Bollywood Marriage : গ্ল্যামার জগতে হামেশাই তারকারা একে অপরের প্রেমে পড়েছেন। একাধিক সময় সম্পর্কে জড়িয়েছেন তারা। কারও কারও বিবাহবর্হিভূত সম্পর্ক নিয়েও কম চর্চা হয়নি। কেও আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছেন। যা নিয়ে রীতিমতো বিতর্কেও জড়াতে হয়েছিল সেই তারকাদের। চলুন জেনে নিই বলিউড (Bollywood) -র সাত বিতর্কিত বিয়ের সম্পর্কে।
সুনীল দত্ত আর নার্গিসের বিয়ে (Sunil Dutt and Nargis) : বলিউডের অন্যতম ‘সেরা কাপল’ বলা হয় তাঁদের। সুনীল দত্ত এবং নার্গিস। স্বর্ণযুগের দুই তারকার প্রেমও একেবারে সিনেমার মতোই। ১৯৫৮ সালে চুপিসাড়েই বিয়ে করে নেন নার্গিস-সুনীল, পরে একটি জমকালো রিসেপশনের আয়োজন করা হয়।যদিও তাদের এই বিয়ে ঘিরে হয়েছিল তুমুল বিতর্ক। কারণ তাদের দুজনের ধর্ম আলাদা ছিলো।
হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর বিয়ে (Hema Malini and Dharmendra) : ১৯৭০ সালে ‘তুম হাসিন ম্যায় জওয়ান’ -এর সেটে পরস্পরের প্রেমে পড়েছিলেন ধর্মেন্দ্র এবং হেমা মালিনী। সে সময় প্রকাশ কৌরের সঙ্গে দাম্পত্যজীবনে ছিলেন ধর্মেন্দ্র। তার দুই ছেলে সানি এবং ববি দেওলও খুব ছোট ছিলেন সে সময়। তবে সামাজিক শিকল ভেঙে হেমার হাত ধরে পথচলা শুরু করে দ্বিধা করেননি ধর্মেন্দ্র। আর তাতেও বিতর্কের মুখে পরতে হয়েছিল এই দুই তারকাকে।
শ্রীদেবী এবং বনি কাপুরের বিয়ে (Sridevi and Boney Kapoor) : মিঠুন চক্রবর্তীর সঙ্গে শ্রীদেবীর বিতর্কিত প্রেম কাহিনির কথা এখনও কান পাতলে শোনা যায় বলিউডের অন্দরে। মিঠুন তার স্ত্রী যোগিতা বালীকে ফাঁকি দিয়ে শ্রীদেবীকে ঘরে তুলতে পারেননি। তাই ১৯৯৬ সালে প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। যদিও বনি কাপুর সেই সময় বিবাহিত ছিলো। ১৯৯৩ সালে তার প্রথম স্ত্রী মোনার সঙ্গে আট বছরের সংসার ভেঙে দেন বনি।
অমৃতা সিং ও সইফ আলি খানের বিয়ে (Amrita Singh and Saif Ali Khan) : নিজের থেকে ১৩ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেন সাইফ আলী খান। আর ৭০ ৮০ দশকে এই বিয়ে ঘিরে ব্যাপক বিতর্ক হয়েছিল। কারণ অমৃতা ছিলেন হিন্দু এবং সইফ ছিলেন ইসলাম ধর্মের। সেই কারণে এদের বিয়ে নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। যদিও এদের বিয়ে বেশিদিন টেকেনি।
শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার বিয়ে (Shilpa Shetty and Raj Kundra) : নব্বইয়ের দশকে শিল্পা শেঠির সঙ্গে অক্ষয় কুমারের প্রেম ছিল সবচেয়ে বেশি আলোচিত। কিন্তু শিল্পাকে ছেড়ে ২০০১ সালে অক্ষয় বিয়ে করে ফেলেন অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে। ‘চোরাকে দিল মেরা’ খ্যাত অভিনেত্রী শিল্পা অবশেষে ২০০৯ সালে ব্রিটিশ ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে গাঁটছড়া বাধেন। শিল্পাকে বিয়ে করার জন্য প্রথম স্ত্রী কবিতাকে ছেড়ে দেন রাজ। এরপর অভিনেত্রী শিল্পা শেট্টির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছিলেন কবিতা। আর যার কারণে তাদের বিয়েও বিতর্কিত বিষয় ছিল।
রানি মুখার্জি এবং আদিত্য চোপড়ার বিয়ে (Rani Mukerjee and Aditya Chopra) : বিভিন্ন সময়ে রানি মুখার্জীর সঙ্গে গোবিন্দ, আমির খান, অভিষেক বচ্চন ও আদিত্য চোপড়ার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। শেষ পর্যন্ত বলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস-এর চেয়ারম্যান প্রযোজক আদিত্য চোপড়ার গলায় মালা পরান রানি মুখার্জী। ২০১৪ সালে তাদের বিয়ে হয়। এমনকি রানিকে বিয়ে করার জন্য আদিত্যে তার প্রথম স্ত্রী ছিলেন পায়েল খান্নাকেও ডিভোর্স দিয়েছিলেন।
আরও পড়ুন : বচ্চনরা বিশ্বাসঘাতক! এই কারণে অমিতাভ-ঐশ্বর্যকে সহ্য করতে পারেন না সানি দেওল
বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারের বিয়ে (Bipasha Basu and Karan Singh Grover) : জন আব্রাহামের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছেড়ে এসে করণকে সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন বিপাশা। তাদের বিয়ে বিতর্কিত ছিলো কারণ করণের এর আগে দুটো বিয়ে ছিল। যদিও বর্তমানে বিপাশা আর করণ হ্যাপি কাপল।
আরও পড়ুন : একাধিক সম্পর্ক থেকে পরকীয়া! টলিউডের এই ৫ তারকার কেচ্ছা শুনলে চমকে যাবেন