Vicky Kaushal : বর্তমানে তার ফ্যান ফলোয়ারের সংখ্যা চোখে পড়ার মতো। নিজের অভিনয় দক্ষতায় বরাবরই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ভিকি। বাবা শ্যাম কৌশল বলিউড (Bollywood) -র সফল অ্যাকশন পরিচালক হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে পাকাপাকি ভাবে জায়গা করে নিতে বেশ বেগ পেতে হয়েছে ভিকিকে। কিন্তু এর মধ্যেই জানা গেছে যে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) -র স্বামী ভিকি কৌশল (Vicky Kaushal) এতদিন হিন্দু ছিলেন, তিনি নাকি আদতে মুসলিম! আর এই নিয়েই বিতর্কে জড়ালেন ভিকি।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’র (The Great Indian Family) ট্রেলার। আর এই ছবিতে অভিনয় করেছেন ভিকি। আর ভিকি ছাড়াও যশ রাজ ফিল্মসের এই ছবিতে দেখা মিলবে মানুষী চিল্লার , মনোজ পাওয়া, কুমুদ মিশ্র, যশপাল শর্মা, সাদিয়া সিদ্দিকি, সৃষ্টি দীক্ষিত, আসিফ খানের। ছবির ট্রেলার মুক্তির আগেই সামনে এসেছে গান- ‘কানাইয়া টুইটার পে আজা’, ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে নাকাশ আজিজের কন্ঠের সেই গান।
২০২০ সালে এই সিনেমার শুটিং শুরু হয়েছিল। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে শুটিং শেষ হয়। এত দেরিতে কেন ছবি মুক্তি পাচ্ছে তা জানা যায়নি। তবে ‘জরা হাটকে জরা বাঁচকে’র পর ভিকির কেরিয়ারে আরও এক ফ্যামিলি-কমেডি যুক্ত হল। আদিত্য চোপড়ার প্রযোজনায় নতুন এই ছবি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য।
এই ছবিতে বেদ ব্যাস ত্রিপাঠী ওরফে ভজন কুমারের চরিত্রে অভিনয় করেছেন ভিকি। পণ্ডিত পরিবারে বড় হয়ে ওঠা বেদের। পূজা-পাঠ করেই সংসার চলে তাদের। এলাকার সেরা ভজন-গায়ক ভিকির চরিত্র বেদ।বলরামপুরের পণ্ডিত পরিবারে বেড়ে উঠেছে বেদ। ছোট থেকেই হিন্দুশাস্ত্রের পাঠ নিয়েছে, মাতা কি চৌকি-তে ভজন গাওয়াই তার পেশা।
এই কারণে ‘খেলাধূলা’র বয়সে সমবয়সী মেয়েরা তার থেকে আর্শীবাদ নিতেই ব্যস্ত থাকে। তাই প্রেম করার জন্য মেয়ের অভাব ভজন কুমারের জীবনে। এরপরই ভজনের জীবনে এন্ট্রি সুন্দরী মানুষীর। আর এদিকে লাভ লাইফ টেক-অফ করতে না করতেই মুখ থুবড়ে মাটিতে পড়ে ভজন! এদিকে সমস্ত কিছু ঠিক চলছিল। একটি চিঠিতে তাল কাটে। উড়ো চিঠি আসে তার বাড়িতে।
আরও পড়ুন : ভারতের সবথেকে ধনী অভিনেত্রী! নয়নতারার সম্পত্তির পরিমাণ জানলে ঘুরে যাবে মাথা
আরও পড়ুন : বলিউডের ১ নম্বর সুপারস্টার, তবুও এই কারণে শাহরুখের সঙ্গে কোনদিনও কাজ করেননি শ্রীদেবী
সেই চিঠিতে স্পষ্ট লেখা রয়েছে, ৭ই ডিসেম্বর যে বাচ্চা জন্মেছে সে মুসলমান। আর সেই বাচ্চা আর কেউ নয় ভজন কুমার! ওমনি ভজনের পৃথিবী পালটে যায়, পরিবার মুখ ফিরিয়ে নেয় তার উপর থেকে। সত্যি কি ভজন মুসলিম? যদি তাই হয় তাহলে ধর্মের বেড়াজাল মুচড়ে ফেলে সে কি পারবে নিজের পরিবারকে ফিরে পেতে? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ২২ সেপ্টেম্বর, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’র মুক্তিতে।