বিয়ের ৩৮ বছর পার, নিতাকে কী উপহার দিলেন মুকেশ আম্বানি? দেখলে তাক লেগে যাবে

৩৮ বছরের বিবাহবার্ষিকীতে নিতাকে কি উপহার দিলেন মুকেশ আম্বানি? দেখুন ছবি

Mukesh Ambani And Nita Ambani`s 38th Marriage Anniversary Celebration Photo Album

ভারতের অন্যতম জনপ্রিয় শিল্পী তিনি। তার ব্যবসায়িক চিন্তাধারার প্রশংসা করেন সকলেই। বিলাসবহুল জীবনযাপনের জন্যই বিখ্যাত তিনি। ইনি হলেন ‘রিলায়েন্স ইন্ডাস্ট্রি’র কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। বেশ কিছু দিন আগেই তার দেশের বাজারে ‘৫ জি’ (5 G) চালু হয়েছে তার উদ্যোগে।

কিন্তু তিনি শুধু ব্যবসায়ী নন, তিনি কিন্তু একজন প্রেমিকও। অনেকেই হয়তো জানেন না, মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির প্রেমের গল্প। তবে প্রথমবার নীতার সঙ্গে নিজের ইচ্ছায় দেখা করেননি মুকেশ। তার বাবা অর্থাৎ প্রয়াত ধিরুভাই আম্বানির নির্দেশে নীতা আম্বানির সাথে প্রথম দেখা করেছিলেন।

MUKESH AND NITA AMBANI

নিজের সরল স্বভাব দিয়ে নীতা আম্বানি তার শ্বশুর অর্থাৎ ধিরুভাই আম্বানির মন জয় করেছিলেন। এছাড়াও নীতার ভরতনাট্যম নৃত্য দেখেও খুশি হয়েছিলেন শ্বশুর মশাই। মুকেশও নীতাকে প্রথম দেখায় প্রেমে পরেছিলেন। তারপর তাদের বিয়ে হয়।

কিন্তু দেখতে দেখতে ৩৮টা বছর কেটে গিয়েছে বর্তমানে তিন সন্তানের পিতা-মাতা। সম্প্রতি বিশাল আয়োজন করে বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন মুকেশ ও নীতা। মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির জন্য খুশির ছিল। কারণ হল কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং তার হবু স্ত্রী রাধিকা বণিকের বাগদানের পরে এটা তাদের বাড়ির সবচেয়ে বড় অনুষ্ঠান।

NITA AND MUKESH AMBANI`S MARRIAGE CELEBRATION

এই অনুষ্ঠানে তোলা নীতা ও মুকেশের বহু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ছবিতে একটি বিশাল কেকে দেখা গিয়েছিল। যারা গায়ে লেখা ছিল ‘এন’ অ্যান্ড ‘এম’। অর্থাৎ নীতা আম্বানি ও মুকেশ আম্বানির‌ নামের প্রথম অক্ষর।

MUKESH AND NITA AMBANI MARRIAGE

কেকটির উপর গোলাপ আঁকা। এটি তিন টায়ার্ডের কেক। তাদের সেই সকল ছবি দেখে নেটিজেনরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে তাদের কেকটি সকলের খুব পছন্দ হয়েছে। ছবি দেখেই বোঝা যাচ্ছে যে অন্যান্য জিনিসগুলির মতো ঐ কেকটিরও অনেক দাম।