Sourav Ganguly Daughter : বাংলা তথা ভারতের গর্ব সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষের তিনি আইডল। সৌরভ গাঙ্গুলীর কৃতিত্ব, খ্যাতি এবং জনপ্রিয়তার কথা আলাদা করে বলার কিছু নেই। তবে আজকের এই প্রতিবেদন তাকে নিয়ে নয়। আজ সৌরভ গাঙ্গুলীর মেয়ে সানা গাঙ্গুলী (Sana Ganguly) -কে নিয়ে রইল একটা বিশেষ আপডেট। কারণ পড়াশোনা এবং কেরিয়ারের নিরিখে সানা বাবাকে গর্বিত করলেন গোটা বিশ্বের কাছে।
সৌরভ গাঙ্গুলী ও ডোনা গাঙ্গুলী (Dona Ganguly) -র একমাত্র মেয়ে সানা এখন অনেক বড় হয়ে গিয়েছেন। লন্ডন ইউনিভারসিটি থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক হয়েছেন তিনি। সদ্য মেয়ের এই সাফল্য উদযাপন করার জন্য সৌরভ এবং ডোনা উড়ে গিয়েছেন লন্ডনে। আপাতত কয়েক সপ্তাহ সেখানেই মেয়ের সঙ্গে কাটাবেন তারা। পড়াশোনা করতে করতেই কার্যত সানা তার মেধার জোরে বড় একটি কোম্পানিতে চাকরি পেয়ে গিয়েছেন।
কলকাতার লরেটো হাউস স্কুল থেকে প্রাথমিক পর্যায়ের পড়াশোনা শেষ করার পর ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডনে অর্থনীতিতে স্নাতক স্তরের জন্য তিনি পড়াশোনার সুযোগ পেয়ে যান। পড়াশোনার জন্য তাকে চার বছর এখানে কাটাতে হয়েছে। তবে বাবার অর্থ খরচ করে সানা যে শুধু পড়াশোনা করছেন তাই নয়। ইতিমধ্যেই তিনি নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছেন।
স্নাতক স্তরের ডিগ্রি অর্জন করার অনেক আগেই সানার হাতে এসেছে বিশ্ব বিখ্যাত মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করার সুযোগ। তিনি Enactus UCL তে কাজের সুযোগ পেয়ে যান সরাসরি। এটি এমন একটি সংস্থা যে সংস্থাটি বড় বড় কর্পোরেট সংস্থাতে নতুনদের কাজের সুযোগ করে দেয়। এই সংস্থার হাত ধরে বড় বড় বেশ কিছু কোম্পানিতে সানা কাজ করছেন।
সানা এরই মধ্যে HSBC, KPMG, গোল্ডেন স্যাক্স, বার্কলেস এর মত বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। তার বর্তমান লিংকড ইন প্রোফাইল অনুসারে তিনি PWCতে ইন্টার্ন হিসেবে কাজ করছেন। এই সংস্থা বিশ্বের বৃহত্তম আর্থিক পরামর্শদাতা সংস্থাগুলোর মধ্যে অন্যতম। যার ব্যবসা ছড়িয়ে রয়েছে বিশ্বের অন্তত ১৫২ টি দেশে।
আরও পড়ুন : সৌরভ গাঙ্গুলীর স্ত্রীর কাছে নাচ শিখতে চান? জেনে নিন পদ্ধতি
আরও পড়ুন : মেয়ে ক্রিকেটারের সঙ্গে প্রেম করলে কী করবেন? চরম উত্তর দিলেন সৌরভ গাঙ্গুলি
সানা বর্তমানে যে কোম্পানিতে কাজ করছেন সেখানে ৩.২৮ লক্ষেরও বেশি মানুষ কাজ করেন। এখানে কর্মচারীদের বেতন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। শুধু যারা ইন্টার্নশিপ করছেন তাদেরই বেতন লাখ টাকার আশেপাশে। পড়াশোনা শেষ না হতেই বলতে গেলে কাজের সুবর্ণ সুযোগ এসেছে সানার হাতে। এখানে ইন্টার্নশিপ করলে বছরে ৩০ লক্ষ টাকা বেতন পাওয়া যায়। অর্থাৎ সৌরভ গাঙ্গুলীর মেয়ে বেতনের নিরিখে বাবাকেও পেছনে ফেলে দিয়েছেন শুরুতেই।