বলিউড (Bollywood) -র শাহরুখ খান (Shah Rukh Khan) -র প্রাসাদ মন্নত (Mannat)। কিং ভক্তদের মনে এই বাড়ি নিয়ে কম কৌতুহল বর্তমান নয়। তার বাড়ির সামনে অগুনতি ভক্তদের ভিড় নজরে আসে। কিন্তু এবার নাকি নিজের বাড়ি ভাড়া দিচ্ছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। চলুন জেনে নিই কী এমন হলো যাতে এবার নিজের বাড়ি ভাড়া দিচ্ছেন কিং খান? আর তার বাড়ির এক রাতের ভাড়ায় বা কত?
বলিউডের বাদশা শাহরুখ খান। ২৮ বছর ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। আজও ফিকে হয়নি তার চার্ম। সেই কারণেই হয়ত কোটি কোটি মানুষের মনের মণিকোঠায় আছেন কিং খান। বলিউডের সবচেয়ে ধনী নায়কও কিন্তু শাহরুখই। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, বছরে ২৪০ কোটি টাকা আয় করেন বলিউডের সুপারস্টার।
সেই হিসাব মত কিং খানের বেশ কিছু বাড়িও আছে। মন্নত ছাড়াও মহারাষ্ট্রের আলিবাগে শাহরুখের নিজস্ব বাগানবাড়ি রয়েছে। দেশের বাইরেও অভিনেতার একাধিক বাড়ি রয়েছে। যেমন দুবাইয়ের পাম জুমেইরাতে শাহরুখের একটি নিজস্ব বাড়ি রয়েছে। এ ছাড়াও লন্ডনে শাহরুখের একটি বাড়ি রয়েছে। আবার আমেরিকার লস অ্যাঞ্জেলসে কিং খানের একটি বাড়ি আছে।
আর আমেরিকার সেই লস অ্যাঞ্জেলসের বাড়ি ভাড়ায় দেন শাহরুখ। অনুষ্কা শর্মার সঙ্গে যখন ‘হ্যারি মেট সেজ়ল’ ছবির শুটিং করছিলেন, সেই সময় বেশ অনেকটা সময় পুরো টিমের সঙ্গে এই বাড়িতেই কাটিয়েছিলেন শাহরুখ। এখন সেই বাড়ি তিনি ভাড়া দেন। যদিও সেই বাড়ির এক রাতের ভাড়া প্রায় আকাশ ছোঁয়া। এই বাড়ির এক রাতের যা বিল তা কোনো সাধারণ মানুষের পক্ষে মেটানো সম্ভব নয়।
এই বাড়ির ভাড়া রাতে প্রায় দু’লাখ টাকা। অবশ্য এই প্রাসাদ সম বাড়ির অভ্যন্তরীণ সজ্জাও দেখার মত। এই বাড়িটির নাম ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’। বাড়িটি সান্তা মনিকা থেকে পাঁচ মিনিটের হাঁটাপথ। পুরো বাড়িটা সাদা ও বেইজ রঙের থিমে সজ্জিত। আর বাড়ির অন্দরটা পুরো বড় বড় ঝাড়বাতি দিয়ে সাজানো এছাড়াও বাড়ির বৈঠকখানা ঘরে রয়েছে বিরাট একটি সোফা ও বই পড়ার ব্যবস্থা।
আরও পড়ুন : কী কী চমক রয়েছে ‘জওয়ান’ ছবিতে? যে ৫ কারণে অবশ্যই দেখতে হবে ‘জওয়ান’
এ ছাড়াও রয়েছে জাকুজি, সুইমিং পুল। প্লে গ্রাউন্ড। এই বাড়িতে মাঝে মাঝে শাহরুখ খানও সময় কাটাতে আসে। বিশেষ করে যখন তার আমেরিকাতে শুটিং থাকে। বাড়িটির মধ্যে মোট ছ’কামরা আছে। তাই এই ভিলাতে থাকার খরচ নেহাত কম নয়। এই বাড়ির প্রতি রাতে ভাড়া ১ লক্ষ ৯৬ হাজার টাকা। যদিও অনেকেই আছেন যারা এই টাকা ভাড়া দিয়েই বলিউডের বাদশার বাড়িতে রাত কাটান।
আরও পড়ুন : শাহরুখের ছবিতে বাঙালি নায়িকার জয়জয়কার! রইল ‘জওয়ানে’র এই বাঙালি নায়িকার পরিচয়