায়ে। দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে যে ফ্ল্যাটে থাকেন দেব সেই আবাসনেরই পড়শী তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। কারণ ওই বাড়ির উপর তলাতে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স নামে অফিস বানানো হয়েছে। অশান্তির কারণ সেটাই।

DEV

জকি নিকোলাস বার্ড নামের অবসরপ্রাপ্ত ওই ব্যক্তি স্ত্রী এবং মেয়েকে নিয়ে ওই আবাসনের ২৮ তলায় থাকেন। তার ঠিক উপরে তলাতেই দেবের অফিস বসেছে। সেখানে নাকি সাউন্ড রেকর্ডিং সহ অন্যান্য কাজ হয়ে থাকে। দিনের পর দিন সেখানে সারাদিনের প্রবল শব্দে বিঘ্নিত হচ্ছে ওই সত্তোরোর্দ্ধ দম্পতির শান্তি, অভিযোগ এমনই।

২০১৮ সালে নিকোলাস বার্ডের স্ত্রী ব্রেন স্টোকের শিকার হন। দেবের ফ্ল্যাটের তীব্র শব্দের কারণে নাকি তার স্ত্রীর অসুস্থতা বাড়ছে বলে দাবি করেছেন ওই ব্যক্তি। দেবকে সরাসরি এই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন তিনি। কিন্তু তাতে নাকি কোনও লাভ হয়নি। কোনওভাবেই সুরাহা না হওয়াতে শেষমেষ আদালতের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি।

DEV 1

গত বছর হাইকোর্ট এই বিষয়ে কলকাতা পুরসভার অবস্থান জানতে চেয়েছিল। পুরসভা জানিয়েছে শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেবের অবশ্য দাবি তিনি কারও অসুবিধা করেননি। সেখানে কোনও ব্যবসায়িক কাজ চলছে না। কিন্তু নিকোলাসের মেয়ে কুকি বার্ড অভিযোগ করেছেন দেবের একাধিক সিনেমার প্রমোশনে রয়েছে এই ফ্ল্যাটের ছবি।

DEV

এই ফ্ল্যাটটিতে দেব নিজে থাকেন না তবে তার অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবাসনের সহ-সচিব শব্দের কোলাহল স্বীকার করে নিয়েছেন। তিনিও ওই বৃদ্ধ-দম্পতির পাশে দাঁড়িয়ে বলেছেন রাতের বেলা ফ্লাটের ভিতর এমন কাজ হওয়া উচিত নয়। পুরসভার আইন অনুসারে। বসবাসযোগ্য ফ্ল্যাটে ব্যবসায়িক প্রতিষ্ঠান রাখা যায় না। অসুস্থ স্ত্রীকে শেষ বয়সে একটু শান্তি দিতে আদালতে দৌড়ঝাঁপ করছেন বৃদ্ধ নিকোলাস।