স্ত্রী গৌরী বাঁচিয়েছেন কেরিয়ার, গৌরীর জন্যই সুপারহিট হয়েছিল শাহরুখের এই ৭ সিনেমা

লাগে টাকা দেবে গৌরী খান! স্ত্রীর টাকাতে ব্লকবাস্টার এই ৭ ছবি বাঁচিয়ে দেয় শাহরুখের কেরিয়ার

Avatar

Published on:

শাহরুখ খান (Shah Rukh Khan) ও নয়নতারা (Nayanthara) অভিনীত ছবি ‘জওয়ান'(Jawan) মুক্তির আগেই বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করছে। তবে এই ছবিটি বলিউড (Bollywood)অভিনেতা শাহরুখ খানের কাছেও খুব স্পেশাল। কারণ এই ছবিটি প্রযোজনা করছেন তার স্ত্রী গৌরী খান (Gauri khan)। তবে এই প্রথম নয় এর আগেও শাহরুখ খানের একাধিক ছবিতে টাকা ঢেলেছে তার স্ত্রী। চলুন জেনে নিই সেই তালিকায় কোন কোন ছবি আছে।

ম্যা হুন না (Main Hoon Na) : ২০০৪ সালে মুক্তি পেয়ে ছিলো ‘ম্যা হুন না’ ছবিটি। শাহরুখ খান এবং সুস্মিতা সেনের এই ছবিটি বলিউডের সবচেয়ে আইকনিক ছবির মধ্যে একটি। এই সুপারহিট ছবিটি নির্মাণ করেছেন শাহরুখ খান ও গৌরী খান। আর এই ছবির মাধ্যমে ফারাহ খান তার পরিচালনায় আত্মপ্রকাশ করেন।

Don

ডন ২ (Don 2) : শাহরুখ খানের কেরিয়ার এর অন্যতম জনপ্রিয় ছবি হলো ডন টু। এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। এই ছবির ও প্রযোজক ছিলেন গৌরী খান। আর এই ছবিটাও বক্স অফিসে ব্যাপক হিট হয়েছিল। শাহরুখ খানকে এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছিল।

ওম শান্তি ওম (Om Shanti Om) : দীপিকা পাড়ুকোনের প্রথম ছবি ‘ওম শান্তি ওম’। এই ছবিটি দীপিকার পাশাপাশি কিং খানের জন্যও বিশেষ ছিলো। কারণ ফারাহ খান পরিচালিত এই ছবির প্রযোজক ছিলেন গৌরী খান ও শাহরুখ খান। ৩৫ কোটি রুপি বাজেটে তৈরি এই ছবিটি ১৪০ কোটি টাকা বক্স অফিসে আয় করেছিলো।

CHENNAI EXPRESS

চেন্নাই এক্সপ্রেস (Chennai Express) : রোহিত শেঠির ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি হলো’চেন্নাই এক্সপ্রেস’। দীপিকা পাড়ুকোন এবং শাহরুখ খান অভিনীত এই অ্যাকশন-রোমান্টিক ছবিটি বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছিল। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। এটিও গৌরী খানের প্রযোজিত সিনেমা ছিল এবং বক্স অফিস ব্যাপক হিট করেছিল।

RAONE

রা.ওয়ান (Ra.One) : এই ছবিটি একটি সাইন্স ফিকশন ছবি ছিল। এই ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, অর্জুন রামপাল এবং কারিনা কাপুর। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১১ সালে। এই ছবিটি দর্শকরা খুব পছন্দ করেছিল। বক্স অফিসে ব্যাপক আয় করেছিল ছবিটি।

আরও পড়ুন : শাহরুখের ছবিতে বাঙালি নায়িকার জয়জয়কার! রইল ‘জওয়ানে’র এই বাঙালি নায়িকার পরিচয়

হ্যাপি নিউ ইয়ার (Happy New One) : ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিটি সমালোচকদের পছন্দ নাও হতে পারে, তবে ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। বক্স অফিস কালেকশন প্রায় ২০০ কোটি। এই ছবিটিও পরিচালনা করেছিলেন ফারহা খান। আর প্রযোজক ছিলেন গৌরী খান এবং শাহরুখ খান।

আরও পড়ুন : কী কী চমক রয়েছে ‘জওয়ান’ ছবিতে? যে ৫ কারণে অবশ্যই দেখতে হবে ‘জওয়ান’