Rachana Banerjee Real Name: টলিউড (Tollywood) -র সেরা অভিনেত্রী তিনি। আবার বাংলা টেলিভিশনের সেরা সঞ্চালিকাও বটে। কথা হচ্ছে রচনা ব্যানার্জী (Rachana Banerjee) -কে নিয়ে। একসময় তিনি যেমন ছিলেন বাংলা সিনেমার নায়িকার নাম্বার ওয়ান, তেমনি এখন হলেন সকলের প্রিয় দিদি নাম্বার ওয়ান (Didi Number One)। জি বাংলা (Zee Bangla) -র দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শোয়ের সঞ্চালিকা তিনি। তবে জানেন কি রচনা ব্যানার্জীকে যে নামে সকলে চেনেন সেটা আদতে তার নিজের নামই নয় (Rachana Banerjee Real Name)?
আট থেকে আশি, সব বয়সের দর্শকদের কাছেই রচনা ব্যানার্জী অন্যতম একজন সেরা অভিনেত্রী। তিনি বাংলার মানুষদের পছন্দের নায়িকা এবং প্রিয় দিদি। এমনকি বাংলার গণ্ডি পেরিয়ে সারাদেশে ও বিদেশেও ছড়িয়ে রয়েছে তার সুখ্যাতি। কিন্তু তার ফ্যান ফলোয়ারদের একটা বড় অংশ কখনোই তার আসল নাম বলতে পারবেন না। জানেন কি রচনা ব্যানার্জীর নিজের নাম কী ছিল? কেনই বা তিনি বদলে ফেললেন নিজের নাম।
Rachana Banerjee Real Name
রচনা ব্যানার্জীর আসল নাম সেদিনই পাল্টে গিয়েছিল যেদিন তিনি অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে টলিউডে পা রাখেন। তার এই নতুন নামটা দিয়েছিলেন পরিচালক সুখেন দাস। তবে তার আসল নামটাও ছিল খুবই মিষ্টি এবং সুন্দর। টলিউডে পা রাখতেই নতুন পরিচয় গ্রহণ করেন রচনা। আজ অবধি তাকে এই নামেই চিনেছেন এবং জেনেছেন ভক্তরা।
আসলে রচনা যখন ইন্ডাস্ট্রিতে পা রাখেন, তখন পরিচালক সুখেন দাসের তার অভিনয় বেশ পছন্দ হয়েছিল। কিন্তু পছন্দ হয়নি তার আসল নামটা। তাই তিনি বাংলার নবাগতা এই অভিনেত্রীকে নাম দেন রচনা। ‘রবীন্দ্র রচনাবলী’ থেকে আসলে তার এই নামটি নেওয়া হয়েছিল। বাংলা হোক কিংবা ওড়িয়া, রচনা দুটি ইন্ডাস্ট্রিতেই এই নামে পরিচিতি পান। বিশেষ করে টলিউডের প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটির পর রচনা-প্রসেনজিতের জুটি সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিল।
ঋতুপর্ণা প্রসেনজিতের সঙ্গে কাজ করা বন্ধ করে দিলে রচনাই বলতে গেলে আবার তার ভাগ্য ফিরিয়ে দেন। একসঙ্গে তারা ৩৫ টি ছবিতে কাজ করেছিলেন। সব কটি ছবি হয়েছিল দারুণ হিট। কিন্তু এত খ্যাতির মাঝে আসলে রচনার বাবা-মায়ের দেওয়া মিষ্টি নামটাই ধামাচাপা পড়ে যায়। সুখেন দাসের দেওয়া নতুন পরিচয়টাই বহন করে চলেছেন রচনা। যদিও তার নাম ছিল ঝুমঝুম।
আরও পড়ুন : ভাই-বোন থেকে স্বামী-স্ত্রী! ফাঁস হল বাংলা সিরিয়ালের জনপ্রিয় জুটির বিয়ের সিক্রেট
ঝুমঝুম ব্যানার্জী, এটাই ছিল রচনা ব্যানার্জীর আসল নাম। কিন্তু এখন আর তাকে এই নামে কেউ চেনে না। টলিউডের নবাগতা অভিনেত্রীর নাম ঝুমঝুম, ব্যাপারটা ঠিক মনে ধরেনি সুখেন দাসের। তিনি তাই নিজের পছন্দ মত নাম দিয়েছিলেন ঝুমঝুমকে। ঝুমঝুম থেকে রচনা, নাম বদলানোর পর বলতে গেলে অভিনয় দুনিয়াতে অনেক সুনাম পান রচনা ব্যানার্জী।
আরও পড়ুন : যীশু নাকি রচনা ব্যানার্জী? বাংলা টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিকের সঞ্চালক কে?