Kareena Kapoor : বলিউড (Bollywood) -র অন্যতম অভিনেত্রী হলেন করিনা কাপুর (Kareena Kapoor)। তিনি তার অভিনয় জীবনে একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। বর্তমানে তিনি সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করছেন। তবে আপনারা হয়তো জানেন না এই অভিনেত্রী একটি বিশেষ ক্ষেত্রে সব অভিনেত্রীদের থেকে এগিয়ে আছে। চলুন জেনে নিই কোন দিক দিয়ে সাফল্যের একদম চূড়ায় আছে এই অভিনেত্রী।
১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর মুম্বইতে জন্ম হয় করিনার। বাবা রণধীর কপূর (Randhir Kapoor) ও মা ববিতার কনিষ্ঠ সন্তান করিনা। দিদি করিশ্মা কপূর একসময় বলিউডের প্রথম সারির নায়িকা ছিলেন। তবে পরিবারের সঙ্গে বলিউডের যোগ থাকলেও, বলিউডে পা রাখার পথ সহজ ছিল না করিনার জন্য। মেয়ে সিনেমায় অভিনয় করুক চাননি বাবা রণধীর। এই বিষয় নিয়েই মা ববিতার সঙ্গে সমস্যা শুরু হয় তার, এবং অবশেষে বিচ্ছেদ।
মায়ের কাছেই বড় হয়েছেন করিনা। তাকে বড় করার জন্য বিভিন্ন চাকরি করতেন মা। ১৯৯১ সালে প্রথম অভিনয়য় জগতে পা রাখেন করিনা। ছোটবেলার বেশিরভাগটাই বাবার থেকে দূরে ছিলেন করিনা। দেহরাদুন ও মুম্বইতে পড়াশোনা করেছেন করিনা। এক সাক্ষাৎকারে করিনা জানিয়েছেন, পড়াশোনার দিকে কখোনোই আগ্রহ ছিল না তার। ছোটবেলা থেকে অভিনয়ই ছিল তার ধ্যানজ্ঞান।
এরপর ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির হাত ধরেই বলিউডে পা রাখার কথা ছিল করিনার। বেশ কিছুটা অংশের শ্যুটিংও হয়ে গিয়েছিল। কিন্তু পরিচালক ও সেই ছবির হিরো ঋত্বিক রোশন এর সঙ্গে কিছু সমস্যার জন্য ছবি থেকে বাদ পড়তে হয় করিনাকে। তার জায়গায় মুখ্য চরিত্রে অভিনয় করেন আমিশা প্যাটেল।এরপরে অভিষেক বচ্চন এর সঙ্গে রিফিউজি ছবির হাত ধরে বলিউডে পা রাখেন করিনা।
এরপর একের পর এক ছবির সুযোগ এসেছে করিনার কাছে, পেয়েছেন একাধিক পুরস্কারও। ওঠাপড়ার মধ্যে দিয়ে এগিয়েছে তার কেরিয়ার। তারপরেও করিনা এখনও বলিউডের প্রথম সারির নায়িকা। আর তাছাড়া তিনি আর একটি বিষয়ে সব অভিনেত্রীর থেকে শীর্ষে আছেন। কারিনা কাপুর তার ক্যারিয়ারে দর্শককে উপহার দিয়েছেন ২৩টি সুপারহিট সিনেমা। আর এখনও পযন্ত তিনি বক্স অফিস ৪০০০ কোটি টাকা উপার্জন করেছেন। যেই রেকর্ড এখনও কোনো অভিনেত্রী ভাঙতে পারেনি।
আরও পড়ুন : মুকেশ আম্বানীর বাড়ি ভাড়া নিলেন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি, ভাড়া শুনলে পিলে চমকে যাবে
আরও পড়ুন : কাপুর পরিবারের বিরুদ্ধে গিয়ে করিশমা করেছিলেন এই কাজ, জানলে স্যালুট মানবেন আপনিও
করিনার যেই ছবি গুলো বক্স অফিস হিট হয়েছিল সেগুলো হলো ‘বজরঙ্গি ভাইজান’, ‘থ্রি ইডিয়টস’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘জাব উই মেট’, ‘বডিগার্ড’, ‘গুড নিউজ’ ইত্যাদি। দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা, তামান্না ভাটিয়া ও আনুশকা শেঠি এই চার অভিনেত্রীর ছবি বক্স অফিসে ৩০০০ কোটি টাকা আয় করেছেন।আর দুই হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে ঐশ্বরিয়া রাই, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও নয়নতারার ছবি।