দাম শুনলে নীতা আম্বানিও লজ্জা পাবে! শাড়ি বেচতে গিয়ে চরম ট্রোল্ড রান্নাঘরের সুদীপা

Sudipa Chatterjee : ট্রোলাররা কিছুতেই পিছু ছাড়ে না সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee)। ফুড ডেলিভারি বয়-দের নিয়ে বিতর্কিত মন্তব্য হোক বা শাড়ির দাম, সব নিয়েই বিদ্রুপের মুখে পড়েন এই টলিউড (Tollywood) অভিনেত্রী। আজকাল পান থেকে চুন খসলেই সুদীপার দিকে রে রে করে তেড়ে আসেন নেটিজেনরা। আর এবার লাখ টাকা দামের শাড়ি নিয়ে বিতর্কে জড়ালেন সুদীপা।

সুদীপা চট্টোপাধ্যায় টলিউডের খুব জনপ্রিয় এক চরিত্র। জি বাংলা (Zee Bangla) -র রান্নাঘর (Rannaghar) তিনি দীর্ঘদিন যাবত সঞ্চালনা করেছেন। তবে সেই শো শেষ হয়েছে বেশ কিছু সময় হয়ে গেল। তার পাশাপাশি তার নিজস্ব ব্যাবসা রয়েছে খাবারের এবং শাড়ীর। যদিও সেই ব্যবসার জেরে এখন তিনি চরম কটাক্ষের শিকার।

SUDIPA CHATTERJEE

বন্ডেল রোডের ‘সুদীপা চ্যাটার্জি’স স্টোর’-এর কথা অনেকেই জানেন। রকমারি শাড়ির সম্ভার নিয়ে সুদীপা লাইভেও আসেন মাঝেমাঝে। আর এই মুহূর্তে তিনি শাড়ির ব্যবসা নিয়ে খুব ব্যাস্ত। সামনে পুজো। তাই তিনি নিয়ে এসেছেন একের পর এক নতুন কালেকশন। বাংলাদেশ থেকে আনিয়েছেন একের পর এক দামী শাড়ি। শুধু দামী নয় সেই দাম প্রায় আকাশছোঁওয়া।

সোমবার বেশ কয়েকটি অরিজিনাল ঢাকাই জামদানির ছবি পোস্ট করেন সুদীপা। আর ক্যাপশনে তিনি লেখেন, ‘ঢাকাই জামদানী,শাড়ী। ৫৫,০০০ থেকে ১,৩০,০০০ অবধি দাম। এ জিনিস সবসময় চাইলেই পাওয়া যায় না। বাংলাদেশের শাড়ী- আজ রাতেই চলে যাবে ফেরত। এই কটা বাকি রয়ে গ্যাছে। যদি কারো পছন্দ হয়- এক্ষুনি পেমেন্ট করতে হবে। সব Original Dhakai. 140 thread count এর শাড়ী। প্রতিটি শাড়ীর দাম ছবির নীচে,উল্লেখ করা আছে।’

SUDIPA CHATTERJEE

আর সেখানেই দেখা গেছে শাড়ির দাম শুরুই হচ্ছে ৫০,০০০ টাকা দিয়ে আবার কোনো শাড়ির দাম ৭০,০০০ তো আবার কোন শাড়ির দাম ১,৩০,০০০। যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ হয়েছে ভক্তদের। সঙ্গে সঙ্গে শুরু হয় নানা আলোচনা। আর তারপরেই নানারকম কটাক্ষের স্বীকার হতে হয় সুদীপাকে। কেউ লিখেছেন, ‘আজ রাতের পেলেনে না টেরেনে, কিসে করে যাবে শাড়ি গুলো যাবে!’

আবার একজন লিখেছেন, ‘ফেরত চলে যাওয়াই ভালো বুঝলেন তো।’ কেও আবার লিখেছেন, ‘মশলাপাতি হাঁড়িকড়াই নিয়েই তো ভালো ছিলেন, আবার এসব শাড়ি বিজনেস করতে গেলেন কেন! এইরকম দামে শাড়ি বেচার মতো ফেসভ্যালু আপনার নেই।’ আবার সুদীপার শাড়িকে সোনার দামের সঙ্গেও তুলনা করেছেন। আবার একজন কেউ লিখেছেন, ‘যাই কিডনিটা বেচে আসি।’ কেউ লিখলেন, ‘বাড়ি ঘর সব বেচে দিতে হবে।’

আরও পড়ুন : শাহরুখের সঙ্গে অভিনয়ে ‘না’, ‘জওয়ানে’র এই চরিত্র ফিরিয়ে আফসোসের শেষ নেই ‘পুষ্পা’ অল্লুর

SUDIPA CHATTERJEE

আরও পড়ুন : প্রসেনজিতের নায়িকা হয়েও হারিয়ে গেলেন টলিউড থেকে! অভিনয় ছেড়ে এখন এই কাজ করেন অভিনেত্রী

তবে অনের বিরূপ মন্তব্য এলেও, সুদীপার পাশে দাঁড়িয়েছেন কেউ কেউ। তাদের মতে, ‘কাউকে তো জোর দেওয়া হয়নি শাড়ি কেনার জন্য। বিক্রি করছেন তাই সকলকে ইনফর্ম করেছেন। না পোষালে নেবেন না। এত খারাপ কথা বলছেন কেন? ’ তবে একজনের মন্তব্যে সুদীপা লিখেছেন, ‘বিক্রি হয়ে গিয়েছে’।