Sunny Deol Charges Per Movie : বক্স অফিসে কার্যত এখন রাজত্ব করছে সানি দেওল (Sunny Deol), আমিশা পাটেল (Ameesha Patel) অভিনীত ‘গদর ২’ (Gadar 2) ছবিটি। ২২ বছর আগের নস্টালজিয়া উসকে দিয়েছেন সানি-আমিশারা। বাহুবলি, কেজিএফ ২ থেকে শাহরুখ খানের পাঠান সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে ‘গদর ২’। এই মুহূর্তে সবথেকে দ্রুত গতিতে বক্স অফিসে ৪৫০ কোটি টাকার গন্ডি পেরোনো ছবি হয়ে উঠেছে এটি। ছবির এই সাফল্য দেখে নিজের পারিশ্রমিক কয়েকগুণ বাড়ালেন সানি দেওল।
‘গদর : দ্য কথা কন্টিনিউস’ (Gadar : The Katha Continues) সিনেমার বাজেট ছিল ৫০ কোটি টাকা। এই ছবির মধ্যে ২০ কোটি টাকা পারিশ্রমিক নিজের পকেটে পুরেছেন সানি। তবে এর পরের ছবির জন্য তার পারিশ্রমিক দ্বিগুণেরও বেশি বাড়ল। স্বাভাবিকভাবেই এত বছর বাদে সানি দেওলের ছবির এমন সাফল্য দেখে বলিউডের অনেক পরিচালক তার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন। তাদের নিজের নতুন পরিশ্রমিক জানিয়ে দিয়েছেন অভিনেতা।
Sunny Deol Charges Per Movie
সানি দেওল নিজেই জানিয়েছেন গদর ছবি মুক্তির পর তিনি বলিউডের কোনও পরিচালকের থেকে তেমন ভালো ছবির প্রস্তাব পাচ্ছিলেন না। তবে ২২ বছর পর বলতে গেলে আবারও খুলে গেল তার ভাগ্য। এখন বলিউডের অনেক পরিচালক তার সঙ্গে যোগাযোগ করছেন। তাকে ছবির প্রস্তাব দিচ্ছেন। আর সানি দেওলও সুযোগ বুঝে ছবি পিছু ৫০ কোটি টাকা দাবি করছেন।
সানি দেওল সাফ সাফ জানিয়ে দিয়েছেন ৫০ কোটি টাকার কমে তিনি এখন ছবিতে সাইন করবেন না। উল্লেখ্য, এই মুহূর্তে সানির মাথার উপর রয়েছে ৫৬ কোটি টাকার দেনা। কিছুদিন আগেই তার জুহুর বাংলো নিলামে উঠতে বসেছিল। তবে শেষমেষ নিলাম রুখে দেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্কের সঙ্গে কথা বলে নিলাম আপাতত রুখতে সমর্থ্য হয়েছেন সানি।
Shah Rukh Khan Charges Per Movie
যদিও এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা কিন্তু শাহরুখ খান। পাঠান ছবির সাফল্যের পর তিনি তার পারিশ্রমিক বাড়িয়ে ১০০ কোটি টাকা করেছেন। সামনে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। মুক্তির আগেই যেভাবে গোটা দেশে এমন কি বিদেশেও ছবিটিকে নিয়ে চর্চা শুরু হয়েছে তাতে পাঠানের সাফল্য জওয়ান অতিক্রম করে যাবে বলে মনে করছেন ছবি বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : “শাহরুখই আমার জীবনে প্রথম পুরুষ!” SBX লাইফ নিয়ে অকপটে মুখ খুললেন করণ জোহর
শাহরুখ খানের ঠিক পরেই সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা তালিকায় রয়েছেন রণবীর সিং। ডন ৩ ছবিতে অভিনয়ের জন্য তিনি নাকি তার পারিশ্রমিক ৩০ থেকে ৪০ শতাংশ বাড়িয়েছেন। ব্রহ্মাস্ত্র ছবির সফলতার পর রণবীর কাপুরের পারিশ্রমিক ২৫-৩০ কোটি টাকা থেকে ৬০-৭০ কোটি টাকা হয়েছে। অন্যদিকে আলিয়া ভাট ৩০ কোটি টাকা থেকে পারিশ্রমিক বাড়িয়ে ৫০ কোটি করেছেন।
আরও পড়ুন : বচ্চনপরিবারের সদস্যরা কে কতদূর পড়াশোনা করেছেন? জানলে আপনি চমকে যাবেন